ETV Bharat / sports

হাঁটুতে চোট, টোকিয়ো অলিম্পিকস থেকে সরলেন ফেডেরার - টোকিয়ো অলিম্পিকস

টেনিস কিংবদন্তি জানিয়েছেন, হাঁটুর চোটের কারণে টোকিয়ো অলিম্পিকসে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না ৷

s
s
author img

By

Published : Jul 13, 2021, 10:26 PM IST

Updated : Jul 13, 2021, 10:57 PM IST

জুরিখ, 13 জুলাই : টোকিয়ো অলিম্পিকস থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার ৷ টেনিস কিংবদন্তি জানিয়েছেন, দেশের হয়ে খেলার জন্য সব সময়ই মুখিয়ে থাকেন ৷ কিন্তু হাঁটুর চোটের কারণে টোকিয়ো অলিম্পিকসে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না ৷ এর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি ৷

সম্প্রতি উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ফেডেরার ৷ অনামী পোল্যান্ডের হুবার্ট হুরকাজের কাছে স্ট্রেটে হারতে হয় তাঁকে ৷ এর পরই প্রশ্ন উঠতে শুরু করে, এটাই কী টেনিস কিংবদন্তির শেষ উইম্বলডন ছিল ৷ কেরিয়ার আর কতখানি দীর্ঘ করবেন, তা নিয়েও সংশয় তৈরি হয় ৷ যদিও এখনও অবধি অবসরের কথা জানাননি ফেডেরার ৷ তবে এদিন ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন, অলিম্পিকস থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন তিনি ৷

ফেডেরার লেখেন, "হাঁটুতে চোট লাগে মরসুমের ঘাসের কোর্টে খেলার সময় । সেই কারণে বাধ্য হয়ে টোকিয়ো অলিম্পিকস থেকে সরে যেতে বাধ্য হয়েছি । আমি খুবই বেদনাহত । সুইৎজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি । তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিতে শুরু করেছি । যাতে পরের গ্রীষ্মে ফিরে আসতে পারি । গোটা সুইৎজারল্যান্ড দলকে শুভেচ্ছা জানাচ্ছি । দূরে থাকলেও আমি তোমাদের পাশেই আছি ।"

আরও পড়ুন: টোকিও অলিম্পিকস ও উইম্বলডন থেকে নাম প্রত্যাহার নাদালের

আগেই টোকিয়ো অলেম্পিকস থেকে নাম তুলে নিয়েছেন রাফায়েল নাদাল ৷ এবার ফেডেরারও অলিম্পিকস থেকে সরে দাঁড়ানোয় বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতার টেনিস বিভাগ অনেকটাই জৌলুস হারাবে বলা বাহুল্য ৷

জুরিখ, 13 জুলাই : টোকিয়ো অলিম্পিকস থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার ৷ টেনিস কিংবদন্তি জানিয়েছেন, দেশের হয়ে খেলার জন্য সব সময়ই মুখিয়ে থাকেন ৷ কিন্তু হাঁটুর চোটের কারণে টোকিয়ো অলিম্পিকসে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না ৷ এর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি ৷

সম্প্রতি উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ফেডেরার ৷ অনামী পোল্যান্ডের হুবার্ট হুরকাজের কাছে স্ট্রেটে হারতে হয় তাঁকে ৷ এর পরই প্রশ্ন উঠতে শুরু করে, এটাই কী টেনিস কিংবদন্তির শেষ উইম্বলডন ছিল ৷ কেরিয়ার আর কতখানি দীর্ঘ করবেন, তা নিয়েও সংশয় তৈরি হয় ৷ যদিও এখনও অবধি অবসরের কথা জানাননি ফেডেরার ৷ তবে এদিন ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন, অলিম্পিকস থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন তিনি ৷

ফেডেরার লেখেন, "হাঁটুতে চোট লাগে মরসুমের ঘাসের কোর্টে খেলার সময় । সেই কারণে বাধ্য হয়ে টোকিয়ো অলিম্পিকস থেকে সরে যেতে বাধ্য হয়েছি । আমি খুবই বেদনাহত । সুইৎজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি । তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিতে শুরু করেছি । যাতে পরের গ্রীষ্মে ফিরে আসতে পারি । গোটা সুইৎজারল্যান্ড দলকে শুভেচ্ছা জানাচ্ছি । দূরে থাকলেও আমি তোমাদের পাশেই আছি ।"

আরও পড়ুন: টোকিও অলিম্পিকস ও উইম্বলডন থেকে নাম প্রত্যাহার নাদালের

আগেই টোকিয়ো অলেম্পিকস থেকে নাম তুলে নিয়েছেন রাফায়েল নাদাল ৷ এবার ফেডেরারও অলিম্পিকস থেকে সরে দাঁড়ানোয় বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতার টেনিস বিভাগ অনেকটাই জৌলুস হারাবে বলা বাহুল্য ৷

Last Updated : Jul 13, 2021, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.