ETV Bharat / sports

French Open 2021: সেমিফাইনালে অবাছাই তামারা, ফাইনালের পথে সিসিপাসের লড়াই জেরেভের সঙ্গে - ফ্রেঞ্চ ওপেন 2021

অন্যদিকে পুরুষদের কোয়ার্টার ফাইনালে জার্মানির টেনিস তারকা অ্যালেক্সজান্ডার জেরেভ হারালেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী আলেজান্দ্রো ফোকিনাকে ৷ খেলার ফলাফল 6-4, 6-1, ও 6-1 ৷ এই নিয়ে নিজের কেরিয়ারে তৃতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন জেরেভ ৷

French Open
French Open
author img

By

Published : Jun 9, 2021, 7:07 AM IST

প্যারিস, 9 জুন : ফ্রেঞ্চ ওপেন 2021-র আগে তামারা জিদানসেক(Tamara Zidansek)কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে পৌঁছাননি ৷ কিন্তু চলতি রোলাঁ গারো (Roland Garros) তাক লাগালেন তিনি ৷ প্রাক্তন স্নো-বোর্ডার স্লোভেনিয়ার প্রথম মহিলা হিসেবে কোনও গ্র্যান্ড্ স্ল্যামের সেমিফাইনালে পৌঁছালেন ৷

টুর্নামেন্টের অবাছাই হিসেবে খেলতে এসেছিলেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 85 তম স্থানে থাকা তামারা ৷ ক্লে কোর্টের কোয়াটার ফাইনালে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী পাওলো বাডোসাকে হারালেন 7-5, 4-6 ও 8-6 সেটে ৷

ম্যাচের শেষে তামারার অভিব্যাপ্তি, ‘‘এটি একটি অসাধারণ ম্যাচ ছিল ৷’’

অন্যদিকে পুরুষদের কোয়ার্টার ফাইনালে জার্মানির টেনিস তারকা অ্যালেক্সজান্ডার জেরেভ হারালেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী আলেজান্দ্রো ফোকিনাকে ৷ খেলার ফলাফল 6-4, 6-1, ও 6-1 ৷ এই নিয়ে নিজের কেরিয়ারে তৃতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন জেরেভ ৷

পুরুষদের অন্য কোয়ার্টার ফাইনালে স্টিফানোস সিসিপাস (Stefanos Tsitsipas) হারালেন ড্যানিল মেদভেদেভকে ৷ সেমিফাইনালে পৌঁছানোর পথে মেদভদেভকে হারলেন 6-3, 7-6(7/3) ও 7-5 সেটে ৷ সেমিফাইনালে তিনি খেলবেন জার্মানির আলেক্সজান্ডার জেরেভের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

ফ্রেঞ্চ ওপেন এখন একমাত্র গ্র্যান্ড স্ল্যাম, যেখানে শেষ সেটে ট্রাইব্রেকার খেলা হয় না ৷ সম্প্রতি উইম্বলডন শেষ সেটে 12-12 -র একটি ট্রাইব্রেকার অন্তর্ভুক্তি করেছে ৷

প্যারিস, 9 জুন : ফ্রেঞ্চ ওপেন 2021-র আগে তামারা জিদানসেক(Tamara Zidansek)কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে পৌঁছাননি ৷ কিন্তু চলতি রোলাঁ গারো (Roland Garros) তাক লাগালেন তিনি ৷ প্রাক্তন স্নো-বোর্ডার স্লোভেনিয়ার প্রথম মহিলা হিসেবে কোনও গ্র্যান্ড্ স্ল্যামের সেমিফাইনালে পৌঁছালেন ৷

টুর্নামেন্টের অবাছাই হিসেবে খেলতে এসেছিলেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 85 তম স্থানে থাকা তামারা ৷ ক্লে কোর্টের কোয়াটার ফাইনালে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী পাওলো বাডোসাকে হারালেন 7-5, 4-6 ও 8-6 সেটে ৷

ম্যাচের শেষে তামারার অভিব্যাপ্তি, ‘‘এটি একটি অসাধারণ ম্যাচ ছিল ৷’’

অন্যদিকে পুরুষদের কোয়ার্টার ফাইনালে জার্মানির টেনিস তারকা অ্যালেক্সজান্ডার জেরেভ হারালেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী আলেজান্দ্রো ফোকিনাকে ৷ খেলার ফলাফল 6-4, 6-1, ও 6-1 ৷ এই নিয়ে নিজের কেরিয়ারে তৃতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন জেরেভ ৷

পুরুষদের অন্য কোয়ার্টার ফাইনালে স্টিফানোস সিসিপাস (Stefanos Tsitsipas) হারালেন ড্যানিল মেদভেদেভকে ৷ সেমিফাইনালে পৌঁছানোর পথে মেদভদেভকে হারলেন 6-3, 7-6(7/3) ও 7-5 সেটে ৷ সেমিফাইনালে তিনি খেলবেন জার্মানির আলেক্সজান্ডার জেরেভের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

ফ্রেঞ্চ ওপেন এখন একমাত্র গ্র্যান্ড স্ল্যাম, যেখানে শেষ সেটে ট্রাইব্রেকার খেলা হয় না ৷ সম্প্রতি উইম্বলডন শেষ সেটে 12-12 -র একটি ট্রাইব্রেকার অন্তর্ভুক্তি করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.