নয়াদিল্লি, 6 অগস্ট: পদক হাতছাড়া হয়েছে ৷ ব্রোঞ্জ দখলের ম্যাচে পরাজিত হওয়ায় চতুর্থ স্থানে থেকেই এ বারের মতো অলিম্পিকস (Tokyo Olympics) সফর শেষ করতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে (India Women's Hockey Team) ৷ 2016 রিও অলিম্পিকসে সোনাজয়ী গ্রেট ব্রিটেনের কাছে 3-4 গোলে হেরে যায় তারা ৷ যদিও তাতে এতটুকুও কমে যায়নি তাদের কৃতিত্ব ৷ মেয়েদের হকিতে 41 বছর পর অলিম্পিকসে চতুর্থ স্থান নিজেদের দখলে রেখেছে ভারত ৷ তাই দেশবাসীর চোখে তারাই চ্যাম্পিয়ন ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তাঁদের ফোন করে বলেছেন, গোটা দেশ তাঁদের জন্য গর্বিত ৷ টুইট করেছেন বড় পর্দায় মহিলা হকি দলের কোচ শাহরুখ খানও (Shahrukh Khan) ৷ তাঁর মতে, দেশকে বিরাট জয় এনে দিয়েছে ভারতীয় মহিলা হকি দল ৷
গোটা অলিম্পিকসেই দুরন্ত খেলে পদক জয়ের আশা জাগিয়েছিলেন মহিলা হকি খেলোয়াড়রা ৷ তবে ইতিহাস আর গড়া হয়নি রানি রামপালদের ৷ ছেলেরা পারলেও দেশের মহিলা হকি দলকে পদকের খুব কাছাকাছি গিয়েও খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে ৷ গ্রেট ব্রিটেনের কাছে 3-4 গোলে হেরে অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয় তাদের ৷ গোটা ম্যাচ জুড়ে ভাল খেলেন দেশের মেয়েরা ৷ কিন্তু শেষ কোয়ার্টারে পিছিয়ে পড়ে ম্যাচ খোয়াতে হয় ভারতকে ৷
আরও পড়ুন: ইতিহাস গড়া হল না, ব্রিটিশদের বিরুদ্ধে হার রানিদের
হারের পরই কান্নায় ভেঙে পড়েন সবিতা পুনিয়া, গুরজিত কউররা ৷ তবে তাঁদের ফোন করে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ফোন করে মহিলা হকি দলকে বলেছেন, "তোমাদের কঠোর শ্রম হয়তো পদক এনে দিতে পারেনি, তবে এটা কোটি কোটি ভারতীয় মহিলাকে উদ্বুদ্ধ করেছে ৷ এ জন্য খেলোয়াড় ও কোচদের অভিনন্দন জানাই ৷" মোদির সঙ্গে কথা বলতে বলেও গলা কেঁপে ওঠে খেলোয়াড়দের ৷
আরও পড়ুন: নির্লজ্জ ! জিততে না পেরে রবির হাতে মরণ কামড়, ধুয়ে দিলেন নেটিজেনরা
-
Heartbreak!!! But all reasons to hold our heads high. Well played Indian Women’s Hockey Team. You all inspired everyone in India. That itself is a victory.
— Shah Rukh Khan (@iamsrk) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartbreak!!! But all reasons to hold our heads high. Well played Indian Women’s Hockey Team. You all inspired everyone in India. That itself is a victory.
— Shah Rukh Khan (@iamsrk) August 6, 2021Heartbreak!!! But all reasons to hold our heads high. Well played Indian Women’s Hockey Team. You all inspired everyone in India. That itself is a victory.
— Shah Rukh Khan (@iamsrk) August 6, 2021
নভনীত কউরের শারীরিক অবস্থারও খোঁজ নেন মোদি ৷ অধিনায়ক রানি রামপাল জানান, নভনীতের চোখের কাছে চারটে সেলাই পড়েছে ৷ প্রধানমন্ত্রী তখন বলেন, "আশা করি ও এখন ভালো আছে ৷ বন্দনা সত্যি খুব ভালো খেলেছেন ৷ সবিতা দারুণ ৷ অনুগ্রহ করে কেঁদো না ৷ আমি শুনতে পাচ্ছি ৷ গোটা দেশ তোমাদের জন্য গর্বিত ৷ তোমাদের প্রচেষ্টার জন্য কয়েক দশক পর ভারতীয় হকি আলোচনায় এসেছে ৷"
এর আগে, পুরুষদের ভারতীয় হকি দলকেও ফোন করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷
আরও পড়ুন : Women's Hockey : লজ্জা ! জাতের দোহাই দিয়ে বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা
অপরদিকে, ভারতীয় মহিলা হকি দলকে কুর্নিশ জানিয়েছেন চক দে অভিনেতা শাহরুখ খানও ৷ তিনি টুইটে খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে লিখেছেন, "মন ভেঙে গেল ! তবে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সব কারণ উপস্থিত ৷ ভারতীয় মহিলা হকি দল, দারুণ খেলেছ ৷ তোমরা সবাই ভারতকে অনুপ্রাণিত করেছ ৷ এটাই একটা জয় ৷"
ভারতীয় মহিলা দল সেমিফাইনালে ওঠার পর তাদের উদ্বুদ্ধ করতে চক দে ইন্ডিয়া লিখে টুইট করেছিলেন বলিউডের বাদশা ৷