ETV Bharat / sports

Madhumita Bisht : সোনায় মোড়া বিকেল, সিন্ধু-জয়ে মন্তব্য মধুমিতা বিস্তের - সিন্ধুর জন্য গর্বিত বললেন মধুমিতা বিস্ত

নিজের সময়ে দেশের সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন মধুমিতা বিস্ত। তাঁর ভাষায়, "সিন্ধুর সাফল্য অসাধারণ । পরপর দুটো অলিম্পিকসে পদক জয়কে কোনও অংশে সোনার পদক জয়ের থেকে কম বলা যায় না ৷"

ss
ss
author img

By

Published : Aug 1, 2021, 9:54 PM IST

Updated : Aug 2, 2021, 10:50 PM IST

কলকাতা, 1 অগাস্ট : দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে অলিম্পিকসে জোড়া পদক জিতেছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu) ৷ শুভেচ্ছার বন্যায় ভাসছেন হায়দরাবাদের শাটলার ৷ কে নেই সেই তালিকায় ৷ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ক্রীড়া জগত ও সিনে জগতের ব্যক্তিত্বরা সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন ৷ সিন্ধুর সাফল্যের মুহূর্তকে ভারতের সোনায় মোড়া বিকেল বলছেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা মধুমিতা গোস্বামী বিস্ত।

নিজের সময়ে দেশের সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন মধুমিতা বিস্ত। তাঁর ভাষায়, "সিন্ধুর সাফল্য অসাধারণ । পরপর দুটো অলিম্পিকসে পদক জয়কে কোনও অংশে সোনার পদক জয়ের থেকে কম বলা যায় না ৷" মধুমিতার মতে, "এই পর্যায়ে প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ব্যবধান কম থাকে । নির্দিষ্ট দিনের পারফরম্যান্স ফারাক গড়ে দেয় । ফাইনালে ওঠার লড়াইয়ে যে সিন্ধুকে নড়বড়ে মনে হচ্ছিল, রবিবার তাকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে ৷"

শুনুন কী বললেন মধুমিতা বিস্ত ৷

আরও পড়ুন: P. V. Sindhu : জোড়া অলিম্পিকস পদক জয়, মোদি-মমতার শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু

মধুমিতার কথায়, "এই অলিম্পিকসে এখনও অবধি ভারতের মেয়েদের হাত ধরেই পদক এসেছে দেশে । একজন নারী হিসেবে আমি গর্বিত । সিন্ধুর জন্যও গর্বিত, গর্বের মুহূর্ত দেশের জন্যও ৷"

কলকাতা, 1 অগাস্ট : দেশের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে অলিম্পিকসে জোড়া পদক জিতেছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu) ৷ শুভেচ্ছার বন্যায় ভাসছেন হায়দরাবাদের শাটলার ৷ কে নেই সেই তালিকায় ৷ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ক্রীড়া জগত ও সিনে জগতের ব্যক্তিত্বরা সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন ৷ সিন্ধুর সাফল্যের মুহূর্তকে ভারতের সোনায় মোড়া বিকেল বলছেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা মধুমিতা গোস্বামী বিস্ত।

নিজের সময়ে দেশের সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন মধুমিতা বিস্ত। তাঁর ভাষায়, "সিন্ধুর সাফল্য অসাধারণ । পরপর দুটো অলিম্পিকসে পদক জয়কে কোনও অংশে সোনার পদক জয়ের থেকে কম বলা যায় না ৷" মধুমিতার মতে, "এই পর্যায়ে প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ব্যবধান কম থাকে । নির্দিষ্ট দিনের পারফরম্যান্স ফারাক গড়ে দেয় । ফাইনালে ওঠার লড়াইয়ে যে সিন্ধুকে নড়বড়ে মনে হচ্ছিল, রবিবার তাকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে ৷"

শুনুন কী বললেন মধুমিতা বিস্ত ৷

আরও পড়ুন: P. V. Sindhu : জোড়া অলিম্পিকস পদক জয়, মোদি-মমতার শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু

মধুমিতার কথায়, "এই অলিম্পিকসে এখনও অবধি ভারতের মেয়েদের হাত ধরেই পদক এসেছে দেশে । একজন নারী হিসেবে আমি গর্বিত । সিন্ধুর জন্যও গর্বিত, গর্বের মুহূর্ত দেশের জন্যও ৷"

Last Updated : Aug 2, 2021, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.