ETV Bharat / sports

Tokyo Olympics : রেসলিংয়ের 86 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে দীপক পুনিয়া

author img

By

Published : Aug 4, 2021, 9:23 AM IST

Updated : Aug 4, 2021, 10:30 AM IST

টোকিয়ো অলিম্পিকসে রেসলিংয়ে 86 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতীয় রেসলার দীপক পুনিয়া ৷

দীপক পুনিয়া
দীপক পুনিয়া

টোকিয়ো , 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে রেসলিংয়ে 86 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতীয় রেসলার দীপক পুনিয়া ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে হারালেন নাইজেরিয়ার প্রতিযোগী একিরিকিমি আগিওমোরকে ৷

গতবছরটা ভাল কাটেনি পুনিয়ার ৷ রোলার কোস্টার রাইডের মতো ছিল তাঁর রেসলিং কেরিয়ার ৷ এমনকি অলিম্পিকসে তিনি অংশগ্রহণ করেন পিঠে চোট নিয়েই ৷ অন্যদিকে তাঁর প্রি-কোয়ার্টার ফাইনালের প্রতিযোগী আফ্রিকান চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছিলেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে বিধানসভা

প্রথম পিরিয়ড থেকেই দারুন শুরু করেন পুনিয়া ৷ শুরুতেই 2 পয়েন্ট তুলে নেন তিনি ৷ প্রথম পিরিয়ড শেষ হয় 4-1 ব্যবধানে ৷ তবে দ্বিতীয় রাউন্ডে যেন অপ্রতিরোধ্য ছিলেন পুনিয়া ৷ মোট 12-1 পয়েন্টের ব্যবধানে হারান আফ্রিকান প্রতিযোগীকে ৷

টোকিয়ো , 4 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে রেসলিংয়ে 86 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতীয় রেসলার দীপক পুনিয়া ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে হারালেন নাইজেরিয়ার প্রতিযোগী একিরিকিমি আগিওমোরকে ৷

গতবছরটা ভাল কাটেনি পুনিয়ার ৷ রোলার কোস্টার রাইডের মতো ছিল তাঁর রেসলিং কেরিয়ার ৷ এমনকি অলিম্পিকসে তিনি অংশগ্রহণ করেন পিঠে চোট নিয়েই ৷ অন্যদিকে তাঁর প্রি-কোয়ার্টার ফাইনালের প্রতিযোগী আফ্রিকান চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছিলেন ৷

আরও পড়ুন : Tokyo Olympics : লভলিনার জন্য প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, ম্যাচ চলাকালীন বন্ধ থাকবে বিধানসভা

প্রথম পিরিয়ড থেকেই দারুন শুরু করেন পুনিয়া ৷ শুরুতেই 2 পয়েন্ট তুলে নেন তিনি ৷ প্রথম পিরিয়ড শেষ হয় 4-1 ব্যবধানে ৷ তবে দ্বিতীয় রাউন্ডে যেন অপ্রতিরোধ্য ছিলেন পুনিয়া ৷ মোট 12-1 পয়েন্টের ব্যবধানে হারান আফ্রিকান প্রতিযোগীকে ৷

Last Updated : Aug 4, 2021, 10:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.