ETV Bharat / state

Abhishek stands with Tea Labourers: '2 মাসের মধ্যে চা শ্রমিকদের সমস্যা মেটান !' পিএফ নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের - আলিপুরদুয়ার

আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের পিএফ সংক্রান্ত সমস্য়া নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সমস্যা মেটানোর জন্য কেন্দ্রকে দিলেন 2 মাসের চরম সময়সীমা !

Abhishek Banerjee stands with Tea Labourers and raise his voice for their PF related Problems
চা শ্রমিকের পাশে থাকার বার্তা অভিষেকের
author img

By

Published : Apr 8, 2023, 4:28 PM IST

Updated : Apr 8, 2023, 5:43 PM IST

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: চা শ্রমিকের পিএফ বা ভবিষ্যনিধি সংক্রান্ত সমস্য়া নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ দিলেন 2 মাসের 'আল্টিমেটাম' ! তাঁর সাফ কথা, এই 2 মাসের মধ্যেই বাংলার চা শ্রমিকদের পিএফ সমস্যা মেটাতে হবে ৷ তা না হলে নিজেই আন্দোলনে নামবেন তিনি ৷ একইসঙ্গে, রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আশ্বাস, পরবর্তী ত্রিপাক্ষিক বৈঠকের এক সপ্তাহের মধ্যেই বাড়বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৷

শনিবার আলিপুরদুয়ারের বাবুর হাটে জনসভা করেন অভিষেক ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে এই সভা থেকে সরাসরি বিজেপি ও কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ 100 দিনের কাজের মতো একেবারে গ্রামভিত্তিক বিষয়কে সামনে এনে আন্দোলনের নয়া রণকৌশল স্থির করে দেন ৷ তবে, ডুয়ার্সের ভোটারদের একটা বড় অংশই হলেন চা বাগানের শ্রমিক ৷ তাই 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি চা শ্রমিকদের পিএফ সমস্য়াকেও হাতিয়ার করেন অভিষেক ৷

এদিনের সভা থেকে অভিষেক বলেন, চা শ্রমিক পিএফ নিয়ে সমস্য়া রয়েছে ৷ এই বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের আওতাধীন ৷ তবুও তিনি এ নিয়ে লড়াই করবেন বলে জানান অভিষেক ৷ তাঁর স্পষ্ট কথা, "2 মাস সময় দিচ্ছি ৷ এই 2 মাসের মধ্য়ে চা শ্রমিকদের পিএফ সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস ৷ প্রয়োজনে আমি নিজে 50 হাজার লোক নিয়ে জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করব ৷"

এর পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের আগেই চা শ্রমিকদের মজুরি বাড়ার আশা দেখিয়েছেন অভিষেক ৷ তিনি নিজে রাজ্য সরকার বা প্রশাসনের অংশ না হলেও অভিষেক জানান, আগামী 12 এপ্রিল শিলিগুড়িতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে ৷ সেই বৈঠকে রাজ্যের শ্রম দফতর, বাগানগুলির মালিক পক্ষ এবং চা শ্রমিকদের প্রতিনিধিরা থাকবেন ৷ সেই বৈঠকের সাতদিনের মধ্যেই চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়বে ৷ একইসঙ্গে, অভিষেক মনে করিয়ে দেন, আগে চা শ্রমিকদের রোজের মজুরি ছিল মাত্র 67 টাকা ৷ কিন্তু, বর্তমান সরকারের আমলে দফায় দফায় বেড়ে তা হয়েছে 232 টাকা ৷

বাংলার চা বাগানগুলিতে ক্রেশের দাবি দীর্ঘদিনের ৷ অভিষেক এদিন তা নিয়েও মন্তব্য করেন ৷ জানান, তিনি নিজে এই বিষয়টি নিয়ে রাজ্য়ের শ্রম মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ এই মুহূর্তে 71টি ক্রেশ ও 42টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ চলছে ৷ আগামী চারমাসের মধ্যেই চা বাগানগুলিতে 34টি ক্রেশ তৈরি হয়ে যাবে ৷ বাকি কাজ হবে পুজোর পর ৷

ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে অভিষেক 'এক ঢিলে অনেকগুলি পাখি মারা'র কৌশল নিয়েছেন ৷ প্রথমত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গকে পকেটে পুরতে ডুয়ার্স অঞ্চলে চা শ্রমিকদের সমর্থন তৃণমূলকে পেতেই হবে ৷ অভিষেক সেটা মাথায় রেখেছেন ৷ ক্রেশ, স্বাস্থ্যকেন্দ্রের মতো সমস্য়াগুলি তুলে ধরে বোঝাতে চেয়েছেন, রাজ্যের সরকার শ্রমিক দরদী এবং শ্রমিক কল্য়াণে তারা লাগাতার কাজ করে চলেছে ৷ চা শ্রমিকদের মজুরি বাড়াতে ত্রিপাক্ষিক বৈঠক এবং মজুরি বাড়ার আশ্বাসের নেপথ্যেও রয়েছে একই কারণ ৷

আরও পড়ুন: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক

অন্যদিকে, ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ এই প্রেক্ষাপটে কেন্দ্র দফায় দফায় ডিএ-র হার বাড়ানোয় রাজ্য আরও বেশি বিপাকে পড়েছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে এবার চা শ্রমিকদের পিএফ নিয়ে পালটা কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিলেন অভিষেক ৷ এতে একইসঙ্গে চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা এবং বিজেপি তথা কেন্দ্র বিরোধিতায় সুর চড়ানো, দুই উদ্দেশ্যই সফল করেছেন অভিষেক ৷ আগামী দিনে যখন বিজেপির নেতারা ডিএ নিয়ে রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবেন, তখন তৃণমূলীরাও চা শ্রমিকদের পিএফ নিয়ে পালটা আক্রমণ করতে পারবেন ৷ এদিন সেই অস্ত্রই তৈরি করে দিলেন অভিষেক ৷

