ETV Bharat / state

27 বছর পর উৎকৃষ্ট কমলালেবু ফলনের আশায় বক্সা

author img

By

Published : Oct 19, 2019, 4:29 AM IST

Updated : Oct 19, 2019, 10:41 AM IST

1993 সালে বন্যার পর ক্ষতিগ্রস্ত হয়েছে কমলালেবু চাষ৷ তবে চলতি বছরে ফলন ভালই ৷ আশায় বুক বাঁধছেন কৃষিজীবীরা ৷

27 বছর পর উৎকৃষ্ট কমলালেবু ফলনের আশায় বক্সা

বক্সা, 19 অক্টোবর : শীতকাল মানেই প্রথমে কী মনে পড়ে সোয়েটার, পিকনিক, পিঠে-পুলি ৷ আর ? অবশ্যই রোদ্দুরে পিঠ দিয়ে কমলালেবু খাওয়া ৷ গত শীতের তুলনায় এবার কমলালেবুপ্রেমীদের মুখের হাসি বেশ চওড়া হওয়ার কথা ৷ কারণ বক্সার কমলা উপত্যকা ৷ প্রায় 27 বছর পর বক্সা পাহাড়ের গণ্ডি পেরিয়ে জেলায় আসতে চলেছে বক্সার কমলালেবু । 1993 সালে বন্যাবিধ্বস্ত বক্সা পাহাড়ে চলতি বছরে ফের সারি সারি কমলা আভা ৷

বক্সা পাহাড়ের, চুনাভাটি, আদমা, লেপচাখার বাগানগুলোয় সবুজ কমলালেবু রঙ বদলের হবার অপেক্ষায় প্রহর গুনছে । দু-এক জনের গায়ে ইতিমধ্যেই লেগেছে কমলা আভা । সবুজ পাতার ফাঁকে দলে দলে কমলা লেবু জানান দিচ্ছে পূর্বসূরিদের গৌরব ফিরিয়ে আনতে তারাও যেন প্রস্তুত ।

বক্সা পাহাড় কমলালেবুর জন্য বেশ বিখ্যাত । এখানে প্রচুর কমলালেবুর চাষ হত এবং প্রচুর কমলালেবুর বাগানও ছিল । এখানকার বাসিন্দাদের প্রধান পেশা ও অর্থনীতি নির্ভর করত কমলালেবুর চাষের উপর । তবে সে গৌরব অনেকটাই মলিন এখন । এলাকার প্রাথমিক শিক্ষক বিকাশ থাপা বলেন, '' একটা সময় নেপাল থেকে প্রচুর শ্রমিক নিয়ে আসা হত বক্সাতে ৷ কমলালেবু গাছ পরিচর্যা ও কমলা পাহাড় থেকে সন্তলাবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁদেরই । সন্তলাবাড়িতে নিয়ে কমলালেবু প্যাকেটজাত হত এবং সেখান থেকে দেশে-বিদেশে কমলালেবু রপ্তানি হত ।''

দীর্ঘ কয়েক বছর ধরে যে পরিমাণ কমলালেবু চাষ হয়, তা স্থানীয়দের জন্যও পর্যাপ্ত নয় । আকার ও স্বাদের জন্য বিখ্যাত কমলালেবু ফলনে সমস্যা রয়েছে । বর্তমানে কমলালেবু যতটুকুই চাষ হয় হয়, তা অনেকটাই ছোটো এবং আগের মত অত সুস্বাদু নেই । তবে বহু বছর পর ফের বক্সায় প্রচুর পরিমাণে কমলালেবু চাষ হয়েছে । এমনটাও জানান বিকাশবাবু ৷

বক্সা পাহাড়ের বাসিন্দা নিমা ডুকপার কথায়, 1993 সালে বন্যার কারণে আগের মতো ভালো কমলালেবু চাষ হয় না । তবে দীর্ঘদিন বাদে ফের বক্সায় কমলালেবুর চাষ হওয়াতে খুশি পাহাড়ের মানুষজন৷'' স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে আবেদন করেছেন, প্রশাসন এখানকার মাটি পরীক্ষা করে দেখুক ৷ চাষাবাদের সুষ্ঠু ব্যবস্থা কথাও বলা হয়েছে আবেদনে । তবে বক্সা পাহাড়ে চলতি বছরের কমলালেবুর ফলন যে প্রত্যেকের মনে আশার সঞ্চার করছে তা বলাই বাহুল্য ।

