টোকিয়ো, 25 জুলাই : শ্যুটিংয়ে ফের হতাশ জনক পারফরমেন্স ভারতের ৷ সকালে 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি ভারতের মহিলা শ্যুটার দল মনু ভাকের ও যশস্বিনী সিং ৷ এবার ব্যর্থ হলেন পুরুষ দলের দুই শ্যুটার দীপক কুমার ও দিব্যাংশ সিং ৷
10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে পৌঁছাতে হলে তালিকার প্রথম 8-এর মধ্যে থাকতেই হত ভারতের পুরুষ শ্যুটারদের ৷ কিন্তু দীপক কুমার শেষ করলেন 26 তম স্থানে ও দিব্যাংশ সিং শেষ করলেন 32 তম স্থানে ৷ পাঁচটি সিরিজ়ের পর দীপক কুমার শেষ করলেন 624.7 পয়েন্টে ৷ অন্যদিকে দিব্যাংশ সিং 622.8 পয়েন্ট ৷
যোগ্যতা অর্জনকারী ম্যাচে সবার উপরে শেষ করলেন চিনের হোরান ইয়াং ৷ তাঁর পয়েন্ট 632.7 ৷ দ্বিতীয় স্থানে আছেন আমেরিকার লুকাস কোজেনিস্কি, তাঁর পয়েন্ট 631.5 ৷ তৃতীয় স্থানে আছেন আমেরিকার শানির উইলিয়াম ৷
আরও পড়ুন : Tokyo Olympics : পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল
সকালেই টুর্নামেন্ট থেকে বিদায় নেন দুই মহিলা শ্যুটার মনু ভাকের ও যশস্বিনী সিং দেশওয়াল ৷ যথাক্রমে 12 ও 13 তম স্থানে শেষ করেন ৷ যদিও মনু ভাকেরের রাইফেলে ত্রুটি ধরা পড়ে ৷ তাঁকে রাইফেল পরিবর্তন করতে হয় ৷