ETV Bharat / sports

খেতাব জয়ের পর কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধাজ্ঞাপন জকোভিচের - বিশ্বের দুই নম্বর টেনিস তারকা

কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের পর বাস্কেটবল কিংবদন্তি প্রয়াত কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধাজ্ঞাপন জকোভিচের ৷ রবিবার অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করেন তিনি ৷

image
জোকার
author img

By

Published : Feb 3, 2020, 1:27 PM IST

Updated : Feb 3, 2020, 2:47 PM IST

মেলবোর্ন, 3 ফ্রেব্রুয়ারি : রবিবারই কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ৷ জয়ের পরই বন্ধু ও মেন্টর প্রয়াত বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধা জানালেন নোভাক জকোভিচ ৷ কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় কোবের ৷ সঙ্গে ছিলেন মেয়ে জিয়ানা ৷ কোবের মৃত্যুতে শোকের ছায়া পড়ে ক্রীড়া জগতে ৷ নিজের কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জিতে কোবেকে শ্রদ্ধা জানিয়ে দর্শকদের মন জিতে নিলেন জোকার ৷ শুধু কোবেকে নিয়ে নয়, অস্ট্রেলিয়ার দাবানল নিয়েও বক্তব্য রাখেন জকোভিচ ৷ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ৷

image
ট্রফি জয়ের পর জকোভিচ

ম্যাচের পর জকোভিচ বলেন,‘‘ 2020 সালের শুরুতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ৷ অস্ট্রেলিয়ার দাবানল বিশ্বের কয়েকটি জায়গায় প্রভাব ফেলেছে ৷ প্রতিদিনই লোক মারা যাচ্ছে ৷ আমার খুব কাছের মানুষ কোবে ও তাঁর মেয়ে প্রাণ হারিয়েছেন ৷ এগুলি আমাদের আরও বেশি করে মনে করায় যে আমাদের একসঙ্গে থাকতে হবে ৷ নিজের পরিবারের সঙ্গে থাকুন, ভালোবাসার লোকেদের সঙ্গে থাকুন, যাঁরা আপনার যত্ন নেয়, তাঁদের সঙ্গে থাকুন ৷ ’’

রবিবার ফের নিজের জাত চিনিয়েছেন জকোভিচ ৷ যখন সবাই ভেবে নিয়েছে এবার আর কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান টাইটেল জয় করা হল না জোকারের, তখনই চ্যাম্পিয়নের মত ফিরে এসেছেন তিনি ৷ বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বের দু'নম্বর টেনিস তারকা ৷

image
ট্রফি হাতে জোকার ও থিয়েম

এদিকে প্রথম সেটে হার দিয়ে শুরু করলেও, পরের দুটি সেটে ফিরে আসেন অজ়ি তারকা ডোমনিক থিয়েম ৷ কিন্তু শেষ দুটি সেটে ফের জোকার ম্যাজিক ৷ আর তাতেই শেষ অজ়ি তারকার জারিজুরি ৷ প্রথম সেট জকোভিচ শুরু করেন রাজকীয় মেজাজে ৷ প্রথম সেটে থিয়েমকে হারান 6-4 ব্যবধানে ৷ এর পরের দুটি সেট থিয়েম জেতেন 6-4 ও 6-2 ব্যবধানে ৷ কিন্তু শেষ দুটি সেটে জোকার জেতেন 6-3 ও 6-4 ব্যবধানে ৷

মেলবোর্ন, 3 ফ্রেব্রুয়ারি : রবিবারই কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ৷ জয়ের পরই বন্ধু ও মেন্টর প্রয়াত বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধা জানালেন নোভাক জকোভিচ ৷ কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় কোবের ৷ সঙ্গে ছিলেন মেয়ে জিয়ানা ৷ কোবের মৃত্যুতে শোকের ছায়া পড়ে ক্রীড়া জগতে ৷ নিজের কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জিতে কোবেকে শ্রদ্ধা জানিয়ে দর্শকদের মন জিতে নিলেন জোকার ৷ শুধু কোবেকে নিয়ে নয়, অস্ট্রেলিয়ার দাবানল নিয়েও বক্তব্য রাখেন জকোভিচ ৷ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ৷

image
ট্রফি জয়ের পর জকোভিচ

ম্যাচের পর জকোভিচ বলেন,‘‘ 2020 সালের শুরুতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ৷ অস্ট্রেলিয়ার দাবানল বিশ্বের কয়েকটি জায়গায় প্রভাব ফেলেছে ৷ প্রতিদিনই লোক মারা যাচ্ছে ৷ আমার খুব কাছের মানুষ কোবে ও তাঁর মেয়ে প্রাণ হারিয়েছেন ৷ এগুলি আমাদের আরও বেশি করে মনে করায় যে আমাদের একসঙ্গে থাকতে হবে ৷ নিজের পরিবারের সঙ্গে থাকুন, ভালোবাসার লোকেদের সঙ্গে থাকুন, যাঁরা আপনার যত্ন নেয়, তাঁদের সঙ্গে থাকুন ৷ ’’

রবিবার ফের নিজের জাত চিনিয়েছেন জকোভিচ ৷ যখন সবাই ভেবে নিয়েছে এবার আর কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান টাইটেল জয় করা হল না জোকারের, তখনই চ্যাম্পিয়নের মত ফিরে এসেছেন তিনি ৷ বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বের দু'নম্বর টেনিস তারকা ৷

image
ট্রফি হাতে জোকার ও থিয়েম

এদিকে প্রথম সেটে হার দিয়ে শুরু করলেও, পরের দুটি সেটে ফিরে আসেন অজ়ি তারকা ডোমনিক থিয়েম ৷ কিন্তু শেষ দুটি সেটে ফের জোকার ম্যাজিক ৷ আর তাতেই শেষ অজ়ি তারকার জারিজুরি ৷ প্রথম সেট জকোভিচ শুরু করেন রাজকীয় মেজাজে ৷ প্রথম সেটে থিয়েমকে হারান 6-4 ব্যবধানে ৷ এর পরের দুটি সেট থিয়েম জেতেন 6-4 ও 6-2 ব্যবধানে ৷ কিন্তু শেষ দুটি সেটে জোকার জেতেন 6-3 ও 6-4 ব্যবধানে ৷

Firozabad (UP), Feb 03 (ANI): Few families of a village in Uttar Pradesh's Firozabad are allegedly forced to migrate over Scheduled Caste (SC) and Scheduled Tribe (ST) Act. The villagers also wrote sale note outside their houses. One of the villagers also put allegations over SC/ST women that they report fake rape cases against them. However, police official said that they are looking into matter. The news got viral on social media.
Last Updated : Feb 3, 2020, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.