রোম, 13 মে : নিজের 1000 তম প্রতিযোগিতামূলক সিঙ্গল ম্যাচ হার দিয়ে শেষ করলেন সেরেনা উইলিয়ামস ৷ ইট্য়ালিয়ন ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদিয়া পেড্রোস্কার কাছে হেরে গেলেন এই মহিলা টেনিস তারকা ৷ খেলার ফলাফল 7-6, 7-5 ৷
টুর্নামেন্টের অষ্টম বাছাই সেরেনা, অস্ট্রেলিয়ান ওপেনের পর কোনও ম্য়াচ খেলেননি ৷ প্রায় 1ঘণ্টা 58 মিনিটের লড়াইয়ে সেরেনাকে হারালেন আর্জেন্টাইন টেনিতস তারকা নাদিয়া পেড্রোস্কার ৷
চারবারের ইট্যালিয়ন ওপেন জেতা সেরেনা ম্যাচের পর বলেন, ‘‘ ক্লে কোর্টে প্রথম ম্যাচ খেলা বেশ কঠিন ৷ তবে পুরো কোর্ট জুড়ে খেলে, সবজায়গায় পৌঁছানো বেশ ভাল ছিল ৷ তবে আমি আরও অনেক ভাল করতে পারতাম ৷ সম্ভবত আমার আরও কয়েকটি ম্য়াচ দরকার ৷ আমি আমার কোচের, সাপোর্ট স্টাফ ও দলের সঙ্গে বসে আমার ভুলগুলি ঠিক করার চেষ্টা করব ৷ আমি কয়েক মাস ধরে ট্রেনিং করেছি ৷ তবে সেটা ক্লে কোর্টে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট ছিল না ৷’’
আরও পড়ুন : আইসিসি প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং-এ 1নং স্থান ধরে রাখল ভারত
ম্যাচ জেতার পর পেড্রোস্কার বলেন, ‘‘এটা একটি বিশেষ জয় ৷ সেরেনা দারুণ অ্যাথলিট ৷ ও টেনিসের জন্য অনেক কিছু করেছে ৷ এটা একটি ইতিহাস ৷ তবে আমি যেভাবে খেলেছি, তাতে আমি খুশি ৷ আমি ক্লে কোর্টে সাচ্ছন্দ অনুভব করছি ৷ এবং এটা আমার জন্য অনেক ৷"