ETV Bharat / sports

Tokyo Olympics : পারলেন না সুতীর্থা, টিটি সিঙ্গলস থেকে বিদায় বঙ্গতনয়ার - টোকিয়ো অলিম্পিকস

প্রথম রাউন্ডে অসাধারণ জয়ে আশা বাড়িয়ে দিয়েছিলেন সুতীর্থা ৷ কিন্তু আজকের ম্যাচে সেই লড়াকু মনোভাব দেখা গেল না ৷

Sutirtha Mukherjee
Sutirtha Mukherjee
author img

By

Published : Jul 26, 2021, 9:05 AM IST

Updated : Jul 26, 2021, 9:42 AM IST

টোকিয়ো, 26 জুলাই : টেবিল টেনিস সিঙ্গলসে হার বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের ৷ পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে 4-0 ব্যবধানে হারলেন তিনি ৷ প্রথম রাউন্ডে অসাধারণ জয়ে দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন সুতীর্থা ৷ দ্বিতীয় রাউন্ডে সেই আগের পারফরম্যান্সের ছিঁটেফোটাও পাওয়া গেল না সুতীর্থার খেলায় ৷ মাত্র 23 মিনিটে পর্তুগালের বিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন ৷ ম্যাচের ফলাফল 11-3, 11-3, 11-5, 11-5 ৷

আজ পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন সুতীর্থা ৷ 42 বছরের ফু ইউ অভিজ্ঞতা ও ব়্যাঙ্কিংয়ে সুতীর্থার থেকে অনেক এগিয়ে ছিলেন ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথম থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ রাখেন তিনি ৷ প্রথম চারটি গেমে বাংলার মেয়েটিকে দাঁড়াতেই দেননি ৷ এতটাই দাপট ছিল যে খেলা সপ্তম গেম পর্যন্ত গড়াতে পারেনি ৷ একপেশে ম্যাচে ব়্যালিগুলো ছিল মাত্র 13 শটের ৷ পরপর চারটি গেম জিতে পরের রাউন্ডে পৌঁছে যান ফু ইউ ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : ইতিহাস গড়েও পরের রাউন্ডে বিদায় ভবানী দেবীর

অথচ টেবিল টেনিসে দিনের শুরুটা দারুণ হয়েছিল ৷ সুতীর্থার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই টিটি সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছান শরথ কমল ৷ তৃতীয় রাউন্ডে পা রেখেছেন মণিকা বাত্রাও ৷ সুতীর্থার বিদায়ে সিঙ্গলসে দেশবাসীর আশা এখন এই দু'জন ৷ আজই প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে নামবেন মণিকা বাত্রা ৷

টোকিয়ো, 26 জুলাই : টেবিল টেনিস সিঙ্গলসে হার বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের ৷ পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে 4-0 ব্যবধানে হারলেন তিনি ৷ প্রথম রাউন্ডে অসাধারণ জয়ে দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন সুতীর্থা ৷ দ্বিতীয় রাউন্ডে সেই আগের পারফরম্যান্সের ছিঁটেফোটাও পাওয়া গেল না সুতীর্থার খেলায় ৷ মাত্র 23 মিনিটে পর্তুগালের বিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন ৷ ম্যাচের ফলাফল 11-3, 11-3, 11-5, 11-5 ৷

আজ পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন সুতীর্থা ৷ 42 বছরের ফু ইউ অভিজ্ঞতা ও ব়্যাঙ্কিংয়ে সুতীর্থার থেকে অনেক এগিয়ে ছিলেন ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথম থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ রাখেন তিনি ৷ প্রথম চারটি গেমে বাংলার মেয়েটিকে দাঁড়াতেই দেননি ৷ এতটাই দাপট ছিল যে খেলা সপ্তম গেম পর্যন্ত গড়াতে পারেনি ৷ একপেশে ম্যাচে ব়্যালিগুলো ছিল মাত্র 13 শটের ৷ পরপর চারটি গেম জিতে পরের রাউন্ডে পৌঁছে যান ফু ইউ ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : ইতিহাস গড়েও পরের রাউন্ডে বিদায় ভবানী দেবীর

অথচ টেবিল টেনিসে দিনের শুরুটা দারুণ হয়েছিল ৷ সুতীর্থার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই টিটি সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছান শরথ কমল ৷ তৃতীয় রাউন্ডে পা রেখেছেন মণিকা বাত্রাও ৷ সুতীর্থার বিদায়ে সিঙ্গলসে দেশবাসীর আশা এখন এই দু'জন ৷ আজই প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে নামবেন মণিকা বাত্রা ৷

Last Updated : Jul 26, 2021, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.