ETV Bharat / state

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে মৃতদেহ রেখে বিক্ষোভ

author img

By

Published : Sep 30, 2019, 12:51 PM IST

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয়েছিল । অভিযোগ, তার আগেই খুলে নেওয়া হয় অক্সিজেন মাস্ক । আর তাতেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের । প্রতিবাদে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় তারা ।

হাসপাতালে বিক্ষোভ

আলিপুরদুয়ার, 30 সেপ্টেম্বর : চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনেই মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার । পাশাপাশি বলপূর্বক টাকা আদায়ের অভিযোগ তোলে তার । আলিপুরদুয়ারের ভাঙাপুল এলাকার ঘটনা ।

আলিপুরদুয়ারের নিউশোভাগঞ্জ এলাকার উমেশচন্দ্র দত্ত গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ভাঙাপুল এলাকার একটি নার্সিংহোমে ভরতি হন । অভিযোগ, সেখানে তাঁর চিকিৎসায় কোনওরকম ব্যবস্থাই নেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ । অবস্থার অবনতি হলে উমেশবাবুকে অন্যত্র স্থানান্তরিত করা হয় । কিন্তু অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয় বলে জানায় রোগীর পরিবার । আর তাতেই উমেশবাবুর মৃত্যু হয় বলে অভিযোগ তাদের । শুধু তাই নয়, চিকিৎসা না করেই মৃতের পরিবারের থেকে বলপূর্বক টাকা আদায়ের অভিযোগ ওঠে ওই নার্সিংহোমের বিরুদ্ধে । নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বিল দিতেও অস্বীকার করা হয় ।

ঘটনায় গত রাত থেকেই হাসপাতালের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করে পরিবারের সদস্যরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ । পরে পুলিশি হস্তক্ষেপে আজ সকালে বিক্ষোভ তুলে নেয় তারা ।

আলিপুরদুয়ার, 30 সেপ্টেম্বর : চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনেই মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার । পাশাপাশি বলপূর্বক টাকা আদায়ের অভিযোগ তোলে তার । আলিপুরদুয়ারের ভাঙাপুল এলাকার ঘটনা ।

আলিপুরদুয়ারের নিউশোভাগঞ্জ এলাকার উমেশচন্দ্র দত্ত গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ভাঙাপুল এলাকার একটি নার্সিংহোমে ভরতি হন । অভিযোগ, সেখানে তাঁর চিকিৎসায় কোনওরকম ব্যবস্থাই নেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ । অবস্থার অবনতি হলে উমেশবাবুকে অন্যত্র স্থানান্তরিত করা হয় । কিন্তু অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয় বলে জানায় রোগীর পরিবার । আর তাতেই উমেশবাবুর মৃত্যু হয় বলে অভিযোগ তাদের । শুধু তাই নয়, চিকিৎসা না করেই মৃতের পরিবারের থেকে বলপূর্বক টাকা আদায়ের অভিযোগ ওঠে ওই নার্সিংহোমের বিরুদ্ধে । নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বিল দিতেও অস্বীকার করা হয় ।

ঘটনায় গত রাত থেকেই হাসপাতালের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করে পরিবারের সদস্যরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ । পরে পুলিশি হস্তক্ষেপে আজ সকালে বিক্ষোভ তুলে নেয় তারা ।

Intro:আলিপুরদুয়ার:-ফের প্রশ্ন চিহ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা ।চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিং হোমের সামনে রাতভর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার ।


Body:ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারে ।রবিবার রাতের এই ঘটনায় পুলিশ এবং নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মৃতের পরিবার । অভিযোগ চিকিৎসা না করেই মৃতের পরিবারের থেকে বলপূর্বক টাকা আদায় করে নার্সিং হোম কর্তৃপক্ষ ।এতেই শুরু হয় বিক্ষোভ ।মৃতের পরিবার নার্সিং হোম কর্তৃপক্ষের থেকে পাকা বিল চাইলে তা দিতে অস্বীকার করে নার্সিং হোম কর্তৃপক্ষ ।এর পরই মৃতদেহ নার্সিং হোমের সামনে রেখেই শুরু করে তুমুল তান্ডব । ঘটনার সূত্রপাত রবিবার রাতে ১১ টায় ।আলিপুরদুয়ারের নিউশোভাগঞ্জ এলাকার উমেশ চন্দ্র দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন ভাঙ্গাপুল এলাকার মা সেবা নার্সিং হোমে । অভিযোগ সেখানে তার কোন চিকিৎসাই করেনি নার্সিং হোম কর্তৃপক্ষ ।পরে তার অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় অন্যত্র।তবে তাকে রেফার করার আগে তার অক্সিজেন খুলে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ ।মৃতের পরিবারের অভিযোগ অক্সিজেন মাস্ক খুলে দেবার জন্যই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ।এর পরই উমেশ বাবুর মৃতদেহ নার্সিং হোমের সামনে রেখে বিক্ষোভ শুরু করে তার পরিবারের লোকরা । রবিবার রাত বারোটা থেকে চলে এই বিক্ষোভ ।সোমবার সকাল সাতটা পর্যন্ত বিক্ষোভ দেখায় মৃতের পরিবার । ঘটনা স্থলে রবিবার রাতেই পুলিশ আসে পরিস্থিতি নিয়ন্ত্রনে ।তবে পুলিশের বিরুদ্ধে ও ক্ষোভ উগরে দেয় মৃতের পরিবার ।


Conclusion:আলিপুরদুয়ার থানার আই, সি রবিন থাপা জানান পুলিশ ঘটনাস্থলে রাতভর ছিলো ।মৃতের পরিবারকে বলা হয়েছে লিখিত অভিযোগ করতে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.