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: চা শ্রমিকের পিএফ বা ভবিষ্যনিধি সংক্রান্ত সমস্য়া নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ দিলেন 2 মাসের 'আল্টিমেটাম' ! তাঁর সাফ কথা, এই 2 মাসের মধ্যেই বাংলার চা শ্রমিকদের পিএফ সমস্যা মেটাতে হবে ৷ তা না হলে নিজেই আন্দোলনে নামবেন তিনি ৷ একইসঙ্গে, রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আশ্বাস, পরবর্তী ত্রিপাক্ষিক বৈঠকের এক সপ্তাহের মধ্যেই বাড়বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৷

শনিবার আলিপুরদুয়ারের বাবুর হাটে জনসভা করেন অভিষেক ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে এই সভা থেকে সরাসরি বিজেপি ও কেন্দ্রকে নিশানা করেন তিনি ৷ 100 দিনের কাজের মতো একেবারে গ্রামভিত্তিক বিষয়কে সামনে এনে আন্দোলনের নয়া রণকৌশল স্থির করে দেন ৷ তবে, ডুয়ার্সের ভোটারদের একটা বড় অংশই হলেন চা বাগানের শ্রমিক ৷ তাই 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি চা শ্রমিকদের পিএফ সমস্য়াকেও হাতিয়ার করেন অভিষেক ৷

এদিনের সভা থেকে অভিষেক বলেন, চা শ্রমিক পিএফ নিয়ে সমস্য়া রয়েছে ৷ এই বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের আওতাধীন ৷ তবুও তিনি এ নিয়ে লড়াই করবেন বলে জানান অভিষেক ৷ তাঁর স্পষ্ট কথা, "2 মাস সময় দিচ্ছি ৷ এই 2 মাসের মধ্য়ে চা শ্রমিকদের পিএফ সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস ৷ প্রয়োজনে আমি নিজে 50 হাজার লোক নিয়ে জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করব ৷"

এর পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের আগেই চা শ্রমিকদের মজুরি বাড়ার আশা দেখিয়েছেন অভিষেক ৷ তিনি নিজে রাজ্য সরকার বা প্রশাসনের অংশ না হলেও অভিষেক জানান, আগামী 12 এপ্রিল শিলিগুড়িতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে ৷ সেই বৈঠকে রাজ্যের শ্রম দফতর, বাগানগুলির মালিক পক্ষ এবং চা শ্রমিকদের প্রতিনিধিরা থাকবেন ৷ সেই বৈঠকের সাতদিনের মধ্যেই চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়বে ৷ একইসঙ্গে, অভিষেক মনে করিয়ে দেন, আগে চা শ্রমিকদের রোজের মজুরি ছিল মাত্র 67 টাকা ৷ কিন্তু, বর্তমান সরকারের আমলে দফায় দফায় বেড়ে তা হয়েছে 232 টাকা ৷

বাংলার চা বাগানগুলিতে ক্রেশের দাবি দীর্ঘদিনের ৷ অভিষেক এদিন তা নিয়েও মন্তব্য করেন ৷ জানান, তিনি নিজে এই বিষয়টি নিয়ে রাজ্য়ের শ্রম মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ এই মুহূর্তে 71টি ক্রেশ ও 42টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ চলছে ৷ আগামী চারমাসের মধ্যেই চা বাগানগুলিতে 34টি ক্রেশ তৈরি হয়ে যাবে ৷ বাকি কাজ হবে পুজোর পর ৷

ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে অভিষেক 'এক ঢিলে অনেকগুলি পাখি মারা'র কৌশল নিয়েছেন ৷ প্রথমত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গকে পকেটে পুরতে ডুয়ার্স অঞ্চলে চা শ্রমিকদের সমর্থন তৃণমূলকে পেতেই হবে ৷ অভিষেক সেটা মাথায় রেখেছেন ৷ ক্রেশ, স্বাস্থ্যকেন্দ্রের মতো সমস্য়াগুলি তুলে ধরে বোঝাতে চেয়েছেন, রাজ্যের সরকার শ্রমিক দরদী এবং শ্রমিক কল্য়াণে তারা লাগাতার কাজ করে চলেছে ৷ চা শ্রমিকদের মজুরি বাড়াতে ত্রিপাক্ষিক বৈঠক এবং মজুরি বাড়ার আশ্বাসের নেপথ্যেও রয়েছে একই কারণ ৷

আরও পড়ুন: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক

অন্যদিকে, ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ৷ এই প্রেক্ষাপটে কেন্দ্র দফায় দফায় ডিএ-র হার বাড়ানোয় রাজ্য আরও বেশি বিপাকে পড়েছে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে এবার চা শ্রমিকদের পিএফ নিয়ে পালটা কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিলেন অভিষেক ৷ এতে একইসঙ্গে চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা এবং বিজেপি তথা কেন্দ্র বিরোধিতায় সুর চড়ানো, দুই উদ্দেশ্যই সফল করেছেন অভিষেক ৷ আগামী দিনে যখন বিজেপির নেতারা ডিএ নিয়ে রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবেন, তখন তৃণমূলীরাও চা শ্রমিকদের পিএফ নিয়ে পালটা আক্রমণ করতে পারবেন ৷ এদিন সেই অস্ত্রই তৈরি করে দিলেন অভিষেক ৷

Last Updated : Apr 8, 2023, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.