দুবাই, 28 অক্টোবর : টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে দলের ক্রিকেটারদের সঙ্গে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'-এর প্রতিবাদ জানানো থেকে সরে এসেছিলেন কুইন্টন ডি'কক ৷ ফলে বোর্ডের শাস্তির মুখে পড়তে চলেছিলেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার ৷ তবে বৃহস্পতিবারই এর জন্য ক্ষমা চেয়ে নিলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ৷ একই সঙ্গে এবার থেকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে 'হাঁটু মুড়ে' প্রতিবাদ জানাবে বলেও বিবৃতি দিয়ে জানালেন ডি'কক ৷
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ডি'কক ইস্যুতে এর আগে বিজ্ঞপ্তি জারি করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছিল ৷ তবে বুধবার রাতে বোর্ডের সঙ্গে ডি'ককের বৈঠক সমস্যার সমাধান হয় ৷ নিজের অবস্থান থেকে সরে এসে ক্ষমা চেয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে 'হাঁটু মুড়ে' প্রতিবাদ জানাবেন বলে বিবৃতি দেন ডি'কক ৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে তাদের অফিসিয়াল টুইটারে সেই বিবৃতি তুলে ধরে ৷
-
Quinton de Kock statement 📝 pic.twitter.com/Vtje9yUCO6
— Cricket South Africa (@OfficialCSA) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Quinton de Kock statement 📝 pic.twitter.com/Vtje9yUCO6
— Cricket South Africa (@OfficialCSA) October 28, 2021Quinton de Kock statement 📝 pic.twitter.com/Vtje9yUCO6
— Cricket South Africa (@OfficialCSA) October 28, 2021
বিবৃতিতে তিনি জানান, "সতীর্থ ও ফ্য়ানেদের কাছে আমি জন্য ক্ষমা চাইছি। আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানিয়ে যদি অন্যদের সামান্য শিক্ষা দেওয়া যায়, তাহলে আমি সেটাই করব ৷ আমি এটা করে খুশি হব ৷" টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের প্রতিবাদে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে হাঁটু মুড়ে প্রতিবাদ জানানো থেকে সরে দাঁড়িয়েছিলেন ডি'কক ৷ এই ঘটনা বিতর্কের জন্ম দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটাসম্যান ৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রোটিয়াবাহিনী দাপটের সঙ্গে ম্যাচ জিতলেও কাঁটা হয়ে ছিল ডি'কক বিতর্ক ৷ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতি জারি করে বর্ণবিদ্বেষের প্রতিবাদে দলের ক্রিকেটারদের হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু দলের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের প্রত্য়েকেই হাঁটু মুড়ে প্রতিবাদ জানালেও ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেকে সেই প্রতিবাদ থেকে সরিয়ে রেখেছিলেন তারকা প্রোটিয়া ক্রিকেটার ৷
আরও পড়ুন :হাঁটু মুড়ে প্রতিবাদ না জানিয়ে শাস্তির মুখে ডি'কক !
ম্যাচের শেষে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "এই খবর আমাকে স্তম্ভিত করেছে। ডি'কক বড় ক্রিকেটার। অধিনায়ক হিসাবে এমন কিছুর মুখোমুখি হতে হবে ভাবিনি।" বৃহস্পতিবার এই ঘটনার জন্য় ক্ষমা চাইলেও ডি'ককের দাবি, বোর্ডের তরফে আগে খেলোয়াড়দের নিজের ইচ্ছা অনুযায়ী বিকল্প বাছাইয়ের সুযোগ দেওয়া হলেও ম্যাচের দিন কার্যত একপ্রকার জোর করেই সকলেই হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হয়, যা তিনি মেনে নিতে পারেননি। তিনি বলেন, "আমায় কী করতে হবে সেটা জবরদস্তি চাপিয়ে দেওয়ায় অর্থ আমার ব্যক্তিগত অধিকার খর্ব করা। তবে এ বিষয়ে আমার বোর্ডের সঙ্গেও কথা হয়েছে ৷ আমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছি। যদি আগে এভাবে বলা হত, তবে ম্যাচের দিন যা ঘটেছে, তা সহজেই এড়ানো যেত।"