ETV Bharat / sports

Tokyo Olympics : প্রিসিশন রাউন্ডে পাঁচে শেষ করে আশা জাগাচ্ছেন মনু ভাকের - প্রিসিশন রাউন্ডে পাঁচে শেষ করে আশা জাগাচ্ছেন মনু ভাকের

আজ প্রিসিশন রাউন্ডে তিন সিরিজ় মিলিয়ে মনু ভাকের স্কোর করেন 292 ৷ অন্যদিকে রাহি স্বর্ণবত স্কোর করেন 287 ৷

মনু ভাকের
মনু ভাকের
author img

By

Published : Jul 29, 2021, 10:54 AM IST

টোকিয়ো, 29 জুলাই : 25 মিটার পিস্তলের যোগ্যতা নির্ণায়কে প্রিসিশন রাউন্ডে পঞ্চম স্থানে শেষ করলেন ভারেতের মনু ভাকের ৷ অন্যদিকে ভারতের আরেক শ্যুটার রাহি স্বর্ণবত শেষ করলেন 25 তম স্থানে ৷

আগামী কাল হবে ব়্যাপিড রাউন্ড ৷ এই দুই রাউন্ডের স্কোর মিলিয়ে প্রথম 8এর মধ্যে শেষ করতে পারলে মেডেল রাউন্ডে যোগ্যতা অর্জন করতে পারবেন শ্যুটাররা ৷ আজ প্রিসিশন রাউন্ডে তিন সিরিজ় মিলিয়ে ভাকের স্কোর করেন 292 ৷ অন্যদিকে স্বর্ণবত স্কোর করেন 287 ৷

আরও পড়ুন : Tokyo Olympics : রিকার্ডো ব্রাউনকে হারিয়ে বক্সিংয়ে প্রি-কোয়ার্টারে সতীশ কুমার

এর আগে বন্দুক বিভ্রাটে অল্পের জন্য 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি মনু ভাকের ৷ ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় সিরিজ়ের মাঝে হঠাৎই ভাকেরের বন্দুকের সার্কিটে ম্যালফাংশন ধরা পড়ে ৷ ফলে বন্দুক পরিবর্তন করতে হয় তাঁকে ৷ ফলে প্রায় পাঁচ মিনিটের মতো তাঁর সময় নষ্ট হয় ৷ এরপর সৌরভ চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে 10 মিটার এয়ার পিস্তল রাউন্ডে নামেন তিনি ৷ সেখানেও ব্যর্থতাই সঙ্গী হন ৷ এখন দেখার সমস্ত ব্যর্থতা দূরে সরিয়ে 25 মিটার পিস্তলের মেডেল রাউন্ডে যোগ্যতা অর্জন করতে পারেন কিনা মনু ভাকের ৷

টোকিয়ো, 29 জুলাই : 25 মিটার পিস্তলের যোগ্যতা নির্ণায়কে প্রিসিশন রাউন্ডে পঞ্চম স্থানে শেষ করলেন ভারেতের মনু ভাকের ৷ অন্যদিকে ভারতের আরেক শ্যুটার রাহি স্বর্ণবত শেষ করলেন 25 তম স্থানে ৷

আগামী কাল হবে ব়্যাপিড রাউন্ড ৷ এই দুই রাউন্ডের স্কোর মিলিয়ে প্রথম 8এর মধ্যে শেষ করতে পারলে মেডেল রাউন্ডে যোগ্যতা অর্জন করতে পারবেন শ্যুটাররা ৷ আজ প্রিসিশন রাউন্ডে তিন সিরিজ় মিলিয়ে ভাকের স্কোর করেন 292 ৷ অন্যদিকে স্বর্ণবত স্কোর করেন 287 ৷

আরও পড়ুন : Tokyo Olympics : রিকার্ডো ব্রাউনকে হারিয়ে বক্সিংয়ে প্রি-কোয়ার্টারে সতীশ কুমার

এর আগে বন্দুক বিভ্রাটে অল্পের জন্য 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি মনু ভাকের ৷ ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় সিরিজ়ের মাঝে হঠাৎই ভাকেরের বন্দুকের সার্কিটে ম্যালফাংশন ধরা পড়ে ৷ ফলে বন্দুক পরিবর্তন করতে হয় তাঁকে ৷ ফলে প্রায় পাঁচ মিনিটের মতো তাঁর সময় নষ্ট হয় ৷ এরপর সৌরভ চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে 10 মিটার এয়ার পিস্তল রাউন্ডে নামেন তিনি ৷ সেখানেও ব্যর্থতাই সঙ্গী হন ৷ এখন দেখার সমস্ত ব্যর্থতা দূরে সরিয়ে 25 মিটার পিস্তলের মেডেল রাউন্ডে যোগ্যতা অর্জন করতে পারেন কিনা মনু ভাকের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.