দেখুন ভিডিয়ো

বক্সা, 19 অক্টোবর : শীতকাল মানেই প্রথমে কী মনে পড়ে সোয়েটার, পিকনিক, পিঠে-পুলি ৷ আর ? অবশ্যই রোদ্দুরে পিঠ দিয়ে কমলালেবু খাওয়া ৷ গত শীতের তুলনায় এবার কমলালেবুপ্রেমীদের মুখের হাসি বেশ চওড়া হওয়ার কথা ৷ কারণ বক্সার কমলা উপত্যকা ৷ প্রায় 27 বছর পর বক্সা পাহাড়ের গণ্ডি পেরিয়ে জেলায় আসতে চলেছে বক্সার কমলালেবু । 1993 সালে বন্যাবিধ্বস্ত বক্সা পাহাড়ে চলতি বছরে ফের সারি সারি কমলা আভা ৷

বক্সা পাহাড়ের, চুনাভাটি, আদমা, লেপচাখার বাগানগুলোয় সবুজ কমলালেবু রঙ বদলের হবার অপেক্ষায় প্রহর গুনছে । দু-এক জনের গায়ে ইতিমধ্যেই লেগেছে কমলা আভা । সবুজ পাতার ফাঁকে দলে দলে কমলা লেবু জানান দিচ্ছে পূর্বসূরিদের গৌরব ফিরিয়ে আনতে তারাও যেন প্রস্তুত ।

বক্সা পাহাড় কমলালেবুর জন্য বেশ বিখ্যাত । এখানে প্রচুর কমলালেবুর চাষ হত এবং প্রচুর কমলালেবুর বাগানও ছিল । এখানকার বাসিন্দাদের প্রধান পেশা ও অর্থনীতি নির্ভর করত কমলালেবুর চাষের উপর । তবে সে গৌরব অনেকটাই মলিন এখন । এলাকার প্রাথমিক শিক্ষক বিকাশ থাপা বলেন, '' একটা সময় নেপাল থেকে প্রচুর শ্রমিক নিয়ে আসা হত বক্সাতে ৷ কমলালেবু গাছ পরিচর্যা ও কমলা পাহাড় থেকে সন্তলাবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁদেরই । সন্তলাবাড়িতে নিয়ে কমলালেবু প্যাকেটজাত হত এবং সেখান থেকে দেশে-বিদেশে কমলালেবু রপ্তানি হত ।''

দীর্ঘ কয়েক বছর ধরে যে পরিমাণ কমলালেবু চাষ হয়, তা স্থানীয়দের জন্যও পর্যাপ্ত নয় । আকার ও স্বাদের জন্য বিখ্যাত কমলালেবু ফলনে সমস্যা রয়েছে । বর্তমানে কমলালেবু যতটুকুই চাষ হয় হয়, তা অনেকটাই ছোটো এবং আগের মত অত সুস্বাদু নেই । তবে বহু বছর পর ফের বক্সায় প্রচুর পরিমাণে কমলালেবু চাষ হয়েছে । এমনটাও জানান বিকাশবাবু ৷

বক্সা পাহাড়ের বাসিন্দা নিমা ডুকপার কথায়, 1993 সালে বন্যার কারণে আগের মতো ভালো কমলালেবু চাষ হয় না । তবে দীর্ঘদিন বাদে ফের বক্সায় কমলালেবুর চাষ হওয়াতে খুশি পাহাড়ের মানুষজন৷'' স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে আবেদন করেছেন, প্রশাসন এখানকার মাটি পরীক্ষা করে দেখুক ৷ চাষাবাদের সুষ্ঠু ব্যবস্থা কথাও বলা হয়েছে আবেদনে । তবে বক্সা পাহাড়ে চলতি বছরের কমলালেবুর ফলন যে প্রত্যেকের মনে আশার সঞ্চার করছে তা বলাই বাহুল্য ।

