ETV Bharat / state

আলিপুরদুয়ারে কোরোনায় 3 জনের মৃত্যু - আলিপুরদুয়ারে কোরোনা আক্রান্ত

কোরোনায় 3 জনের মৃত্যু হল আলিপুরদুয়ার জেলায় । মোট আক্রান্ত হয়েছে 45 জন ।

3 corona patients are died in alipurduar
3 corona patients are died in alipurduar
author img

By

Published : Aug 4, 2020, 10:04 PM IST

আলিপুরদুয়ার, 4 অগাস্ট : আলিপুরদুয়ারে কোরোনায় মৃত্যু হল 3 জনের । আজ জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 45 জন । অন্যদিকে জলপাইগুড়ি জেলায় কোরোনা আক্রান্ত হয়েছে 83 জন ।

রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, জেলায় কোরোনা আক্রান্ত হয়েছে এখনও পর্যন্ত 488 জন । সুস্থ হয়ে উঠেছে 276 জন । জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত 1546 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । সুস্থ হয়ে উঠেছে 1154 জন । এখনও পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 115 জন কোরোনা আক্রান্ত হয়েছে ।

আজ জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 7 জন কোরোনায় আক্রান্ত । তারমধ্যে কোতয়ালি থানার 3 জন পুলিশকর্মী, 1 জন স্বাস্থ্যকর্মী-সহ পৌরসভার ট্যাক্স কালেকটর ও আরও দুজন বাসিন্দা কোরোনা আক্রান্ত । আজ এলাকাগুলিকে পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্যানিটাইজ করা হয় । এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন করা হয় ।

আলিপুরদুয়ার, 4 অগাস্ট : আলিপুরদুয়ারে কোরোনায় মৃত্যু হল 3 জনের । আজ জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 45 জন । অন্যদিকে জলপাইগুড়ি জেলায় কোরোনা আক্রান্ত হয়েছে 83 জন ।

রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, জেলায় কোরোনা আক্রান্ত হয়েছে এখনও পর্যন্ত 488 জন । সুস্থ হয়ে উঠেছে 276 জন । জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত 1546 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । সুস্থ হয়ে উঠেছে 1154 জন । এখনও পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 115 জন কোরোনা আক্রান্ত হয়েছে ।

আজ জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 7 জন কোরোনায় আক্রান্ত । তারমধ্যে কোতয়ালি থানার 3 জন পুলিশকর্মী, 1 জন স্বাস্থ্যকর্মী-সহ পৌরসভার ট্যাক্স কালেকটর ও আরও দুজন বাসিন্দা কোরোনা আক্রান্ত । আজ এলাকাগুলিকে পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্যানিটাইজ করা হয় । এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.