টোকিয়ো, 6 অগস্ট : ফাইনালে উঠতে পারলেন না কুস্তিগীর বজরং পুনিয়া ৷ সেমিফাইনালেই শেষ হয়ে গেল তাঁর সোনার জয়ের স্বপ্ন ৷ 65 কেজি কুস্তির সেমিফাইনালে বজরংয়ের প্রতিপক্ষ ছিলেন আজারবাইজানের হাজি আলিয়েভ ৷ যিনি আবার রিও অলিম্পিকসে সোনাজয়ী এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৷ কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অবশ্য লড়াই করেই হেরেছেন বজরং ৷ 5-12 পয়েন্টে হেরে যান তিনি ৷ তবে টোকিয়োয় পদক জয়ের স্বপ্ন এখানেই শেষ হচ্ছে না বজরংয়ের ৷ আগামীকাল ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামবেন তিনি ৷
সেমিফাইনালের প্রথম রাউন্ডের শেষে 1-4 ব্যবধানে পিছিয়ে ছিলেন বজরং ৷ সেখান থেকে প্রত্যাবর্তনের চেষ্টা করেছিলেন ৷ যদিও তা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল না ৷ 5-12 ব্যবধানে হেরে সোনা, রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছেন বজরং ৷ যদি টোকিয়ো অলিম্পিকসের সূচনাটা দারুণ হয়েছিল এই ভারতীয় কুস্তিগীরের ৷ পরপর দুটি বাউট জিতে 65 কেজি ফ্রিস্টাইল কুস্তির সেমিফাইনালে উঠে গিয়েছিলেন ৷ প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল কিরঘিজস্তানের এরনাজার আকমতালিয়েভ ৷ তাঁকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ৷ এরপর ইরানের প্রতিপক্ষ মহম্মদ ঘিয়াসিকে হারিয়ে সেমির ঘরে পা রাখেন দেশের তিনি ৷
আরও পড়ুন : Tokyo Olympics : নির্লজ্জ ! জিততে না পেরে রবির হাতে মরণ কামড়, ধুয়ে দিলেন নেটিজেনরা
বজরং পুনিয়ার ব্রোঞ্জ জয়ের পথটাও বেশ কঠিন ৷ আগামীকাল তাঁর প্রতিপক্ষ দৌলত নিয়াজবেকভ ৷ যিনি আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কুস্তিগীর ৷ 2019 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দৌলতের কাছে হেরে গিয়েছিলেন বজরং ৷ ছেলের সোনা জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন বজরংয়ের বাবা বলওয়ান সিং ৷ দুঃখ পেলেও ছেলে যে টোকিয়ো থেকে পদক নিয়েই ফিরবে সেই বিষয়ে নিশ্চিত বলওয়ান সিং ৷ বলেছেন, "হার-জিত খেলার অঙ্গ ৷ ব্রোঞ্জ জয়ের এখনও সুযোগ রয়েছে ৷ আমার ছেলে টোকিয়ো থেকে পদক নিয়েই ফিরবে ৷"