ETV Bharat / sports

India Hockey : ভারতীয় হকির সূর্যোদয়, বলছেন প্রাক্তনরা - Gurbux Singh

জার্মানিকে 5-4 গোলে হারিয়ে টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ জয় ভারতীয় হকে দলের ৷ প্রথমে 3-1 গোলে পিছিয়ে ছিল ভারতীয় হকি দল ৷ তবে সেখান থেকে বাউন্স ব্যাক ৷ যা এককথায় অবিশ্বাস্য বলছেন প্রাক্তনরা ৷

ভারতীয় হকির ব্রোঞ্জ জয় নিয়ে প্রাক্তনদের প্রতিক্রিয়া
ভারতীয় হকির ব্রোঞ্জ জয় নিয়ে প্রাক্তনদের প্রতিক্রিয়া
author img

By

Published : Aug 5, 2021, 1:08 PM IST

কলকাতা, 5 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসের দমকা হাওয়ায় মরুভূমিতে পরিণত হওয়া ভারতীয় হকিতে মরুদ্যানের খোঁজ ৷ সৌজন্যে ভারতীয় হকির একদল দামাল ছেলে ৷ 4 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিকসে পোডিয়াম ফিনিশ ৷ যা এককথায় ভারতীয় হকির সূর্যোদয় বলেই দেখছেন প্রাক্তনরা ৷

"জীবদ্দশায় দেশকে অলিম্পিকসের পোডিয়ামে দেখব ভাবিনি । আমার স্বপ্নপূরণ হল ৷" এভাবেই ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়কে ব্যাখ্যা করলেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং । নিজের ঝুলিতে দুটো অলিম্পিকস পদক রয়েছে । তবুও উত্তর প্রজন্মকে অলিম্পিকসের পদক মঞ্চে দেখতে চেয়েছিলেন । সেই স্বাদ পূরণ হওয়ায় তৃপ্ত অশীতিপর মানুষটি । বলছেন "মন ভালো করা হকি খেলেছে ছেলেরা । প্রতিটি বিভাগে টেক্কা দিয়েছে । পিছিয়ে পড়ে এই জয় সত্যিই গর্বের, আনন্দের । দলের প্রতিটি ছেলে দেখালো বিশ্ব সেরা হওয়ার ক্ষমতা রয়েছে । আমাদের উপরে মাত্র দুটো দল । হারের ধাক্কা সামলে যেভাবে আজ ফিরে এল তার কোনও ব্যাখ্যা নেই । হকির সোনালি বিকেল ফিরে এল ৷ " পাশাপাশি তিনি যোগ করলেন,"এই সাফল্য দীর্ঘদিনের প্রচেষ্টার ফল । 2012তে আমরা সবার শেষে ছিলাম । এবার তিন নম্বরে । গ্রাফটা উঠেছে । আগামী দিনে আরও এগোবে । অলিম্পিক স্পোর্টসের প্রতি আরও নজর দেওয়ার দাবি জানাচ্ছি । তাহলে আরও পদক আসবে ।"

ভারতের পদক জয়ে উচ্ছ্বসিত আরেক অলিম্পিয়ান ও প্রাক্তন হকি খেলোয়াড় ভরত ছেত্রী ৷ তাঁর মতে, সোনালি বিকেলের প্রত্যাবর্তন ৷ বললেন, ‘‘ দলের 18 জনকে কৃতিত্ব দেব আমি ৷ যেভাবে ফিরে এল তা অবিশ্বাস্য । পিছিয়ে থেকে ফিরে আসা ভারতীয় হকির সোনার মুহূর্ত । রক্ষণের ভাল খেলা, পেনাল্টি কর্নার কাজে লাগানো, প্রতিপক্ষের পেনাল্টি কর্নার বাঁচানো, ফিল্ড গোল করার মুন্সিয়ানা প্রমাণ করল আমরাও পারি । আজ ফিটনেসের দিক থেকেও আমরা জার্মানিকে টেক্কা দিয়েছি ৷ "

