মেলবোর্ন, 28 জানুয়ারি: এমন একটা খবরের অপেক্ষাতেই ছিল টেনিসপ্রেমীরা ৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম সেমিফাইনাল সেই সুযোগই এনে দিল ৷ আগামী বৃহস্পতিবার রড লেভার এরিনায় মুখোমুখি হচ্ছেন রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ ৷ গত বছরের উইম্বলডন ফাইনালের পর টেনিস বিশ্বের এই দুই মহারথীর লড়াই দেখার জন্য মুখিয়ে টেনিস ভক্তরা ৷
মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে অচেনা প্রতিপক্ষ অ্যামেরিকার টেনিস স্যান্ডগ্রেনের বিরুদ্ধে লড়ে জিতলেন রজার ৷ প্রথম সেট (6-3) জয়ের পর পরের দ্বিতীয় ও তৃতীয় সেট (2-6, 2-6) হেরে মেলবোর্ন পার্কের দর্শকদের কপালে ভাঁজ ফেলেছিলেন সুইস কিংবদন্তি ৷ খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালেন পরের সেটে ৷ 6-3 গেমে পঞ্চম সেট জয়ের আগে চতুর্থ সেটে (7-6 (8) সাত ম্যাচ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ বের করে নেন ৷ এই জয়ের পর রজারের মন্তব্য, "কখনও কখনও ভাগ্যেরও প্রয়োজন পড়ে ৷ আজ আমার ভাগ্য সত্যিই ভাল ছিল ৷"
অন্যদিকে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জকোভিচ মিলোস রাওনিককে তিন সেটের ম্যাচে 6-4, 6-3, 7-6 (1) হারালেন ৷ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে একদিন আগেই মৃত বন্ধু তথা মেন্টর কোবে ব্রায়ান্টকে স্মরণ করে চোখের জল ফেলতে দেখা গেল সার্ব তারকাকে ৷ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল হারেননি জকোভিচ ৷ যদিও বিপক্ষ রজার ফেডেরারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে তাঁর ৷ বৃহস্পতিবারের হাইভোল্টেজ সেমিফাইনাল সম্পর্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মন্তব্য, "রজার ও রাফা'র মতো খেলোয়াড়দের বিরুদ্ধে খেলেই আজ আমি এখানে পৌঁছেছি ৷"