ETV Bharat / sports

French Open : হার নাদালের, জিতলেন জকোভিচ; কার্ফু উড়িয়ে ইতিহাসের সাক্ষী রোলাঁ গারো - নোভাক জকোভিচ

প্রথম সেট জিতে নেন নাদাল ৷ যা শেষ হয় 6-3 ফলে ৷ এরপরই দ্বিতীয় সেটে নিজের জাত চেনান জকোভিচ ৷ এই সেটেরও ফল হয় 6-3 ৷ তবে জকোভিচের পক্ষে ৷

Novak Djokovic defeated Rafael Nadal on epic much in French open semifinal
Novak Djokovic defeated Rafael Nadal on epic much in French open semifinal
author img

By

Published : Jun 12, 2021, 7:21 AM IST

Updated : Jun 12, 2021, 7:32 AM IST

প্যারিস, 12 জুন : রোলাঁ গারোর সম্রাট, কেরিয়ারে 13 বার ফ্রেঞ্চ ওপেন (French open) চাম্পিয়ান, ষোলো বছরে 108 ম্যাচে 3 বার মাত্র হারা, সেই কিংবদন্তি রাফায়েল নাদালকে (Rafael Nadal) হারালেন ক্রম তালিকায় বর্তমান বিশ্ব সেরা আরেক কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ গতকাল এক রুদ্ধশ্বাস ঐতিহাসিক ম্যাচে জয় ছিনিয়ে নিলেন জকোভিচ ৷

যদিও প্রথম সেট জিতে নেন নাদালই ৷ নাদালের পক্ষে প্রথম সেট শেষ হয় 6-3 ফলে ৷ এরপরই দ্বিতীয় সেটে নিজের জাত চেনান জকোভিচ ৷ এই সেটেরও ফল হয় 6-3 ৷ তবে জকোভিচের পক্ষে ৷ তৃতীয় সেটে হার না মানা দুই চ্যাম্পিয়ানের অসামান্য টেনিসের সাক্ষী থাকল রোলাঁ গারোয় উপস্থিত দর্শক-সহ গোটা দুনিয়া ৷ টাইব্রেকারে পৌঁছায় যে লড়াই ৷ শেষ পর্যন্ত 7-6 ফলে সেট জিতে নেন জকোভিচ ৷ টাইব্রেকারের ফল ছিল 7-4 ৷ এরপর চতুর্থ সেট জিতে জকোভিচ থামিয়ে দিলেন ফ্রেঞ্চ ওপেনে নাদালের অপ্রতিরোধ্য জয়রথ ৷ অন্তিম সেটের ফল হয় 6-2 ৷

আরও পড়ুন: French Open: রোলাঁ গারোয় সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ

শুক্রবার রাত জাগলেন যে দর্শকেরা, তাঁরা সাক্ষী থাকলেন ইতিহাসের ৷ এদিনের আগে 13 বার সেমিফাইনালে ওঠা, সুরকির কোর্টের অবিসম্বাদিত নায়ক রাফায়েল নাদালকে হারতে হল, অন্যদিকে নাদাল-জকোভিচের মহাযুদ্ধ দেখতে কার্ফু ভেঙে দর্শকদের মাঠে থাকার অনুমতি দিল রোলাঁ গারো কর্তৃপক্ষ ৷

প্যারিস, 12 জুন : রোলাঁ গারোর সম্রাট, কেরিয়ারে 13 বার ফ্রেঞ্চ ওপেন (French open) চাম্পিয়ান, ষোলো বছরে 108 ম্যাচে 3 বার মাত্র হারা, সেই কিংবদন্তি রাফায়েল নাদালকে (Rafael Nadal) হারালেন ক্রম তালিকায় বর্তমান বিশ্ব সেরা আরেক কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ গতকাল এক রুদ্ধশ্বাস ঐতিহাসিক ম্যাচে জয় ছিনিয়ে নিলেন জকোভিচ ৷

যদিও প্রথম সেট জিতে নেন নাদালই ৷ নাদালের পক্ষে প্রথম সেট শেষ হয় 6-3 ফলে ৷ এরপরই দ্বিতীয় সেটে নিজের জাত চেনান জকোভিচ ৷ এই সেটেরও ফল হয় 6-3 ৷ তবে জকোভিচের পক্ষে ৷ তৃতীয় সেটে হার না মানা দুই চ্যাম্পিয়ানের অসামান্য টেনিসের সাক্ষী থাকল রোলাঁ গারোয় উপস্থিত দর্শক-সহ গোটা দুনিয়া ৷ টাইব্রেকারে পৌঁছায় যে লড়াই ৷ শেষ পর্যন্ত 7-6 ফলে সেট জিতে নেন জকোভিচ ৷ টাইব্রেকারের ফল ছিল 7-4 ৷ এরপর চতুর্থ সেট জিতে জকোভিচ থামিয়ে দিলেন ফ্রেঞ্চ ওপেনে নাদালের অপ্রতিরোধ্য জয়রথ ৷ অন্তিম সেটের ফল হয় 6-2 ৷

আরও পড়ুন: French Open: রোলাঁ গারোয় সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ

শুক্রবার রাত জাগলেন যে দর্শকেরা, তাঁরা সাক্ষী থাকলেন ইতিহাসের ৷ এদিনের আগে 13 বার সেমিফাইনালে ওঠা, সুরকির কোর্টের অবিসম্বাদিত নায়ক রাফায়েল নাদালকে হারতে হল, অন্যদিকে নাদাল-জকোভিচের মহাযুদ্ধ দেখতে কার্ফু ভেঙে দর্শকদের মাঠে থাকার অনুমতি দিল রোলাঁ গারো কর্তৃপক্ষ ৷

Last Updated : Jun 12, 2021, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.