বাস্তব জীবনে ভারতীয় হকির চক দে ম্যান মীর রঞ্জন নেগি বলছেন, "10 অগস্ট ‘চক দে ইন্ডিয়া’ সিনেমা রিলিজ হয়েছিল । আজ তার পাঁচদিন আগে হকিতে চক দে ইন্ডিয়া হল । ব্রিলিয়ান্ট পারফরম্যান্স । আমি তো আনন্দে লাফিয়ে উঠেছিলাম ৷ " এই সাফল্য উদযাপনে ভারতীয় হকি দলের সঙ্গে রেস্ট অব ইন্ডিয়া দলের হকি সিরিজ় দেশজুড়ে চাইছেন তিনি । কারণ তাতে উন্মাদনা বাড়বে । বলছেন, "কলকাতায় এই ম্যাচ হলে মাঠে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, এখনই বলতে পারি । কলকাতা হকি ভালবাসে ৷ ধনরাজ পিল্লাইয়ের অধিনায়কত্বে আমরা এশিয়াডে পদক পেয়েছিলাম । তারপর দলকে ভেঙে দেওয়া হয়েছিল । এবার সেই ভুল যেন করা না হয় । কোচ গ্রাহাম রিড থাকুন । এই দলের গড় বয়স 25 । তিনবছর পরে প্যারিস অলিম্পিকে বয়স হবে 28 । সেরা ফর্মে থাকবে ছেলেরা । আমি সোনার পদকের স্বপ্ন দেখছি এখন থেকে । বেশ কিছু তরতাজা তরুণ রয়েছে । ওদের নজর দিলে ভারতের হকির ভবিষ্যৎ উজ্বল । সামনে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস রয়েছে ৷ সেখানেও পদক জিততে হবে । আর দল নিয়ে পরীক্ষা করতে হলে আজলান শাহ টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজে করা হোক ৷ "

ভারতীয় হকির ব্রোঞ্জ জয় নিয়ে প্রাক্তনদের প্রতিক্রিয়া

আরও পড়ুন : Tokyo Olympics : চার দশকের অপেক্ষার অবসান, জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

41 বছর পর অলিম্পিকসে ব্রোঞ্জ এসেছে ৷ তিন বছর পর প্যারিসে সোনার স্বপ্নের বীজ এখনই বোনা শুরু হয়েছে ৷ তা বাস্তবায়নের সলতে যেন আজ থেকেই শুরু হল ৷

কলকাতা, 5 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসের দমকা হাওয়ায় মরুভূমিতে পরিণত হওয়া ভারতীয় হকিতে মরুদ্যানের খোঁজ ৷ সৌজন্যে ভারতীয় হকির একদল দামাল ছেলে ৷ 4 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিকসে পোডিয়াম ফিনিশ ৷ যা এককথায় ভারতীয় হকির সূর্যোদয় বলেই দেখছেন প্রাক্তনরা ৷

"জীবদ্দশায় দেশকে অলিম্পিকসের পোডিয়ামে দেখব ভাবিনি । আমার স্বপ্নপূরণ হল ৷" এভাবেই ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জ জয়কে ব্যাখ্যা করলেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং । নিজের ঝুলিতে দুটো অলিম্পিকস পদক রয়েছে । তবুও উত্তর প্রজন্মকে অলিম্পিকসের পদক মঞ্চে দেখতে চেয়েছিলেন । সেই স্বাদ পূরণ হওয়ায় তৃপ্ত অশীতিপর মানুষটি । বলছেন "মন ভালো করা হকি খেলেছে ছেলেরা । প্রতিটি বিভাগে টেক্কা দিয়েছে । পিছিয়ে পড়ে এই জয় সত্যিই গর্বের, আনন্দের । দলের প্রতিটি ছেলে দেখালো বিশ্ব সেরা হওয়ার ক্ষমতা রয়েছে । আমাদের উপরে মাত্র দুটো দল । হারের ধাক্কা সামলে যেভাবে আজ ফিরে এল তার কোনও ব্যাখ্যা নেই । হকির সোনালি বিকেল ফিরে এল ৷ " পাশাপাশি তিনি যোগ করলেন,"এই সাফল্য দীর্ঘদিনের প্রচেষ্টার ফল । 2012তে আমরা সবার শেষে ছিলাম । এবার তিন নম্বরে । গ্রাফটা উঠেছে । আগামী দিনে আরও এগোবে । অলিম্পিক স্পোর্টসের প্রতি আরও নজর দেওয়ার দাবি জানাচ্ছি । তাহলে আরও পদক আসবে ।"

