ETV Bharat / sports

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নাদালকে 20তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের শুভেচ্ছা ফেডেরারের - french open

কোর্টে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগতভাবে একে অপরের প্রতি ভীষণ শ্রদ্ধা রয়েছে নাদাল ও ফেডেরারের ৷

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নাদালকে 20তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের শুভেচ্ছা ফেডেরারের
সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নাদালকে 20তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের শুভেচ্ছা ফেডেরারের
author img

By

Published : Oct 12, 2020, 2:02 PM IST

জুরিখ, 12 অক্টোবর : পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিল রজার ফেডেরারের দখলে ৷ রবিবারের ফরাসি ওপেন ফাইনালের পর সেই পরিসংখ্যানে একটু অদল বদল হয়েছে ৷ এখন সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ টেনিস তারকা শুধু ফেডেরার নন, সুইস মায়েস্ত্রোর রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফায়েল নাদালও ৷ ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে কেরিয়ারের 20তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেলেছেন নাদাল ৷ তবে রেকর্ড ভাগাভাগি হওয়ায় মোটেও অখুশি নন ফেডেরার ৷ বরং রাফাকে শুভেচ্ছা জানিয়ে ফেডেরার বলেন, "তুমি এর যোগ্য ৷"

টেনিস কোর্টে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের প্রতিদ্বন্দ্বিতা ফুটবল জগতে মেসি-রোনাল্ডোর লড়াইয়ের সমান ৷ কোর্টে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগতভাবে একে অপরের প্রতি ভীষণ শ্রদ্ধা রয়েছে নাদাল ও ফেডেরারের ৷ একাধিকবার তা প্রমাণিত হয়েছে ৷ শুভেচ্ছা জানাতে গিয়ে রাফার প্রতি শ্রদ্ধা ঝরে পড়ল ফেডেরারের ৷ টুইটারে তিনি লেখেন, "মানুষ হিসেবে ও এক চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় হিসেবে রাফার প্রতি সবসময়ই অসীম শ্রদ্ধা রয়েছে আমার ৷ বিগত কয়েক বছর ধরে ও আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ৷ আমি বিশ্বাস করি, এই প্রতিদ্বন্দ্বিতাই আমাদের আরও উন্নত খেলোয়াড় হতে সাহায্য করেছে ৷ 20তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য ওঁকে শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি ৷"

একে কোরোনা প্যানডেমিক, তার উপর চোট আঘাতের কারণে চলতি বছরটা টেনিস সার্কিটের বাইরেই কেটেছে ফেডেরারের ৷ তাই গ্র্যান্ড স্ল্যামের সংখ্যাটা বাড়ানোর সুযোগ হয়নি ৷ শেষবার 2018 সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ৷ অন্যদিকে এই দু'বছরের মধ্যে দুই বড় প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ অনেকটাই এগিয়ে গিয়েছেন ৷ সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে নাদাল তো ফেডেরারকে ধরেই ফেললেন ৷ এই কীর্তির পর টুইটারে ফেডেরার লেখেন, "রোলাঁ গ্যারোঁয় এখন ও 13বারের বিজয়ী ৷ ক্রীড়া দুনিয়ায় এটা একটা বড় কীর্তি ৷ আমি পুরো টিমকে শুভেচ্ছা জানাব ৷ কারণ কারও একার পক্ষে এটা সম্ভব নয় ৷ আশা করি, আমাদের জার্নিতে 20 সংখ্যাটা শুধু একটা পদক্ষেপ মাত্র ৷ দারুণ রাফা ৷ তুমি এটারই যোগ্য ৷"

রাফাকে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন ফেডেরার
রাফাকে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন ফেডেরার

20তম গ্র্যান্ড স্ল্যাম, 13তম ফরাসি ওপেন জয় ছাড়াও আরও একটি কীর্তি গড়েছেন ক্লে কোর্টের রাজা ৷ রোলাঁ গ্যারোঁয় মোট ম্যাচ জয়ের ক্ষেত্রে সেঞ্চুরি করে ফেলেছেন তিনি ৷ এখনও পর্যন্ত খেলেছেন 102টি ম্যাচ ৷ জিতেছেন 100টি ৷ দু'টিতে হার ৷

