দিল্লি, 4 সেপ্টেম্বর : US ওপেনে যাত্রা শেষ হল ভারতীয় টপ ব়্য়াঙ্কে সিংগেল খেলোয়াড় সুমিত নাগালের ৷ দ্বিতীয় রাউন্ডে বিশ্বের তিন নম্বর টেনিস প্লেয়ার ডোমিনিক থিয়েমের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন তিনি ৷ দর্শক শূন্য আর্থার অ্যাশ স্টেডিয়ামে 3-6, 3-6, 2-6 ব্যবধানে হারলেন সুমিত ৷
রোহন বোপান্না ও তাঁর সার্পোট স্টাফের তত্ত্বাবধানে বেড়ে ওঠা সুমিত গত বছর US ওপেনে নজর কেড়েছিলেন ৷ রজার ফেডেরার বিরুদ্ধে একটি সেট জিতে নজির গড়েছিলেন সুমিত ৷ শেষ 7 বছরের ইতিহাসে সুমিত প্রথম ভারতীয়, যিনি গ্রান্ড স্ল্য়ামের মেন ড্র-তে ম্যাচ জেতেন ৷ থিয়েমের বিরুদ্ধেও নিজের ঝলক দেখান সুমিত ৷ বিশেষ করে ফোরহ্যান্ড মারার সময় কয়েক বার থিয়েমকে সমস্যায় ফেলেন সুমিত ৷
আরও পড়ুন :- এবারের IPL-এ নেই হরভজন
প্রথম সেটে 3-0তে পিছিয়ে থাকার পর লড়াই থেকে ছিটকে যাননি সুমিত ৷ পরিবর্তে দুরন্ত কামব্যাক করেন তিনি ৷ 3-3 য়ে স্কোর লেভেল করেন ৷ কিন্তু তারপর ফের দুরন্ত থিয়েমের কাছে আর টিকতে পারেননি সুমিত ৷ দ্বিতীয় সেটেও লড়াই জারি রাখেন সুমিত ৷ অবশেষে 2 ঘণ্টার লড়াইয়ে হার মানেন সুমিত ৷ তৃতীয় রাউন্ডে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই থিয়েমের প্রতিপক্ষ মারিন সিলিক ৷
কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে খেলা বন্ধ থাকার পর জার্মানির PSD ব্যাঙ্ক নর্ড ওপেন জয় করেন সুমিত নাগাল ৷ 23 বছরের নাগাল জার্মানির নেনসেল টেনিস অ্যাকাডেমিতে অনুশীলন করেন ৷ প্যানডেমিক ও লকডাউনের সময় জার্মানিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সুমিত ৷