আলিপুরদুয়ার, 28 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত হলেন SBI-এর আলিপুরদুয়ার শাখার তিন কর্মী । গ্রাহক, কর্মীদের কথা মাথায় রেখে আজ থেকে তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হল ওই শাখা।
ওই তিন ব্যাঙ্ক কর্মীকে আলিপুরদুয়ারের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলায় এখনও পর্যন্ত 269 জন কোরোনায় আক্রান্ত । 216 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । কোরোনায় মৃত্যু হয়েছে একজনের ।
ব্রাঞ্চ ম্যানেজার জানিয়েছেন, বিল্ডিংটিকে স্যানিটাইজ়েশন করা হবে আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে । শুধুমাত্র ব্যাঙ্কের ATM পরিষেবা খোলা থাকবে । লকডাউন শিথিল হওয়ার পর ব্যাঙ্ক পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল । তিন ব্যাঙ্ক কর্মীর শরীরে কোরোনা সংক্রমণের হদিস মেলায় চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে।