আলিপুরদুয়ার, 10 জুলাই : ভুটান পাহাড়ে 24 ঘণ্টা লাগাতার ভারী বৃষ্টির জেরে আলিপুরদুয়ার জেলার প্রতিটি নদীর জলস্তর বাড়ছে । ফলে মাদারিহাট, টোটোপাড়া, চা বাগান সহ প্রতিটি জায়গা জলমগ্ন ৷ জলবন্দী আলিপুরদুয়ার পৌর এলাকার 20টি ওয়ার্ডের বাসিন্দা ।
রাতভর বৃষ্টির জেরে বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যাওয়ার রাস্তায় সুক্তি নদীর লালপুলের ডাইভারশনের উপর দিয়ে জল বইতে শুরু করেছে । অন্যদিকে, ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জেরে মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন । মাদারিহাটে মুজনাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে মুজনাই শ্মশানের উপর দিয়ে জল বইতে শুরু করেছে । সেন্ট্রাল ডুয়ার্সের সঙ্গে কালচিনি ব্লকের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন । কালচিনি ব্লকের ভোলানালার জল সাতালি, ভার্নাবাড়ি , চা বাগানের মধ্য দিয়ে জল বইতে শুরু করেছে । ভোলানালার জল ঢুকে পড়েছে চা বাগানের শ্রমিক মহল্লায় । কুমারগ্রাম ব্লকের সংকোশ, রায়ডাক নদীর জল শুক্রবার ভোররাত থেকেই বাড়তে শুরু করেছে । দুই নদীর জল বাড়তে থাকায় পাকড়িগুড়ি ফ্লাড সেন্টারটিকে প্রস্তুত করে রেখেছে জেলা প্রশাসন । যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক ।
কালজানি নদীর জল বেড়ে যাওয়ায় পৌরসভার সাত, আট, নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে । আলিপুরদুয়ার সেচ বিভাগের নির্বাহী বাস্তুকার প্রিয়ম গোস্বামী জানান, গত 24 ঘণ্টায় আলিপুরদুয়ারে 42.40 এবং হাসিমারাতে 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে।
আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । কুমারগ্রামে ফ্লাড সেন্টার তৈরি করে রাখা হয়েছে । বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।