ETV Bharat / sports

কেরিয়ারের 18 তম গ্র্যান্ড স্ল্যাম, ফরাসি ওপেন জয় নাদালের

ডমিনিক থিয়েমকে হারিয়ে ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল । এটি তাঁর ক্যারিয়ারের 18 তম গ্র্যান্ড স্ল্যাম ।

রাফাল নাদাল
author img

By

Published : Jun 9, 2019, 10:27 PM IST

Updated : Jun 10, 2019, 5:08 PM IST

প্যারিস, 9 জুন : ক্লে কোর্টের সম্রাট । এভাবেই তাঁকে অভিহিত করা হয় । আর সেই রাজার হাতেই উঠল এবারের ফরাসি ওপেনের ট্রফি । ডমিনিক থিয়েমকে হারিয়ে 12 তম ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল । তাঁর পক্ষে ম্যাচের ফল 6-3, 5-7, 6-1,6-1 ।

2005 সালে প্রথমবার ফরাসি ওপেন জিতেছিলেন স্পেনের এই টেনিস তারকা । তারপর থেকে এই 14 বছরে মাত্র 3 বার অন্য কেউ ফরাসি ওপেন ট্রফি জিতেছেন । 2009, 2015 এবং 2016 সালে । আর এই তিনবারের মধ্যে 2016 সালে চোটের জন্য ফরাসি ওপেনে নামেননি নাদাল । সবমিলিয়ে আজকের ম্যাচ ধরলে ফরাসি ওপেনে 93টি ম্যাচে জিতেছেন তিনি । আর হার মাত্র 2টি ম্যাচে ।

অস্ট্রিয়া তারকা থিয়েমের বিরুদ্ধে গতবারও ফাইনাল খেলেছিলেন নাদাল । সেমিফাইনালে 5 সেটের লড়াইয়ে নোভাক জোকোভিচকে হারান অস্ট্রিয়া তারকা । থিয়েম এবার নাদালকে কড়া টক্কর দেবেন বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা ।

আজ খেলার শুরুতে সেটাই দেখা যায় । প্রথম থেকেই খেলায় সমানে সমানে টক্কর দিচ্ছিলেন দু'জনে । প্রথম সেটে একসময় 3-2 এ এগিয়েও ছিলেন থিয়েম । এরপরই পরপর 4টি গেম জিতে প্রথম সেট নিজের দখলে রাখেন নাদাল ।

দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর থিয়েম জেতেন 7-5 এ । এরপর তৃতীয় ও চতুর্থ সেট 6-1, 6-1 এ জিতে 12তম ফরাসি ওপেন জেতেন নাদাল । টেনিস বিশ্বে কোনও একটি গ্র্যান্ড স্ল্যাম কেউ এতবার জেতেননি ।

আজ ফরাসি ওপেন জেতার পর নাদালের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা হল 18 । ফেডেরারের থেকে 2টি গ্র্যান্ড স্ল্যাম পিছনে রয়েছেন । 15টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাদালের পর তৃতীয় স্থানে রয়েছেন নোভাক জোকোভিচ ।

প্যারিস, 9 জুন : ক্লে কোর্টের সম্রাট । এভাবেই তাঁকে অভিহিত করা হয় । আর সেই রাজার হাতেই উঠল এবারের ফরাসি ওপেনের ট্রফি । ডমিনিক থিয়েমকে হারিয়ে 12 তম ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল । তাঁর পক্ষে ম্যাচের ফল 6-3, 5-7, 6-1,6-1 ।

2005 সালে প্রথমবার ফরাসি ওপেন জিতেছিলেন স্পেনের এই টেনিস তারকা । তারপর থেকে এই 14 বছরে মাত্র 3 বার অন্য কেউ ফরাসি ওপেন ট্রফি জিতেছেন । 2009, 2015 এবং 2016 সালে । আর এই তিনবারের মধ্যে 2016 সালে চোটের জন্য ফরাসি ওপেনে নামেননি নাদাল । সবমিলিয়ে আজকের ম্যাচ ধরলে ফরাসি ওপেনে 93টি ম্যাচে জিতেছেন তিনি । আর হার মাত্র 2টি ম্যাচে ।

অস্ট্রিয়া তারকা থিয়েমের বিরুদ্ধে গতবারও ফাইনাল খেলেছিলেন নাদাল । সেমিফাইনালে 5 সেটের লড়াইয়ে নোভাক জোকোভিচকে হারান অস্ট্রিয়া তারকা । থিয়েম এবার নাদালকে কড়া টক্কর দেবেন বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা ।

আজ খেলার শুরুতে সেটাই দেখা যায় । প্রথম থেকেই খেলায় সমানে সমানে টক্কর দিচ্ছিলেন দু'জনে । প্রথম সেটে একসময় 3-2 এ এগিয়েও ছিলেন থিয়েম । এরপরই পরপর 4টি গেম জিতে প্রথম সেট নিজের দখলে রাখেন নাদাল ।

দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর থিয়েম জেতেন 7-5 এ । এরপর তৃতীয় ও চতুর্থ সেট 6-1, 6-1 এ জিতে 12তম ফরাসি ওপেন জেতেন নাদাল । টেনিস বিশ্বে কোনও একটি গ্র্যান্ড স্ল্যাম কেউ এতবার জেতেননি ।

আজ ফরাসি ওপেন জেতার পর নাদালের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা হল 18 । ফেডেরারের থেকে 2টি গ্র্যান্ড স্ল্যাম পিছনে রয়েছেন । 15টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নাদালের পর তৃতীয় স্থানে রয়েছেন নোভাক জোকোভিচ ।

Tirupati (Andhra Pradesh), June 09 (ANI): Prime Minister Narendra Modi on Sunday arrived in Andhra Pradesh's Tirupati after completing his two-day visit to Maldives and Sri Lanka. He was received by AP Chief Minister YS Jagan Mohan Reddy and other leaders. PM will offer prayers at temple of Lord Venkateswara at Tirumala.
Last Updated : Jun 10, 2019, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.