দেখুন ভিডিয়ো
Intro:আলিপুরদুয়ার:-১৯৯৩ সালের বন্যার স্মৃতি আজ অতীত।বক্সার কমলা ভ্যালি ফের ফিরে পেতে চাইছে তার হৃত গৌরব।

Body:দরজায় কড়া নাড়ছে শীত। আর শীতের নরম রোদে বক্সার কমলা জুটবে না বরাতে তা ভাবতেই যেন অপারগ তামাম কমলা প্রেমি।গত শীতের তুলনায় এবার কমলা প্রেমিদের মুখের হাসি বেশ চওড়া করবে বক্সার কমলা ভ্যালি।প্রায় ২৭ বছর পর বক্সা পাহাড়ের গন্ডি পেরিয়ে জেলায় দাপিয়ে বেড়াতে পারে বক্সার কমলালেবু।বক্সা পাহাড়ের, চুনাভাটি, আদমা, লেপচাখার বাগান গুলোতে সবুজ কিশোর কমলালেবু রসালো হবার প্রতিক্ষায় প্রহর গুনছে। দু-এক জনের গায়ে ইতিমধ্যেই লেগেছে যৌবনের কমলা আভা।সবুজ পাতার ফাকে দলে দলে কমলা লেবু জানান দিচ্ছে পূর্বসূরিদের হৃতমান ফিরিয়ে আনতে তারা প্রায় প্রস্তুত।
এক সময় বক্সা পাহাড় কমলালেবুর জন‍্য বিখ্যাত ছিল । বক্সা পাহাড়ে প্রচুর কমলালেবুর চাষ হত এবং প্রচুর কমলালেবুর বাগান ও ছিল। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা ও এখানকার অর্থনীতি নির্ভর করত কমলালেবুর চাষের উপর। তবে আজ সে গৌরব অনেকটাই মলিন।
এলাকার প্রাথমিক শিক্ষক বিকাষ থাপা জানান একটা সময় নেপাল থেকে প্রচুর শ্রমিকদের নিয়ে আসা হত বক্সাতে কমলালেবু গাছ পরিচর্যা ও কমলা পাহাড় থেকে সন্তলাবাড়ি ওবধি নিয়ে যাবার জন‍্য। সন্তলাবাড়িতে নিয়ে কমলালেবু প‍্যাকেট হত এবং সেখানথেকে দেশে ও বিদেশের বিভিন্ন জায়গায় কমলালেবু রপ্তানি হত। তবে এখন আর সে সুসময় নেই ।দির্ঘ কয়েক বছর ধরে যতটুকু চাষ হতো তা আমাদের খাবারের জন‍্যও পর্যাপ্ত ছিলো না । আগে বড় বড় কমলালেবু হত, যা স্বাদের জন‍্য বিখ‍্যাত ছিল। এখন কমলালেবু যতটুকুই চাষ হয় হয়, তা অনেকটাই ছোটো এবং আগের মত অত সুস্বাদু নেই । তবে দির্ঘ দিন বাদে ফের বক্সার কোলে প্রচুর পরিমানে কমলা লেবুর চাষ হয়েছে। এটাই আশার কথা।
বক্সা পাহাড়ের বাসিন্দা নিমা ডুকপা জানান যে আগে প্রচুর কমলালেবু ফলন হত এখন হয়না বললেই চলে। 1993 সালে বন‍্যার পর এখন আর এখানে ভালো কমলালেবু চাষ হয়না । দির্ঘদিন বাদে ফের বক্সায় কমলা লেবুর চাষ হওয়াতে খুশি পাহাড়বাসি।
স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে আবেদন করছেন
প্রশাসন এখানকার মাটি পরীক্ষা করে দেখুক এবং আমরা যাতে চাষাবাদ করতে পারি তার ব‍্যবস্থা করুক। হয়তো একদিন আবার বক্সার কমলালেবুর চাহিদা সমগ্র বিশ্বেকে আকর্ষণ করবে। বক্সা আবারও অর্থনীতিতে সফল হয়ে উঠবে।

Conclusion:তবে বক্সা পাহাড়ে এবছরের কমলালেবুর ফলন যে পাহাড়বাসির মনে আশার সঞ্চার করছে তা বলাই বাহুল্য।
Last Updated : Oct 19, 2019, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.