আলিপুরদুয়ার, 29 এপ্রিল: মাদারিহাট বীরপাড়া ব্লকের চা বলয় থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই কুখ্যাত অপরাধী। মঙ্গলবার রাতে লঙ্কাপাড়া চা বাগান থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র সহ বীরপাড়া পুলিশের হাতে ধরা পড়ে কুখ্যাত অপরাধী বোকে ভাই ওরফে ঋতুরাজ।
অন্যদিকে সোমবার রাতে এই ব্লকেরই হান্টা পাড়া চা বাগান থেকে অর্জুন মঙ্গর নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।মাদারিহাট বীরপাড়া ব্লকের চা বলয়ে একাধিক অপরাধের ঘটনায় জড়িত বোকে ভাই ওরফে ঋতুরাজ । গত দুই বছরে এই ব্লকের লঙ্কাপাড়া, হান্টা পাড়া, রামঝোড়া চা বাগানে তোলা নিয়ে গোষ্ঠী সংঘর্ষের জেরে পাঁচ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
2018 সালের ডিসেম্বর মাসে এই চা বলয়ে তোলা আদায়ের ভাগাভাগি নিয়ে সংঘর্ষের জেরে দুই দুষ্কৃতী গুলিতে প্রাণ হারায়। অন্যদিকে 2019 সালে এই সংঘর্ষের জেরেই অপর দুই দুষ্কৃতীকে কুপিয়ে হত্যা করে অপর গোষ্ঠী ৷
ভারত-ভুটান সীমান্তের এই চা বলয় দিয়ে ভুটান থেকে ডলোমাইট বোঝাই কয়েকশ লরি প্রতিদিন চলাচল করে। আলিপুরদুয়ারের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মোহন শর্মার উদ্যোগে এবং রাজ্যের তৎকালীন পূর্তদপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সহায়তায় বীরপাড়া থেকে লঙ্কাপাড়া হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত প্রায় কুড়ি কিলোমিটার রাস্তার জন্য 136 কোটি টাকা বরাদ্দ হয় । রাস্তা নির্মাণের কাজ শুরু হয় । এছাড়াও পিছিয়ে পড়া এই এলাকার পানীয় জলের সমস্যাও রাজ্য সরকার দূর করেন । সেতু নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজও এখানে শুরু হয়।যার ফলে এই কাজ গুলোর জন্য একাধিক ঠিকাদার সংস্থা এই ব্লকের চা বলয়ে আসতে শুরু করেন।ঠিকাদার সংস্থা এলাকায় আসার পর থেকেই সীমান্তের এই এলাকায় সক্রিয় হয়ে ওঠে তোলাবাজ চক্র।অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের ছত্রছায়ায় এলাকা ভিত্তিক গড়ে ওঠে তোলাবাজ মাফিয়াদের গ্যাং।
অভিযোগ, বীরপাড়া মোড় থেকে ভুটান সীমান্ত পর্যন্ত 20 কিলোমিটার রাস্তায় প্রায় 12 টি তোলাবাজ গ্যাং সক্রিয়। অভিযোগ, স্থানীয় কিছু তৃণমূল নেতার মদতে বীরপাড়ায় তোলাবাজ গ্যাংটি সবচেয়ে মাথাচাড়া দিয়ে ওঠে । এক তৃণমূল নেতার বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে একাধিক অভিযোগও জমা পড়ে । রাজ্য সরকার সেই তৃণমূল নেতার সরকারি দেহরক্ষী প্রত্যাহার করে নেয় । এরফলে এলাকা কিছুটা শান্ত হয়ে ওঠে ।
এই এলাকায় কাজ করতে আসা এক ঠিকাদার সংস্থা তোলাবাজদের জন্য মাঝ পথেই কাজ ফেলে পালিয়ে যায়। এলাকায় কাজ করতে আসা ঠিকাদার সংস্থার বালি,পাথর,সিমেন্ট, লোহা, শ্রমিক থেকে শুরু করে সমস্ত কিছুর বরাত নিয়ে নেয় এই তোলাবাজ গ্যাং।কার্যত ঠিকাদার সংস্থার গোটা নিয়ন্ত্রণটাই চলে যায় এই মাফিয়াদের হাতে। মাফিয়াদের অত্যাচারে ঠিকাদাররা পুলিশের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি বলে অভিযোগ।
বীরপাড়া-মাদারিহাট বিধানসভা কেন্দ্রের BJP-র বিধায়ক তথা রাজ্য বিধানসভার BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার অভিযোগ, "তৃণমূলের একাধিক গোষ্ঠী তোলাবাজদের দাপটে অতিষ্ঠ স্থানীয় মানুষ থেকে শুরু করে ঠিকাদার ও ডলোমাইট ব্যবসায়ী সকলেই। তৃণমূল দলটাই তোলাবাজের দল। এতে পুলিশ কী করবে। নেতারাই পুলিশকে দিয়ে তোলা আদায় করে। "
নাম প্রকাশে অনিচ্ছুক আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রথম সারির নেতা জানান, "আমরা সে সময় মন্ত্রী অরূপ বিশ্বাসকে আবেদন করে মাত্র সাত দিনের মধ্যে রাস্তার কাজের জন্য 136 কোটি টাকা বরাদ্দ করিয়ে এই এলাকার উন্নয়ন শুরু করি। তবে তোলাবাজদের দাপটে সেই কাজ প্রায় বন্ধের মুখে।"
ওই নেতার অভিযোগ এলাকার আইনকানুন প্রায় শিকেয় উঠেছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী জানান, "এই বিষয়ে পুলিশ এবং প্রশাসনকে বলা হয়েছে কোনও বাছবিচার নয়। তোলাবাজি বা সংঘর্ষে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যাবস্থা নিতে।" আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তুলে পুলিশ তাদের হেপাজতে নিয়েছে। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান এলাকায় আরও আগ্নেয়াস্ত্র আছে কিনা তার সন্ধান চলছে ৷