ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি মারে - অস্ট্রেলিয়ান ওপেন 2021

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য মেলবোর্নের বিমান ধরার ঠিক আগে মারের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷

Andy Murray withdraws from 2021 Australian Open
Andy Murray withdraws from 2021 Australian Open
author img

By

Published : Jan 23, 2021, 12:53 PM IST

মেলবোর্ন, 23 জানুয়ারি : অস্ট্রেলিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে ৷ কিছুদিন আগেই কোরোনা আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ সুস্থ হয়ে উঠলেও কিছুটা বাধ্য হয়েই মেলবোর্ন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য মেলবোর্নের বিমান ধরার ঠিক আগে মারের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ নিজের লন্ডনের বাড়িতেই সেলফ আইসোলেশনে ছিলেন তিনি ৷ সুস্থও হয়ে উঠেছেন ৷ কিন্তু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি ৷ আর এখন মেলবোর্নে গিয়ে কোয়ারানটিন পর্ব কাটিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয় ৷ তাই ইচ্ছে থাকলেও এবারের মতো মেলবোর্নে অংশগ্রহণ করতে পারবেন না তিনি ৷

আরও পড়ুন : অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুললেন ফেডেরার, ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারের

ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে 33 বছরের অ্যান্ড মারেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল টেনিস অস্ট্রেলিয়া ৷ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি মারে ৷ 2010, 2011, 2013, 2015 এবং 2016 সালে রানার্স হন তিনি ৷ এর আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার।

মেলবোর্ন, 23 জানুয়ারি : অস্ট্রেলিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে ৷ কিছুদিন আগেই কোরোনা আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ সুস্থ হয়ে উঠলেও কিছুটা বাধ্য হয়েই মেলবোর্ন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি ৷

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য মেলবোর্নের বিমান ধরার ঠিক আগে মারের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ নিজের লন্ডনের বাড়িতেই সেলফ আইসোলেশনে ছিলেন তিনি ৷ সুস্থও হয়ে উঠেছেন ৷ কিন্তু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি ৷ আর এখন মেলবোর্নে গিয়ে কোয়ারানটিন পর্ব কাটিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয় ৷ তাই ইচ্ছে থাকলেও এবারের মতো মেলবোর্নে অংশগ্রহণ করতে পারবেন না তিনি ৷

আরও পড়ুন : অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুললেন ফেডেরার, ওয়াইল্ড কার্ড এন্ট্রি মারের

ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে 33 বছরের অ্যান্ড মারেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল টেনিস অস্ট্রেলিয়া ৷ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি মারে ৷ 2010, 2011, 2013, 2015 এবং 2016 সালে রানার্স হন তিনি ৷ এর আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.