ETV Bharat / sports

Tokyo Olympics : ফের ব্যর্থ দ্যুতি, মেয়েদের 200 মিটারের সেমিফাইনালে উঠতে পারলেন না

23:85 সেকেন্ডে দৌড় শেষ করেন দ্যুতি চাঁদ ৷ যা এই মরসুমে দ্যুতির সেরা দৌড় ৷

Tokyo Olympics 2020
Tokyo Olympics 2020
author img

By

Published : Aug 2, 2021, 7:45 AM IST

Updated : Aug 2, 2021, 8:16 AM IST

টোকিয়ো, 2 অগস্ট : 100 মিটারের পর 200 মিটার দৌড়েও ব্যর্থ দ্যুতি চাঁদ ৷ আজ সকালে মেয়েদের 200 মিটার হিট 4-এ সপ্তম স্থানে শেষ করেন দ্যুতি ৷ 23:85 সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি ৷ যা এই মরসুমে দ্যুতির সেরা দৌড় ৷ তবে সেমিফাইনালে যোগ্যতা অর্জনের জন্য তা যথেষ্ট ছিল না ৷ টোকিয়ো অলিম্পিকসে সপ্তাহের শুরুটা ভাল হল না ভারতের ৷

মহিলাদের 200 মিটার দৌড়ের চার নম্বর হিটে অন্তিম স্থানে শেষ করেন দ্যুতি ৷ 23:85 সেকেন্ডে রেস শেষ করেন তিনি ৷ নিজের সেরাটা দিয়েও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি ৷ ফলে সোমবারের শুরুতেই হতাশ করেছেন ওড়িশার স্র্পিন্টার ৷ 100 মিটার দৌড়েও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি দ্যুতি ৷ রিও অলিম্পিকসের পর টোকিয়ো থেকেও দুটি বিভাগে খালি হাতে ফিরছেন দ্যুতি ৷

আরও পড়ুন : P. V. Sindhu : জোড়া অলিম্পিকস পদক জয়, মোদি-মমতার শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু

কিছুটা নাটকীয়ভাবে শেষ মুহূর্তে টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেন দ্যুতি চাঁদ ৷ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেন তিনি ৷ রিওর ব্যর্থতাকে টোকিয়োয় সাফল্যে পরিণত করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু 100 ও 200 মিটার দৌড়ের হিট থেকেই ছিটকে গেলেন ৷ ফাইনালে খেলা হল না ৷

টোকিয়ো, 2 অগস্ট : 100 মিটারের পর 200 মিটার দৌড়েও ব্যর্থ দ্যুতি চাঁদ ৷ আজ সকালে মেয়েদের 200 মিটার হিট 4-এ সপ্তম স্থানে শেষ করেন দ্যুতি ৷ 23:85 সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি ৷ যা এই মরসুমে দ্যুতির সেরা দৌড় ৷ তবে সেমিফাইনালে যোগ্যতা অর্জনের জন্য তা যথেষ্ট ছিল না ৷ টোকিয়ো অলিম্পিকসে সপ্তাহের শুরুটা ভাল হল না ভারতের ৷

মহিলাদের 200 মিটার দৌড়ের চার নম্বর হিটে অন্তিম স্থানে শেষ করেন দ্যুতি ৷ 23:85 সেকেন্ডে রেস শেষ করেন তিনি ৷ নিজের সেরাটা দিয়েও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি ৷ ফলে সোমবারের শুরুতেই হতাশ করেছেন ওড়িশার স্র্পিন্টার ৷ 100 মিটার দৌড়েও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি দ্যুতি ৷ রিও অলিম্পিকসের পর টোকিয়ো থেকেও দুটি বিভাগে খালি হাতে ফিরছেন দ্যুতি ৷

আরও পড়ুন : P. V. Sindhu : জোড়া অলিম্পিকস পদক জয়, মোদি-মমতার শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু

কিছুটা নাটকীয়ভাবে শেষ মুহূর্তে টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেন দ্যুতি চাঁদ ৷ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে টোকিয়োর টিকিট পাকা করেন তিনি ৷ রিওর ব্যর্থতাকে টোকিয়োয় সাফল্যে পরিণত করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু 100 ও 200 মিটার দৌড়ের হিট থেকেই ছিটকে গেলেন ৷ ফাইনালে খেলা হল না ৷

Last Updated : Aug 2, 2021, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.