ETV Bharat / state

King Cobra Rescued: উদ্ধারকাজে এসে কিং কোবরার সঙ্গে ছবি ! বিতর্কে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী

কিং কোবরা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের হাতিপোতা রেঞ্জে (King Cobra Rescued) ৷ আর সেই সাপ উদ্ধার করতে এসে বিতর্কে জড়ালেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী (Controversy Over Snake Rescue Operation) ৷

Controversy Over Snake Rescue Operation in Alipurduar
Controversy Over Snake Rescue Operation in Alipurduar
author img

By

Published : Nov 1, 2022, 7:18 PM IST

জলপাইগুড়ি, 1 নভেম্বর: লোকালয়ে কিং কোবরা (King Cobra) ৷ আর সেই বিশালাকার সাপটিকে ধরতে গিয়ে তৈরি হল বিতর্ক (Controversy Over Snake Rescue Operation)৷ অভিযোগ সাপ ধরতে গিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, সেটির ছবি তুলতে ব্যস্ত হয়ে যান ৷ ওই ব্যক্তি সাপ ধরতে দক্ষ কি না, সে নিয়েও প্রশ্ন ওঠে ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের হাতিপোতা রেঞ্জে (Hatipota Range of Buxa Tiger Reserve) ৷ সেখানকার জয়ন্তী চা বাগানের পাশে একটি বাড়ির বাগানে সোমবার সাপটি দেখা যায় ৷ এমনকি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সাপটিকে ধরতে পারেননি ৷ পরে হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা কামাক্ষাগুড়ি মোবাইল রেঞ্জে খবর দিলে, সেখান থেকে অভিজ্ঞ কর্মীরা এসে কিং কোবরাটিকে ধরে নিয়ে যায় (Alipurduar Snake Rescued) ৷

জানা গিয়েছে, সোমবার সকালে হাতিপোতা রেঞ্জ এলাকার জয়ন্তী চা বাগানের পাশে একটি বাড়ির বাগানে প্রথম ওই বিশালাকার সাপটি দেখা যায় ৷ ওই এলাকায় অত বড় সাপ প্রথমবার বেরিয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ ফলে স্বাভাবিকভাবেই লোকজনের ভিড় হয়ে যায় ওই বাড়ির সামনে ৷ এর মধ্যে খবর দেওয়া হয় হাতিপোতা রেঞ্জে ৷ বনকর্মীরা সেখানে গিয়ে সাপটিকে কিং কোবরা বলে চিহ্নিত করেন ৷ কিন্তু, বনকর্মীদের সাপ ধরার অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না-থাকায় দীর্ঘক্ষণ সাপটি ওই বাগানেই ছিল ৷

উদ্ধারকাজে এসে কিং কোবরার সঙ্গে ছবি তুলে বিতর্কে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী

পরে খবর দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনে সেখান থেকে এক ব্যক্তি ঘটনাস্থলে যান ৷ ওই ব্যক্তি প্রথমে সাপটি ধরার ব্যবস্থা না-করে, সেটির সঙ্গে ছবি তুলতে শুরু করেন ৷ যে ঘটনায় বিতর্ক শুরু হয়েছে ৷ এমন একটি বিষধর সাপের সঙ্গে ছবি তোলার অর্থ কী, সেই প্রশ্নও উঠতে শুরু করে ৷ এমনকি ছবি তুলতে গিয়ে সাপের ছোবলের হাত থেকেও বেশ কয়েকবার বাঁচেন ওই ব্যক্তি ৷ পরে সাপটিকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন ৷ বরং সাপটির লেজ ধরে টানাটানি করায়, সেটি ফণা তুলে ছোবল মারার চেষ্টা করে ওই ব্যক্তিকে ৷

আরও পড়ুন: বসত লাগোয়া জঙ্গলে ফণা তুলল গোখরো, উদ্ধার করলেন বনকর্মীরা

তবে, হাজার চেষ্টা করেও সাপটিকে বাগে আনতে পারেননি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ৷ উলটে তাঁর কাজে ক্ষিপ্ত হয়ে যান স্থানীয়রা ৷ পরে হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা কামাক্ষাগুড়ি মোবাইল রেঞ্জে খবর দেন ৷ সেখান থেকে কয়েকঘণ্টা পরে লোক এসে কিং কোবরাটিকে উদ্ধার করে ৷ সাপটিকে হাতিপোতা রেঞ্জের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে, বন বিভাগের কর্মীদের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ারে কিং কোবরার মতো বিষধর সাপ ধরার মতো প্রশিক্ষিত কর্মী নেই ৷ ফলে ভবিষ্যতে ফের এমন কোনও সাপ লোকালয়ে প্রবেশ করলে, সেটিকে কীভাবে ধরা হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

