ETV Bharat / sports

Tokyo Paralympics : পদক জয়ে চাপ নেই, প্যারাঅলিম্পিয়ানদের আশ্বাস প্রধানমন্ত্রীর

টোকিয়ো প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া ভারতীয় অ্য়াথলিটদের উৎসাহ দিতে তাঁদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ৷ আজ ভিডিয়ো কনফারেন্সে তাঁদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি জানিয়েছেন, অ্যাথলিটরা নিজেদের একশো শতাংশ দিন ৷ পদক জয়ের তাঁদের উপর চাপ নেই ৷

author img

By

Published : Aug 17, 2021, 3:27 PM IST

New India not pressurise its athletes to win medals in Tokyo Paralympics says PM Narendra Modi
নতুন ভারত তার অ্যাথলিটদের পদক জয়ের চাপ দেবে না : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 17 অগস্ট : নতুন ভারত তাঁর অ্যাথলিটদের উপর পদক জেতার জন্য কখনও চাপ দেবে না ৷ আজ টোকিয়ো প্যারাঅলিম্পিকসে (Tokyo Paralympics) অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের (Indian athletes) সঙ্গে ভিডিয়ো সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর মতে, অ্যাথলিটরা নিজেদের 100 শতাংশ দেওয়ার উপর মনোসংযোগ করুক ৷ প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলিটদের মনোবল বাড়াতে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷

ভারতীয় প্যারাঅলিম্পিয়ানদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোভিড-19 হয়তো আপনাদের পরিশ্রমকে আরও বাড়িয়ে দিয়েছে ৷ কিন্তু, আপনারা কখনই হাল ছেড়ে দেবেন না ৷ আপনাদের জয়, আপনাদের পদক খুবই গুরুত্বপূর্ণ ৷ কিন্তু, নতুন ভারত তার অ্যাথলিটদের পদক জেতার জন্য চাপ দেবে না ৷ আপনারা শুধু নিজেদের একশো শতাংশ দিন ৷’’

এ দিন প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় পারুল দলসুখভাই পারমারের সঙ্গে আলাপচারিতায় মোদি বলেন, ‘‘আপনি আগামী 2 বছরে 50 বছরের হয়ে যাবেন ৷ আপনি আপনার ফিটনেসের উপর কঠোর পরিশ্রম করেছেন ৷ আমি মনে করি আপনি এবারের রাখিবন্ধনে আপনার ভাইকে একটা উপহার দেবেন ৷’’

আরও পড়ুন : Tokyo Paralympics : প্যারা অলিম্পিকসে অংশ নিতে রওনা 54 অ্যাথলিটের, উৎসাহ বাড়ালেন ক্রীড়ামন্ত্রী

দেশের প্রায় 9টি ক্রীড়া ক্ষেত্র থেকে মোট 54 জন প্যারাঅলিম্পিয়ান টোকিয়ো প্যারাঅলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ এ বছর ভারতের হয়ে সবচেয়ে বেশি প্রতিযোগী প্যারাঅলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলাপচারিতায় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং আইনমন্ত্রী কিরেণ রিজিজু ভিডিয়ো কনফারেন্সে যুক্ত হয়েছিলেন ৷ সেখানে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘‘আপনার উৎসাহ যুবসমাজকে উজ্জীবিত করবে ক্রীড়াকে বেছে নিতে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে ৷’’ প্রসঙ্গত, আগামী 24 অগস্ট থেকে টোকিয়োয় প্যারাঅলিম্পিকস শুরু হচ্ছে ৷ চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত ৷

নয়াদিল্লি, 17 অগস্ট : নতুন ভারত তাঁর অ্যাথলিটদের উপর পদক জেতার জন্য কখনও চাপ দেবে না ৷ আজ টোকিয়ো প্যারাঅলিম্পিকসে (Tokyo Paralympics) অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের (Indian athletes) সঙ্গে ভিডিয়ো সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর মতে, অ্যাথলিটরা নিজেদের 100 শতাংশ দেওয়ার উপর মনোসংযোগ করুক ৷ প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলিটদের মনোবল বাড়াতে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷

ভারতীয় প্যারাঅলিম্পিয়ানদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোভিড-19 হয়তো আপনাদের পরিশ্রমকে আরও বাড়িয়ে দিয়েছে ৷ কিন্তু, আপনারা কখনই হাল ছেড়ে দেবেন না ৷ আপনাদের জয়, আপনাদের পদক খুবই গুরুত্বপূর্ণ ৷ কিন্তু, নতুন ভারত তার অ্যাথলিটদের পদক জেতার জন্য চাপ দেবে না ৷ আপনারা শুধু নিজেদের একশো শতাংশ দিন ৷’’

এ দিন প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় পারুল দলসুখভাই পারমারের সঙ্গে আলাপচারিতায় মোদি বলেন, ‘‘আপনি আগামী 2 বছরে 50 বছরের হয়ে যাবেন ৷ আপনি আপনার ফিটনেসের উপর কঠোর পরিশ্রম করেছেন ৷ আমি মনে করি আপনি এবারের রাখিবন্ধনে আপনার ভাইকে একটা উপহার দেবেন ৷’’

আরও পড়ুন : Tokyo Paralympics : প্যারা অলিম্পিকসে অংশ নিতে রওনা 54 অ্যাথলিটের, উৎসাহ বাড়ালেন ক্রীড়ামন্ত্রী

দেশের প্রায় 9টি ক্রীড়া ক্ষেত্র থেকে মোট 54 জন প্যারাঅলিম্পিয়ান টোকিয়ো প্যারাঅলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ এ বছর ভারতের হয়ে সবচেয়ে বেশি প্রতিযোগী প্যারাঅলিম্পিকসে অংশ নিয়েছেন ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলাপচারিতায় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং আইনমন্ত্রী কিরেণ রিজিজু ভিডিয়ো কনফারেন্সে যুক্ত হয়েছিলেন ৷ সেখানে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘‘আপনার উৎসাহ যুবসমাজকে উজ্জীবিত করবে ক্রীড়াকে বেছে নিতে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে ৷’’ প্রসঙ্গত, আগামী 24 অগস্ট থেকে টোকিয়োয় প্যারাঅলিম্পিকস শুরু হচ্ছে ৷ চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.