টোকিয়ো, 6 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসের সূচনাটা দারুণ হল কুস্তিগীর বজরং পুনিয়ার ৷ পরপর দুটি বাউট জিতে 65 কেজি ফ্রিস্টাইল কুস্তির সেমিফাইনালে উঠে গেলেন বজরং ৷ প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল কিরঘিজস্তানের এরনাজার আকমতালিয়েভ ৷ তাঁকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ৷ এরপর ইরানের প্রতিপক্ষ মহম্মদ ঘিয়াসিকে হারিয়ে সেমির ঘরে পা রাখলেন দেশের এই তারকা কুস্তিগীর ৷ রবি দাহিয়ার পর এবার পদকের স্বপ্ন দেখাচ্ছেন বজরং পুনিয়া ৷
গতকাল রবি দাহিয়ার হাত ধরে কুস্তিতে রুপো এসেছে ভারতের ঘরে ৷ যদিও পদক জয়ের সৌভাগ্য হয়নি আরও এক কুস্তিগীর দীপক পুনিয়ার ৷ অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগট ৷ আজ মহিলাদের 50 কেজি বিভাগে হেরে যান সীমা বিসলা ৷ রেপেচেজ পদ্ধতিতেও এগোতে পারেননি তিনি ৷ ফলে সব আশা এখন বজরংকে ঘিরে ৷ তিনবারের কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ন বজরং পুনিয়াকে নিয়ে পদকের আশায় দেশবাসী ৷
আরও পড়ুন : Ravi Dahiya: গোটা দেশকে উদ্বুদ্ধ করেছে তোমার সাফল্য, রবিকে ফোনে অভিনন্দন মোদির
ছেলের সাফল্য কামনায় আজ সকাল থেকেই বজরংয়ের বাড়ির লোকজনকে বাড়ির মন্দিরের সামনে হাতজোড় করে প্রার্থনা করতে দেখা গিয়েছে ৷ যতক্ষণ বজরংয়ের বাউট চলেছে ততক্ষণ প্রার্থনাও চলেছে ৷ বজরংয়ের বাবা বলওয়ান সিং বলেন, "আমরা অখন্ড জ্যোতে বিশ্বাস করি ৷ ছেলে সোনা জিতেই দেশে ফিরুক এটাই কামনা করছি ৷"
-
#WATCH | Wrestler Bajrang Punia's parents offer prayers, ahead of his match in Freestyle 65kg category against Kyrgyzstan's E Akmataliev, today
— ANI (@ANI) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
"He'll definitely win today. We believe in our 'Akhand Jyot', our God & our son's potential," says Bajrang Punia's father Balwan Singh pic.twitter.com/eqmR9OIZlx
">#WATCH | Wrestler Bajrang Punia's parents offer prayers, ahead of his match in Freestyle 65kg category against Kyrgyzstan's E Akmataliev, today
— ANI (@ANI) August 6, 2021
"He'll definitely win today. We believe in our 'Akhand Jyot', our God & our son's potential," says Bajrang Punia's father Balwan Singh pic.twitter.com/eqmR9OIZlx#WATCH | Wrestler Bajrang Punia's parents offer prayers, ahead of his match in Freestyle 65kg category against Kyrgyzstan's E Akmataliev, today
— ANI (@ANI) August 6, 2021
"He'll definitely win today. We believe in our 'Akhand Jyot', our God & our son's potential," says Bajrang Punia's father Balwan Singh pic.twitter.com/eqmR9OIZlx
বজরংয়ের ফাইনালে ওঠার পথটা অত্যন্ত কঠিন ৷ সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ রিও অলিম্পিকসে সোনাজয়ী এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হাজি আলিয়েভ ৷ সোনার পদকের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে হাজি চ্যালেঞ্জের কড়া মোকাবিলা করতে হবে বজরংকে ৷ অতীতে আজারবাইজেনের এই কুস্তিগীরকে হারানোর রেকর্ড রয়েছে বজরংয়ের ৷ বছর দুয়েক আগে প্রো রেসলিংয়ের বাউটে হাজিকে হারিয়েছিলেন তিনি ৷ ফলে লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে ৷ দুপুর 2:50 মিনিটে শুরু এই ম্যাচ ৷