ETV Bharat / sports

T20 World Cup : কিউয়িদের কাছে হার, সেমিফাইনালের রাস্তা কঠিন ভারতের - বিরাট কোহলি

2019 ওয়ান ডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও কিউয়িদের কাছে হারল কোহলি অ্যান্ড কোং ৷ সেই সঙ্গে বিরাটদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল ৷

T20 World Cup
কিউয়িদের কাছে হার, সেমিফাইনালের রাস্তা কঠিন ভারতের
author img

By

Published : Oct 31, 2021, 10:26 PM IST

Updated : Oct 31, 2021, 10:55 PM IST

দুবাই, 31 অক্টোবর : টি-20 বিশ্বকাপে কিউয়ি গাঁট খুলতে পারল না টিম ইন্ডিয়া ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হারের ধারা অব্যাহত কোহলিদের ৷ 2019 ওয়ান ডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও কিউয়িদের কাছে হারল কোহলি অ্যান্ড কোং ৷ সেই সঙ্গে বিরাটদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল ৷ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ার পর নিউজিল্যান্ডের কাছেও লজ্জাজনক হার ৷ এর ফলে সুপার 12-র দ্বিতীয় ম্যাচের পর গ্রুপ টু-তে পাঁচ নম্বরে রয়েছে ভারত ৷ আর গ্রুপের প্রথম তিন ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করেছে ফেলেছে পাকিস্তান ৷ প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে চার পয়েন্ট নিয়ে দু' নম্বরে রয়েছে আফগানিস্তান ৷ শুধু তাই নয়, স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান-রেটে অন্যদের অনেক পিছনে ফেলে দিয়েছেন মহম্মদ নবিরা ৷

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে 111 রান তাড়া করে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজল্যান্ড ৷ সেই সঙ্গে ক্যাপ্টেন উইলিয়ামসনের কাছে হারের হ্যাটট্রিক হয়ে গেল ক্যাপ্টেন কোহলির ৷ 2019 বিশ্বকাপ সেমিফাইনালের পর চলতি বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হারে কোহলির ভারত ৷ তারপর টি-20 বিশ্বকাপের সুপার 12-র লড়াইয়ে কিউয়িদের কাছে পর্যদুস্ত টিম কোহলি ৷

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরে দেশবাসীকে একরাশ লজ্জা 'উপহার' দিয়েছিল বিরাটবাহিনী ৷ দ্বিতীয় ম্যাচে কিউয়িদের কাছে হার প্রথম টি-20 বিশ্বচ্যাম্পিয়নদের ৷ টানা দু'ম্যাচ হেরে শেষ চারে ওঠার রাস্তা আরও কঠিন হল বিরাটদের ৷ এদিন কিউয়িদের কাছে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত ৷ সূর্যকুমার যাদবকে বসিয়ে এদিন ঈশান কিষানকে খেলিয়েও কোনও লাভ হয়নি ৷ 8 বলে মাত্র 4 রান করে ডাগ-আউটে ফেরেন ঈশান ৷ রোহিত তিন ও বিরাট চার নম্বরে নেমেও বড় রান আসেনি কারোর ব্যাট থেকে বড় রান আসেনি ৷ ভাইস-ক্যাপ্টেন রোহিতের অবদান 14 বলে 14 ৷ আর ক্যাপ্টেন কোহলির অবদান 17 বলে 9 ৷ হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ভারতীয় ইনিংসকে টেনে তোলার চেষ্টা করলেও লাভ হয়নি ৷ 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 110 রান তোলে ভারত ৷ সর্বোচ্চ 26 রান আসে জাদেজার ব্যাট থেকে ৷ 23 রান করেন হার্দিক ৷

কিউয়ি ব্যাটারদের বিরুদ্ধে এত অল্প রানের মূলধন নিয়ে জয়ের স্বপ্ন দেখা ছিল অলীক ৷ ভারতীয় বোলারদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করে 15 ওভারের আগেই ম্যাচ খতম করে দেন কিউয়ি ব্যাটাররা ৷ ডারলি মিচেল 35 বলে 49 রান করেন ৷ ক্যাপ্টেন উইলিয়ামসন 31 বলে 33 রানে অপরাজিত থেকে দলকে জেতান ৷ এর আগে 17 বলে 20 রান করে আউট হন মার্টিন গাপ্তিল ৷ কিউয়ি ইনিংসের দুটি উইকেটই নেন জসপ্রীত বুমরা ৷ বিরাটদের পরের ম্যাচ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৷

