টোকিয়ো, 30 জুলাই : মহিলা তিরন্দাজিতে ভারতের পদকের আশা শেষ ৷ মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে কোরিয়ান প্রতিযোগী আন সানের কাছে হেরে গেলেন দীপিকা কুমারী ৷ খেলার ফলাফল 6-0 ৷
মাত্র তিন সেটের লড়াইয়েই খেলা শেষ হল ৷ মোট তিন সেটে দীপিকা স্কোর করেন মাত্র 75 ৷ অন্যদিকে সান আন তিন সেটে স্কোর করেন 82 ৷ মোট 9টি তিরের মধ্যে দীপিকা মাত্র 3টি বুলস আইয়ে হিট করেন ৷
আরও পড়ুন : Tokyo Olympics : ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ে সেমি-ফাইনালে লভলিনা
এই ফলের পরই চলতি অলিম্পিক্সে দীপিকার অলিম্পিক অভিযান শেষ হল ৷ একই সঙ্গে মহিলাদের তিরন্দাজি বিভাগেও ভারতের পদকের আশা শেষ হল ৷ তিরন্দাজি বিভাগে ভারতের একমাত্র আশা এখন বাংলার অতনু দাসের উপর ৷ কারণ পুরুষদের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি ৷ কালই তিনি নামছেন ৷