আলিপুরদুয়ার , 3 এপ্রিল : ভারত-ভুটান সীমান্তের চা বলয়ে বিলি করা হল ত্রাণসামগ্রী ৷ এছাড়াও চা বলয়ের আদিবাসী মহল্লায় গান গেয়ে সতর্ক করা হল মানুষদের ৷ এভাবেই চা বলয়ের মানুষদের পাশে দাঁড়াল একদল যুবক ৷ কালচিনি পুলিশের সাহায্য নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখেই এই ত্রাণ বিলি করা হয় ৷
হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের সদস্যরা নিজেদের উদ্যোগে ভারত-ভুটান সীমান্তে খাদ্যসামগ্রী বিলি করেন ৷ দুস্থ পরিবারগুলির ঘরে ঘরে গিয়ে চাল, আটা, ডাল, বিস্কুট পৌঁছে দেন ৷ আজ বিকেলে কালচিনির চা বলয়ে পথে পথে গান গেয়ে ত্রাণ বিলি করেন তাঁরা ৷ সেই সঙ্গে গানের মাধ্যমেই বোঝান কীভাবে কোরোনার হাত থেকে রেহাই মিলবে? কী কী করণীয় আর কী করা উচিত নয় তা তুলে ধরা হয় । হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকায় গান গেয়ে গেয়ে জনগণকে সচেতন করেন ক্লাব সদস্যরা ।
অগ্রগামী সংঘের সম্পাদক গোবিন্দ বাগচি বলেন, " কোরোনা নিয়ে জনগণকে সচেতন করতে তাঁরা হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে গান করছেন । এছাড়াও দুস্থ মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছেন । "