নয়াদিল্লি, 17 এপ্রিল : নোভাক জকোভিচের পর রাফায়েল নাদাল ৷ মন্টে কার্লো টুর্নামেন্টে ফের অঘটন ৷ রাশিয়ান আন্দ্রে রুভলেবের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন স্পেনীয় তারকা ৷
11 বার মন্টে কার্লো খেতাব জয়ী নাদাল হারেন 2-6, 6-4, 2-6 সেটে ৷ বিশ্বের তৃতীয় নম্বর তারকা হারলেন বিশ্বের ষষ্ঠ নম্বর তারকার কাছে ৷ তবে প্রথম সেট দেখার পর মনে হচ্ছিল, জকোভিচের মতো স্ট্রেট সেটে হারতে চলেছেন নাদালও ৷ তবে দ্বিতীয় সেটে বাউন্স ব্যাক করেন বিশ্বের তিন নম্বর তারকা টেনিস খেলোয়াড় ৷ তবে তৃতীয় সেটে নাদালকে ক্লান্ত হয়ে পড়েন ৷ সেই সেটে আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি ৷
আরও পড়ুন : মন্টে কার্লো টুর্নামেন্টে অনামী ড্যান ইভানসের কাছে স্ট্রেট সেটে হার জকোভিচের
এটাই নাদালের বিরুদ্ধে রুভলবের প্রথম জয় ৷ দুরন্ত ফোরহ্যান্ডে ম্যাচের প্রথম পয়েন্ট পান রুভলেব ৷ চলতি মরসুমে এই ফোরহ্যান্ডে সমস্যায় পড়েছেন নাদাল ৷ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে টেসিটেসিপাসের কাছে হারার পর এটাই নাদালের প্রথম টুর্নামেন্ট ৷ তবে তাঁর পুরোনো ঝাঁঝ দেখা যায়নি এদিন ৷