ETV Bharat / state

ফালাকাটায় তৃণমূল-BJP সংঘর্ষ, খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত সাংবাদিক

author img

By

Published : May 4, 2019, 1:27 AM IST

Updated : May 4, 2019, 4:42 AM IST

পঞ্চায়েত প্রধানের ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ । যদিও সেই অভিযোগ অস্বীকার খোদ পঞ্চায়েত প্রধানের ।

হাতাহাতির সেই ছবি

আলিপুরদুয়ার, 4 মে : ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল ও BJP-র । খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত তিন সাংবাদিক । অভিযোগ পঞ্চায়েত প্রধানের ঘরেই মারধর করা হয় সাংবাদিকদের । গতকাল ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরে ।

হাতাহাতির সেই ছবি

বৃহস্পতিবার দুপুরে তৃণমূল পরিচালিত ফালাকাটার জটেশ্বর 2 নম্বর পঞ্চায়েতের 144 নম্বর বুথ এলাকায় 100 দিনের কাজ নিয়ে একটি সাইনবোর্ড বসানো হয় । সেই বুথ এলাকার পঞ্চায়েত সদস্য BJP-র আরতি বর্মণ । BJP-র অভিযোগ, ওই বুথ এলাকায় কাজের তদারকি করতে পাঠানো হয় পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ একজনকে । পাশাপাশি এই বিষয়ে পঞ্চায়েত সদস্য আরতি বর্মণকে কোনও কিছু জানানো হয়নি ।

এরপর পঞ্চায়েত প্রধান সমরেশ পালের ঘনিষ্ঠ ব্যক্তি কাজের তদারকি করতে গেলে তাঁকে আটকে রাখে স্থানীয়রা । পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে ছাড়িয়ে আনে ।

এরপর অবৈধ টেন্ডারের প্রতিবাদে গতকাল জটেশ্বর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের সমরেশ পালের কাছে স্মারকলিপি জমা দিতে যায় BJP। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরাও । এই নিয়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি বাধে । ঘটনার খবর করতে গিয়ে আক্রান্ত হন তিন সাংবাদিক । অভিযোগ, তৃণমূলকর্মীরা তাঁদের পঞ্চায়েত প্রধানের ঘরে নিয়ে মারধর করে । মোবাইল কেড়ে নিয়ে ঘটনার ছবি ও ভিডিয়ো ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সমরেশ পাল । তিনি বলেন, "আমার ঘরে এমন কোনও ঘটনাই ঘটেনি । তিনজন সাংবাদিক এসেছিলেন । তাঁরা আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছেন । আমার ঘরে কোনও ঘটনা ঘটেনি । তবে বাইরে কিছু হয়ে থাকলে আমার জানা নেই ।" যদিও এই বিষয়ে এখনও থানায় কোনও অভিযোগ জানানো হয়নি ।

আলিপুরদুয়ার, 4 মে : ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল ও BJP-র । খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত তিন সাংবাদিক । অভিযোগ পঞ্চায়েত প্রধানের ঘরেই মারধর করা হয় সাংবাদিকদের । গতকাল ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরে ।

হাতাহাতির সেই ছবি

বৃহস্পতিবার দুপুরে তৃণমূল পরিচালিত ফালাকাটার জটেশ্বর 2 নম্বর পঞ্চায়েতের 144 নম্বর বুথ এলাকায় 100 দিনের কাজ নিয়ে একটি সাইনবোর্ড বসানো হয় । সেই বুথ এলাকার পঞ্চায়েত সদস্য BJP-র আরতি বর্মণ । BJP-র অভিযোগ, ওই বুথ এলাকায় কাজের তদারকি করতে পাঠানো হয় পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ একজনকে । পাশাপাশি এই বিষয়ে পঞ্চায়েত সদস্য আরতি বর্মণকে কোনও কিছু জানানো হয়নি ।

এরপর পঞ্চায়েত প্রধান সমরেশ পালের ঘনিষ্ঠ ব্যক্তি কাজের তদারকি করতে গেলে তাঁকে আটকে রাখে স্থানীয়রা । পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁকে ছাড়িয়ে আনে ।

এরপর অবৈধ টেন্ডারের প্রতিবাদে গতকাল জটেশ্বর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের সমরেশ পালের কাছে স্মারকলিপি জমা দিতে যায় BJP। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরাও । এই নিয়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি বাধে । ঘটনার খবর করতে গিয়ে আক্রান্ত হন তিন সাংবাদিক । অভিযোগ, তৃণমূলকর্মীরা তাঁদের পঞ্চায়েত প্রধানের ঘরে নিয়ে মারধর করে । মোবাইল কেড়ে নিয়ে ঘটনার ছবি ও ভিডিয়ো ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সমরেশ পাল । তিনি বলেন, "আমার ঘরে এমন কোনও ঘটনাই ঘটেনি । তিনজন সাংবাদিক এসেছিলেন । তাঁরা আমার সঙ্গে ভালোভাবে কথা বলেছেন । আমার ঘরে কোনও ঘটনা ঘটেনি । তবে বাইরে কিছু হয়ে থাকলে আমার জানা নেই ।" যদিও এই বিষয়ে এখনও থানায় কোনও অভিযোগ জানানো হয়নি ।

sample description
Last Updated : May 4, 2019, 4:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.