ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেন: হাইভোল্টেজ সেমিফাইনালে রজার বনাম জোকার - Roger Federer

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে অচেনা প্রতিপক্ষ অ্যামেরিকার টেনিস স্যান্ডগ্রেনের বিরুদ্ধে লড়ে জিতলেন রজার ৷ অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জকোভিচ মিলোস রাওনিককে তিন সেটের ম্যাচে 6-4, 6-3, 7-6 (1) হারিয়ে দেন ৷

Roger Federer vs Novak Djokovic
রজার বনাম জকোভিচ
author img

By

Published : Jan 28, 2020, 11:45 PM IST

মেলবোর্ন, 28 জানুয়ারি: এমন একটা খবরের অপেক্ষাতেই ছিল টেনিসপ্রেমীরা ৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম সেমিফাইনাল সেই সুযোগই এনে দিল ৷ আগামী বৃহস্পতিবার রড লেভার এরিনায় মুখোমুখি হচ্ছেন রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ ৷ গত বছরের উইম্বলডন ফাইনালের পর টেনিস বিশ্বের এই দুই মহারথীর লড়াই দেখার জন্য মুখিয়ে টেনিস ভক্তরা ৷

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে অচেনা প্রতিপক্ষ অ্যামেরিকার টেনিস স্যান্ডগ্রেনের বিরুদ্ধে লড়ে জিতলেন রজার ৷ প্রথম সেট (6-3) জয়ের পর পরের দ্বিতীয় ও তৃতীয় সেট (2-6, 2-6) হেরে মেলবোর্ন পার্কের দর্শকদের কপালে ভাঁজ ফেলেছিলেন সুইস কিংবদন্তি ৷ খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালেন পরের সেটে ৷ 6-3 গেমে পঞ্চম সেট জয়ের আগে চতুর্থ সেটে (7-6 (8) সাত ম্যাচ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ বের করে নেন ৷ এই জয়ের পর রজারের মন্তব্য, "কখনও কখনও ভাগ্যেরও প্রয়োজন পড়ে ৷ আজ আমার ভাগ্য সত্যিই ভাল ছিল ৷"

অন্যদিকে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জকোভিচ মিলোস রাওনিককে তিন সেটের ম্যাচে 6-4, 6-3, 7-6 (1) হারালেন ৷ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে একদিন আগেই মৃত বন্ধু তথা মেন্টর কোবে ব্রায়ান্টকে স্মরণ করে চোখের জল ফেলতে দেখা গেল সার্ব তারকাকে ৷ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল হারেননি জকোভিচ ৷ যদিও বিপক্ষ রজার ফেডেরারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে তাঁর ৷ বৃহস্পতিবারের হাইভোল্টেজ সেমিফাইনাল সম্পর্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মন্তব্য, "রজার ও রাফা'র মতো খেলোয়াড়দের বিরুদ্ধে খেলেই আজ আমি এখানে পৌঁছেছি ৷"

মেলবোর্ন, 28 জানুয়ারি: এমন একটা খবরের অপেক্ষাতেই ছিল টেনিসপ্রেমীরা ৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম সেমিফাইনাল সেই সুযোগই এনে দিল ৷ আগামী বৃহস্পতিবার রড লেভার এরিনায় মুখোমুখি হচ্ছেন রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ ৷ গত বছরের উইম্বলডন ফাইনালের পর টেনিস বিশ্বের এই দুই মহারথীর লড়াই দেখার জন্য মুখিয়ে টেনিস ভক্তরা ৷

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে অচেনা প্রতিপক্ষ অ্যামেরিকার টেনিস স্যান্ডগ্রেনের বিরুদ্ধে লড়ে জিতলেন রজার ৷ প্রথম সেট (6-3) জয়ের পর পরের দ্বিতীয় ও তৃতীয় সেট (2-6, 2-6) হেরে মেলবোর্ন পার্কের দর্শকদের কপালে ভাঁজ ফেলেছিলেন সুইস কিংবদন্তি ৷ খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালেন পরের সেটে ৷ 6-3 গেমে পঞ্চম সেট জয়ের আগে চতুর্থ সেটে (7-6 (8) সাত ম্যাচ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ বের করে নেন ৷ এই জয়ের পর রজারের মন্তব্য, "কখনও কখনও ভাগ্যেরও প্রয়োজন পড়ে ৷ আজ আমার ভাগ্য সত্যিই ভাল ছিল ৷"

অন্যদিকে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জকোভিচ মিলোস রাওনিককে তিন সেটের ম্যাচে 6-4, 6-3, 7-6 (1) হারালেন ৷ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে একদিন আগেই মৃত বন্ধু তথা মেন্টর কোবে ব্রায়ান্টকে স্মরণ করে চোখের জল ফেলতে দেখা গেল সার্ব তারকাকে ৷ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল হারেননি জকোভিচ ৷ যদিও বিপক্ষ রজার ফেডেরারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে তাঁর ৷ বৃহস্পতিবারের হাইভোল্টেজ সেমিফাইনাল সম্পর্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মন্তব্য, "রজার ও রাফা'র মতো খেলোয়াড়দের বিরুদ্ধে খেলেই আজ আমি এখানে পৌঁছেছি ৷"

Ranchi (Jharkhand), Jan 28 (ANI): Tableau, band display and parade program had been held at the Raj Bhavan on the occasion of 71st Republic Day. The event was attended by state Governor Draupadi Murmu and Chief Minister Hemant Soren. The Rhythmic and disciplined performance of the bands mesmerised the audience. In Tableau program Small Scale Industry came in first position followed by Art and Culture Department in second and Information and Public Relations Department came in the third place. Teams of Tableau and band display were also awarded by the Governor.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.