ETV Bharat / sports

Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে সিন্ধু - PUSARLA V. Sindhu takes on YAMAGUCHI Akane

টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে উঠলেন হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী পিভি সিন্ধু ৷

PUSARLA V. Sindhu
PUSARLA V. Sindhu
author img

By

Published : Jul 30, 2021, 2:50 PM IST

Updated : Jul 30, 2021, 3:34 PM IST

টোকিয়ো, 30 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে উঠলেন হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী পি ভি সিন্ধু ৷ কোয়ার্টার ফাইনালে হারালেন চতুর্থ বাছাই জাপানের ইয়ামাগুছি আকানেকে ৷

টুর্নামেন্টের চতুর্থ বাছাই আকানেকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন পিভি সিন্ধু ৷ খেলার ফলাফল 21-13, 22-20 ৷ প্রথম সেটে অনায়াসেই জয় তুলে নেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই সিন্ধু ৷ কিন্তু দ্বিতীয় সেটে দুরন্ত লড়াই হয় ৷ একসময় 20-18 পয়েন্টে এগিয়ে ছিল আকানে ৷ কিন্তু তার পর দুরন্ত ফাইট ব্যাক করেন সিন্ধু ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ে সেমি-ফাইনালে লভলিনা

এই জয়ের ফলে পদকের আরও কাছে চলে এলেন সিন্ধু ৷ আজ আগেই পদক নিশ্চিত করেছেন বক্সার লভলিনা ৷ মহিলাদের বক্সিংয়ের 69 কেজি বিভাগের সেমিফাইনালে ওঠেন তিনি ৷ তাঁর পদক জয় নিশ্চিত হওয়ার পর সিন্ধুর এই জয় উৎফুল্ল করতেই পারে ভারতীয়দের ৷

টোকিয়ো, 30 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের সেমিফাইনালে উঠলেন হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী পি ভি সিন্ধু ৷ কোয়ার্টার ফাইনালে হারালেন চতুর্থ বাছাই জাপানের ইয়ামাগুছি আকানেকে ৷

টুর্নামেন্টের চতুর্থ বাছাই আকানেকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন পিভি সিন্ধু ৷ খেলার ফলাফল 21-13, 22-20 ৷ প্রথম সেটে অনায়াসেই জয় তুলে নেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই সিন্ধু ৷ কিন্তু দ্বিতীয় সেটে দুরন্ত লড়াই হয় ৷ একসময় 20-18 পয়েন্টে এগিয়ে ছিল আকানে ৷ কিন্তু তার পর দুরন্ত ফাইট ব্যাক করেন সিন্ধু ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ে সেমি-ফাইনালে লভলিনা

এই জয়ের ফলে পদকের আরও কাছে চলে এলেন সিন্ধু ৷ আজ আগেই পদক নিশ্চিত করেছেন বক্সার লভলিনা ৷ মহিলাদের বক্সিংয়ের 69 কেজি বিভাগের সেমিফাইনালে ওঠেন তিনি ৷ তাঁর পদক জয় নিশ্চিত হওয়ার পর সিন্ধুর এই জয় উৎফুল্ল করতেই পারে ভারতীয়দের ৷

Last Updated : Jul 30, 2021, 3:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.