নয়াদিল্লি, 23 জুলাই : ক্রীড়াক্ষেত্রে ভারতকে উন্নতি করতে হলে রাজ্যে ও কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে ৷ এমনটাই মনে করেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ প্রথমে অনুরাগ ঠাকুর বলেন স্পোর্টসের উন্নতি রাজ্যের বিষয় ৷ তবে একই সঙ্গে তিনি বলেন যদি রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করে তাহলে নিকট ভবিষ্যতে ভারত ক্রীড়াক্ষেত্র পাওয়ার হাউস হতে পারে ৷
অলিম্পিকসে পদক জয়ীদের সরকারি চাকরি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া উচিত রাজ্যগুলির বলে দাবি করেন অনুরাগ ঠাকুর ৷ তিনি বলেন স্পোর্টসে উৎসাহ দিতে রাজ্য ও কেন্দ্রকে একত্রিত হতে হবে ৷
মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান দেখার সময় অনুরাগ ঠাকুর বলেন, ‘‘ স্পোর্টস উন্নতি করার রাজ্যের বিষয় ৷ কিন্তু শেষ কয়েক বছর কেন্দ্র স্পোর্টসের জন্য অনেক কিছু করেছে ৷ খেলো ইন্ডিয়া ও টপস (TOPS) বা টার্গেট ফর অলিম্পিকস পোডিয়াম স্কিম লঞ্চ করা হয়েছে ৷ পঞ্জাব, হরিয়ানা ও ওড়িশা এই বিষয়ে এগিয়ে এসেছে ৷ পদক জয়ীদের নগদ পুরস্কার ও সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমানে রাজ্যগুলির মধ্যে একটি প্রতিযোগিতা চলছে ৷ এই প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকা দরকার ৷ আমার পরামর্শ ভবিষ্যতে একএকটি রাজ্য এক একটি খেলার উপর জোর দিতে হবে ৷ তাহলে দেশের পদকজয়ীর সংখ্যা বাড়বে ৷’’
কোনও অ্যাথলিটকে চাপের মধ্যে না থাকার পরামর্শ দিয়েছেন অনুরাগ ঠাকুর ৷ তিনি বলেন, তোমার সেরাটা দাও ৷ যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তোমাদের উপর কোনও চাপ নেই ৷ 130 কোটি দেশবাসীর শুভেচ্ছা তোমাদের সঙ্গে আছে ৷’’
আরও পড়ুন : Tokyo Olympic : অতনু নয়, প্রবীণের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা
এইবারই অলিম্পিকসে ভারতের সব থেকে বড় দল প্রতিনিধিত্ব করছে ৷ মোট 127 জন ভারতীয় খেলোয়াড় টোকিও অলিম্পিকসে অংশ নেবেন ৷