দুবাই, 31 অক্টোবর : টি-20 বিশ্বকাপে কিউয়ি গাঁট খুলতে পারল না টিম ইন্ডিয়া ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হারের ধারা অব্যাহত কোহলিদের ৷ 2019 ওয়ান ডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও কিউয়িদের কাছে হারল কোহলি অ্যান্ড কোং ৷ সেই সঙ্গে বিরাটদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল ৷ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ার পর নিউজিল্যান্ডের কাছেও লজ্জাজনক হার ৷ এর ফলে সুপার 12-র দ্বিতীয় ম্যাচের পর গ্রুপ টু-তে পাঁচ নম্বরে রয়েছে ভারত ৷ আর গ্রুপের প্রথম তিন ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করেছে ফেলেছে পাকিস্তান ৷ প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে চার পয়েন্ট নিয়ে দু' নম্বরে রয়েছে আফগানিস্তান ৷ শুধু তাই নয়, স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান-রেটে অন্যদের অনেক পিছনে ফেলে দিয়েছেন মহম্মদ নবিরা ৷

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে 111 রান তাড়া করে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজল্যান্ড ৷ সেই সঙ্গে ক্যাপ্টেন উইলিয়ামসনের কাছে হারের হ্যাটট্রিক হয়ে গেল ক্যাপ্টেন কোহলির ৷ 2019 বিশ্বকাপ সেমিফাইনালের পর চলতি বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হারে কোহলির ভারত ৷ তারপর টি-20 বিশ্বকাপের সুপার 12-র লড়াইয়ে কিউয়িদের কাছে পর্যদুস্ত টিম কোহলি ৷

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরে দেশবাসীকে একরাশ লজ্জা 'উপহার' দিয়েছিল বিরাটবাহিনী ৷ দ্বিতীয় ম্যাচে কিউয়িদের কাছে হার প্রথম টি-20 বিশ্বচ্যাম্পিয়নদের ৷ টানা দু'ম্যাচ হেরে শেষ চারে ওঠার রাস্তা আরও কঠিন হল বিরাটদের ৷ এদিন কিউয়িদের কাছে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত ৷ সূর্যকুমার যাদবকে বসিয়ে এদিন ঈশান কিষানকে খেলিয়েও কোনও লাভ হয়নি ৷ 8 বলে মাত্র 4 রান করে ডাগ-আউটে ফেরেন ঈশান ৷ রোহিত তিন ও বিরাট চার নম্বরে নেমেও বড় রান আসেনি কারোর ব্যাট থেকে বড় রান আসেনি ৷ ভাইস-ক্যাপ্টেন রোহিতের অবদান 14 বলে 14 ৷ আর ক্যাপ্টেন কোহলির অবদান 17 বলে 9 ৷ হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ভারতীয় ইনিংসকে টেনে তোলার চেষ্টা করলেও লাভ হয়নি ৷ 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 110 রান তোলে ভারত ৷ সর্বোচ্চ 26 রান আসে জাদেজার ব্যাট থেকে ৷ 23 রান করেন হার্দিক ৷

কিউয়ি ব্যাটারদের বিরুদ্ধে এত অল্প রানের মূলধন নিয়ে জয়ের স্বপ্ন দেখা ছিল অলীক ৷ ভারতীয় বোলারদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করে 15 ওভারের আগেই ম্যাচ খতম করে দেন কিউয়ি ব্যাটাররা ৷ ডারলি মিচেল 35 বলে 49 রান করেন ৷ ক্যাপ্টেন উইলিয়ামসন 31 বলে 33 রানে অপরাজিত থেকে দলকে জেতান ৷ এর আগে 17 বলে 20 রান করে আউট হন মার্টিন গাপ্তিল ৷ কিউয়ি ইনিংসের দুটি উইকেটই নেন জসপ্রীত বুমরা ৷ বিরাটদের পরের ম্যাচ বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৷

Last Updated : Oct 31, 2021, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.