জুরিখ, 12 অক্টোবর : পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিল রজার ফেডেরারের দখলে ৷ রবিবারের ফরাসি ওপেন ফাইনালের পর সেই পরিসংখ্যানে একটু অদল বদল হয়েছে ৷ এখন সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ টেনিস তারকা শুধু ফেডেরার নন, সুইস মায়েস্ত্রোর রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফায়েল নাদালও ৷ ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে কেরিয়ারের 20তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেলেছেন নাদাল ৷ তবে রেকর্ড ভাগাভাগি হওয়ায় মোটেও অখুশি নন ফেডেরার ৷ বরং রাফাকে শুভেচ্ছা জানিয়ে ফেডেরার বলেন, "তুমি এর যোগ্য ৷"

টেনিস কোর্টে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের প্রতিদ্বন্দ্বিতা ফুটবল জগতে মেসি-রোনাল্ডোর লড়াইয়ের সমান ৷ কোর্টে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগতভাবে একে অপরের প্রতি ভীষণ শ্রদ্ধা রয়েছে নাদাল ও ফেডেরারের ৷ একাধিকবার তা প্রমাণিত হয়েছে ৷ শুভেচ্ছা জানাতে গিয়ে রাফার প্রতি শ্রদ্ধা ঝরে পড়ল ফেডেরারের ৷ টুইটারে তিনি লেখেন, "মানুষ হিসেবে ও এক চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় হিসেবে রাফার প্রতি সবসময়ই অসীম শ্রদ্ধা রয়েছে আমার ৷ বিগত কয়েক বছর ধরে ও আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ৷ আমি বিশ্বাস করি, এই প্রতিদ্বন্দ্বিতাই আমাদের আরও উন্নত খেলোয়াড় হতে সাহায্য করেছে ৷ 20তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য ওঁকে শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি ৷"

একে কোরোনা প্যানডেমিক, তার উপর চোট আঘাতের কারণে চলতি বছরটা টেনিস সার্কিটের বাইরেই কেটেছে ফেডেরারের ৷ তাই গ্র্যান্ড স্ল্যামের সংখ্যাটা বাড়ানোর সুযোগ হয়নি ৷ শেষবার 2018 সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ৷ অন্যদিকে এই দু'বছরের মধ্যে দুই বড় প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ অনেকটাই এগিয়ে গিয়েছেন ৷ সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে নাদাল তো ফেডেরারকে ধরেই ফেললেন ৷ এই কীর্তির পর টুইটারে ফেডেরার লেখেন, "রোলাঁ গ্যারোঁয় এখন ও 13বারের বিজয়ী ৷ ক্রীড়া দুনিয়ায় এটা একটা বড় কীর্তি ৷ আমি পুরো টিমকে শুভেচ্ছা জানাব ৷ কারণ কারও একার পক্ষে এটা সম্ভব নয় ৷ আশা করি, আমাদের জার্নিতে 20 সংখ্যাটা শুধু একটা পদক্ষেপ মাত্র ৷ দারুণ রাফা ৷ তুমি এটারই যোগ্য ৷"

রাফাকে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন ফেডেরার
রাফাকে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন ফেডেরার

20তম গ্র্যান্ড স্ল্যাম, 13তম ফরাসি ওপেন জয় ছাড়াও আরও একটি কীর্তি গড়েছেন ক্লে কোর্টের রাজা ৷ রোলাঁ গ্যারোঁয় মোট ম্যাচ জয়ের ক্ষেত্রে সেঞ্চুরি করে ফেলেছেন তিনি ৷ এখনও পর্যন্ত খেলেছেন 102টি ম্যাচ ৷ জিতেছেন 100টি ৷ দু'টিতে হার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.