ETV Bharat / sports

Tokyo Olympics : ডবল স্কালস নৌকা বাইচের সেমিফাইনালে ভারতীয় জুটি - ARJUN and ARVIND QUALIFY FOR SEMIFINALS

নৌকা বাইচ সম্পন্ন করতে ভারতীয় জুটি অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং সময় নিলেন 6 মিনিট 51 সেকেন্ড 36 মাইক্রোসেকেন্ড ৷ তালিকায় তৃতীয় স্থানে শেষ করেন তাঁরা ৷

নৌকা বাইচের সেমিফাইনালে ভারতীয় জুটি
নৌকা বাইচের সেমিফাইনালে ভারতীয় জুটি
author img

By

Published : Jul 25, 2021, 9:01 AM IST

Updated : Jul 25, 2021, 9:42 AM IST

টোকিয়ো, 25 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের নৌকা বাইচে বড় সাফল্য ভারতের ৷ লাইট ওয়েট ডবল স্কালসের সেমিফাইনালে পৌঁছালেন ভারতীয় জুটি অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং ৷ আগামী 27 জুলাই সেমিফাইনালের খেলা হবে ৷ অর্থাৎ পদকের কাছে পৌঁছে গেলেন ভারতীয় জুটি ৷

নৌকা বাইচ সম্পন্ন করতে ভারতীয় জুটি অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং সময় নিলেন 6 মিনিট 51 সেকেন্ড 36 মাইক্রোসেকেন্ড ৷ তালিকায় তৃতীয় স্থানে শেষ করেন তাঁরা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল

প্রথম স্থানে শেষ করে পোল্যান্ডের জের্জি কোওয়ালস্কি ও আর্থুর মিকোলাইয়াজস্কি ৷ তাঁরা সময় নেনে 6 মিনিট 43 সেকেন্ড 44 মাইক্রোসেকেন্ড ৷ দ্বিতীয় স্থানে রেস শেষ করেন স্পেনের হর্তা পোম্বা ও মানেল বালাস্টেগুই জুটি ৷ এই জুটি সময় নেন 6 মিনিট 45 সেকেন্ড 71 মাইক্রোসেকেন্ড ৷

টোকিয়ো, 25 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের নৌকা বাইচে বড় সাফল্য ভারতের ৷ লাইট ওয়েট ডবল স্কালসের সেমিফাইনালে পৌঁছালেন ভারতীয় জুটি অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং ৷ আগামী 27 জুলাই সেমিফাইনালের খেলা হবে ৷ অর্থাৎ পদকের কাছে পৌঁছে গেলেন ভারতীয় জুটি ৷

নৌকা বাইচ সম্পন্ন করতে ভারতীয় জুটি অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং সময় নিলেন 6 মিনিট 51 সেকেন্ড 36 মাইক্রোসেকেন্ড ৷ তালিকায় তৃতীয় স্থানে শেষ করেন তাঁরা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল

প্রথম স্থানে শেষ করে পোল্যান্ডের জের্জি কোওয়ালস্কি ও আর্থুর মিকোলাইয়াজস্কি ৷ তাঁরা সময় নেনে 6 মিনিট 43 সেকেন্ড 44 মাইক্রোসেকেন্ড ৷ দ্বিতীয় স্থানে রেস শেষ করেন স্পেনের হর্তা পোম্বা ও মানেল বালাস্টেগুই জুটি ৷ এই জুটি সময় নেন 6 মিনিট 45 সেকেন্ড 71 মাইক্রোসেকেন্ড ৷

Last Updated : Jul 25, 2021, 9:42 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.