ভারতের পদক জয়ে উচ্ছ্বসিত আরেক অলিম্পিয়ান ও প্রাক্তন হকি খেলোয়াড় ভরত ছেত্রী ৷ তাঁর মতে, সোনালি বিকেলের প্রত্যাবর্তন ৷ বললেন, ‘‘ দলের 18 জনকে কৃতিত্ব দেব আমি ৷ যেভাবে ফিরে এল তা অবিশ্বাস্য । পিছিয়ে থেকে ফিরে আসা ভারতীয় হকির সোনার মুহূর্ত । রক্ষণের ভাল খেলা, পেনাল্টি কর্নার কাজে লাগানো, প্রতিপক্ষের পেনাল্টি কর্নার বাঁচানো, ফিল্ড গোল করার মুন্সিয়ানা প্রমাণ করল আমরাও পারি । আজ ফিটনেসের দিক থেকেও আমরা জার্মানিকে টেক্কা দিয়েছি ৷ "

বাস্তব জীবনে ভারতীয় হকির চক দে ম্যান মীর রঞ্জন নেগি বলছেন, "10 অগস্ট ‘চক দে ইন্ডিয়া’ সিনেমা রিলিজ হয়েছিল । আজ তার পাঁচদিন আগে হকিতে চক দে ইন্ডিয়া হল । ব্রিলিয়ান্ট পারফরম্যান্স । আমি তো আনন্দে লাফিয়ে উঠেছিলাম ৷ " এই সাফল্য উদযাপনে ভারতীয় হকি দলের সঙ্গে রেস্ট অব ইন্ডিয়া দলের হকি সিরিজ় দেশজুড়ে চাইছেন তিনি । কারণ তাতে উন্মাদনা বাড়বে । বলছেন, "কলকাতায় এই ম্যাচ হলে মাঠে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, এখনই বলতে পারি । কলকাতা হকি ভালবাসে ৷ ধনরাজ পিল্লাইয়ের অধিনায়কত্বে আমরা এশিয়াডে পদক পেয়েছিলাম । তারপর দলকে ভেঙে দেওয়া হয়েছিল । এবার সেই ভুল যেন করা না হয় । কোচ গ্রাহাম রিড থাকুন । এই দলের গড় বয়স 25 । তিনবছর পরে প্যারিস অলিম্পিকে বয়স হবে 28 । সেরা ফর্মে থাকবে ছেলেরা । আমি সোনার পদকের স্বপ্ন দেখছি এখন থেকে । বেশ কিছু তরতাজা তরুণ রয়েছে । ওদের নজর দিলে ভারতের হকির ভবিষ্যৎ উজ্বল । সামনে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস রয়েছে ৷ সেখানেও পদক জিততে হবে । আর দল নিয়ে পরীক্ষা করতে হলে আজলান শাহ টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজে করা হোক ৷ "

ভারতীয় হকির ব্রোঞ্জ জয় নিয়ে প্রাক্তনদের প্রতিক্রিয়া

আরও পড়ুন : Tokyo Olympics : চার দশকের অপেক্ষার অবসান, জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

41 বছর পর অলিম্পিকসে ব্রোঞ্জ এসেছে ৷ তিন বছর পর প্যারিসে সোনার স্বপ্নের বীজ এখনই বোনা শুরু হয়েছে ৷ তা বাস্তবায়নের সলতে যেন আজ থেকেই শুরু হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.