জলপাইগুড়ি, 1 নভেম্বর: লোকালয়ে কিং কোবরা (King Cobra) ৷ আর সেই বিশালাকার সাপটিকে ধরতে গিয়ে তৈরি হল বিতর্ক (Controversy Over Snake Rescue Operation)৷ অভিযোগ সাপ ধরতে গিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, সেটির ছবি তুলতে ব্যস্ত হয়ে যান ৷ ওই ব্যক্তি সাপ ধরতে দক্ষ কি না, সে নিয়েও প্রশ্ন ওঠে ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের হাতিপোতা রেঞ্জে (Hatipota Range of Buxa Tiger Reserve) ৷ সেখানকার জয়ন্তী চা বাগানের পাশে একটি বাড়ির বাগানে সোমবার সাপটি দেখা যায় ৷ এমনকি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সাপটিকে ধরতে পারেননি ৷ পরে হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা কামাক্ষাগুড়ি মোবাইল রেঞ্জে খবর দিলে, সেখান থেকে অভিজ্ঞ কর্মীরা এসে কিং কোবরাটিকে ধরে নিয়ে যায় (Alipurduar Snake Rescued) ৷

জানা গিয়েছে, সোমবার সকালে হাতিপোতা রেঞ্জ এলাকার জয়ন্তী চা বাগানের পাশে একটি বাড়ির বাগানে প্রথম ওই বিশালাকার সাপটি দেখা যায় ৷ ওই এলাকায় অত বড় সাপ প্রথমবার বেরিয়েছে বলে দাবি স্থানীয়দের ৷ ফলে স্বাভাবিকভাবেই লোকজনের ভিড় হয়ে যায় ওই বাড়ির সামনে ৷ এর মধ্যে খবর দেওয়া হয় হাতিপোতা রেঞ্জে ৷ বনকর্মীরা সেখানে গিয়ে সাপটিকে কিং কোবরা বলে চিহ্নিত করেন ৷ কিন্তু, বনকর্মীদের সাপ ধরার অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না-থাকায় দীর্ঘক্ষণ সাপটি ওই বাগানেই ছিল ৷

উদ্ধারকাজে এসে কিং কোবরার সঙ্গে ছবি তুলে বিতর্কে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী

পরে খবর দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনে সেখান থেকে এক ব্যক্তি ঘটনাস্থলে যান ৷ ওই ব্যক্তি প্রথমে সাপটি ধরার ব্যবস্থা না-করে, সেটির সঙ্গে ছবি তুলতে শুরু করেন ৷ যে ঘটনায় বিতর্ক শুরু হয়েছে ৷ এমন একটি বিষধর সাপের সঙ্গে ছবি তোলার অর্থ কী, সেই প্রশ্নও উঠতে শুরু করে ৷ এমনকি ছবি তুলতে গিয়ে সাপের ছোবলের হাত থেকেও বেশ কয়েকবার বাঁচেন ওই ব্যক্তি ৷ পরে সাপটিকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন ৷ বরং সাপটির লেজ ধরে টানাটানি করায়, সেটি ফণা তুলে ছোবল মারার চেষ্টা করে ওই ব্যক্তিকে ৷

আরও পড়ুন: বসত লাগোয়া জঙ্গলে ফণা তুলল গোখরো, উদ্ধার করলেন বনকর্মীরা

তবে, হাজার চেষ্টা করেও সাপটিকে বাগে আনতে পারেননি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ৷ উলটে তাঁর কাজে ক্ষিপ্ত হয়ে যান স্থানীয়রা ৷ পরে হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা কামাক্ষাগুড়ি মোবাইল রেঞ্জে খবর দেন ৷ সেখান থেকে কয়েকঘণ্টা পরে লোক এসে কিং কোবরাটিকে উদ্ধার করে ৷ সাপটিকে হাতিপোতা রেঞ্জের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে, বন বিভাগের কর্মীদের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ারে কিং কোবরার মতো বিষধর সাপ ধরার মতো প্রশিক্ষিত কর্মী নেই ৷ ফলে ভবিষ্যতে ফের এমন কোনও সাপ লোকালয়ে প্রবেশ করলে, সেটিকে কীভাবে ধরা হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.