টোকিয়ো, 7 অগস্ট : অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছেন প্রাক্তন প্রেমিক ৷ জানতে পেরে আফসোসে ডুবে গেলেন এক তরুণী ৷ প্রাক্তনের হাতে অলিম্পিকস পদক দেখে ওই তরুণীর আফসোস, কেন যে ব্রেক আপ করতে গেলাম ৷ ক্যামেরার সামনেই নিজের সিদ্ধান্ত নিয়ে মাথা কুটেছেন তিনি ৷
চরম ভুল করে ফেলেছেন নিউজ়িল্যান্ডের অ্যাথলিট হেইডেন ওয়াইল্ডের প্রাক্তন বান্ধবী ৷ অলিম্পিকসের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেক আপ করেছিলেন ওই তরুণী ৷ প্রেম হারানোর যন্ত্রণা ভুলে অলিম্পিকসের প্রস্তুতিতে মন দিয়েছিলেন ওয়াইল্ড ৷ তার সুফলও পান ৷ গত সোমবার পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলন ইভেন্টে ব্রোঞ্জ জিতে নেন হেইডেন ওয়াইল্ড ৷ যেদিন ওয়াইল্ড ব্রোঞ্জ জেতেন সেদিনই নিউজ়িল্যান্ডের হোয়াকাতানেতে ( হেইডেনের হোম টাউন ) ফ্যানদের প্রতিক্রিয়া নিচ্ছিল একটি টিভি চ্যানেল ৷ জড়ো হওয়া অনুরাগীদের মধ্যে একজন ছিলেন ওই তরুণী ৷
টিভি চ্যানেলের প্রতিনিধির সঙ্গে কথা বলতে বলতে জানতে পারা যায় ভিড়ের মধ্যে এক তরুণী রয়েছেন যিনি ব্রোঞ্জজয়ী অ্যাথলিটের প্রাক্তন বান্ধবী ৷ স্বাভাবিকভাবেই সাংবাদিকের বুম চলে যায় ওই তরুণীর দিকে ৷ প্রাক্তনের সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওই তরুণী বলেন, "আমি হেইডেনের সাফল্যে ভীষণ খুশি ৷ প্রাইমারি স্কুলে ওর সঙ্গে পড়েছি ৷ একসঙ্গে বড় হয়েছি ৷ সত্যিই ওর জন্য গর্বিত ৷" এরপরই ক্যামেরার সামনে হেইডেনের উদ্দেশে বলেন, "তবে তোমার সঙ্গে ব্রেক আপ করায় ভীষণ আফসোস হচ্ছে ৷"
তবে আফসোস হলেও আর কিচ্ছু করার নেই ৷ বর্তমান বান্ধবীর সঙ্গে সুখে রয়েছেন তিনি ৷ পদক জেতার পর প্রথম ফোন স্পেনে থাকা বর্তমান বান্ধবীকে করেন হেইডেন ৷ প্রাক্তনের স্বীকারোক্তির বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে এড়িয়ে যান তিনি ৷ বলেন, "আমার গার্লফ্রেন্ড সকাল সকাল উঠে আমার রেস দেখেছে ৷ তাই ফোনটা আগে ওকেই করব ৷"