আলিপুরদুয়ার, 11 জুলাই : প্রবল বৃষ্টি মাথায় নিয়ে জঙ্গলে টহল দেবার সময় একটি জঙ্গল মাফিয়াদলের হদিস পায় বনকর্মীরা । আজ বিকেলের ঘটনা ৷ বনকর্মীদের তাড়া খেয়ে ঘটনাস্থান থেকে একটি পিকআপ ভ্যান ও কাঠ ফেলে পালিয়ে যায় কাঠমাফিয়াদের দলটি ।
জলদাপাড়া জাতীয় উদ্যানে চোরাশিকারি ও কাঠমাফিয়ার উপদ্রব নতুন নয় ৷ বনকর্মীরাও নানাভাবে চেষ্টা করছে চোরা কারবার ঠেকাতে ৷ বেড়েছে কড়া নজরদারি ৷ এবার ভারী বর্ষার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠছে কাঠমাফিয়ার দল ৷ আজ বিকেলে জঙ্গলে টহল দেবার সময় একটি জঙ্গল মাফিয়াদলের হদিস পায় বনকর্মীরা । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় কয়েক লাখ টাকা মূল্যের সেগুন কাঠ ও একটি পিকআপ ভ্যান । পিকআপ ভ্যান থেকে ছিল প্রায় 50টি সেগুন কাঠ । জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা কাঠ মাফিয়াদের থেকে এই কাঠ ও গাড়ি উদ্ধারে সাফল্য পায় । উদ্ধারকৃত কাঠ মাদারিহাট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে ।
উল্লেখ্য, জলদাপাড়া এবং বক্সার জঙ্গলে প্রবল বৃষ্টিতে জঙ্গল পাহারা দিতে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে । এই দলগুলো বৃষ্টিতেও জঙ্গলের চোরা শিকারি এবং কাঠমাফিয়াদের উপর নজরদারি চালিয়ে জঙ্গল রক্ষা করবে ।
জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO কুমার বিমল জানান, জঙ্গল পাহারায় আমাদের বিশেষ দল জঙ্গলে নজরদারি চালিয়ে এই সাফল্য পেয়েছে । বৃষ্টিতেও জঙ্গল পাহারায় কোন খামতি দেওয়া হবে না ।
বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা কল্যাণ রাই জানান, জঙ্গলে আমাদের নজরদারি চলছে । ভারত-ভুটান সীমান্তজুরে গোটা জঙ্গলেই আমাদের এই টহলদারি ৷