দুবাই, 12 নভেম্বর : ব্যাট হাতে রিজওয়ানের বল হাতে পাকিস্তানকে দারুণ শুরু দিয়েছিলেন আফ্রিদি ৷ ইনিংসের তৃতীয় ডেলিভারিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ডাগ-আউটে ফেরত পাঠান শাহিন আফ্রিদি ৷ ফিঞ্চ দ্রুত ফিরলেও চেনা ছন্দে ছিলেন ডেভিড ওয়ার্নার ৷ 30 বলে তিন ছক্কা ও তিনটি-চারের সাহায্যে 49 রান করে ডাগ-আউটে ফেরেন বাঁ-হাতি অজি ওপেনার ৷
মিচেল মার্শ 22 বলে 28 রান করে ওয়ার্নারকে সঙ্গ দেন ৷ কিন্তু দলের হাফ-সেঞ্চুরির পরই শাদাব খানের বলে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ এরপর স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান ৷ তবে মার্কাস স্টওনিসের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করেছে অস্ট্রেলিয়া ৷ তাতেই শেষরক্ষা হয় ৷ ম্যাথু এয়েডের দুরন্ত ব্যাটিংয়ে 6 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে ভরে নেয় অজি-বাহিনী ৷ 19 ওভারে আফ্রিদির বলে ওয়েডের ক্যাচ ফসকাতেই ম্যাচ ঘুরে যায় ৷ তাঁর পরপর তিনটি 6 মার ফলে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল যা তাই সম্ভব করে অস্ট্রেলিয়া ৷ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছয় অস্ট্রেলিয়া ৷ কঠিন সময়ে স্নায়ুর চাপ নিতে না পেরেই পর্যুদস্ত হতে হল বাবর আজমদের ৷ রবিবার দুবাইয়ে খেতাবের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন অ্যারন ফিঞ্চরা ৷
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ টস হেরে প্রথমে ব্যাট করলেও দারুণ শুরু করে পাকিস্তান ৷ পাওয়ার প্লে-তে 47 রান যোগ করেন দুই পাক ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ৷ 10 ওভারে প্রথম উইকেট হারানোর আগে স্কোর বোর্ডে 71 রান যোগ করেন দু'জনে ৷ ব্যক্তিগত 67 রানে ডাগ-আউটে ফেরার আগে পাকিস্তানকে বড় রানে পৌঁছে দিয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান ৷ 52 বলের ইনিংসে চারটি ছয় ও তিনটি বাউন্ডারি হাঁকান তিনি ৷
ক্যাপ্টেন বাবরের 39 রান করেন 34 বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৷ অজি বোলারদের বিরুদ্ধে বাররের থেকে এদিন বেশি আক্রমণাত্মক ছিলেন রিজওয়ান ৷ তবে রিজওয়ান আউট হওয়ার পর পাক ইনিংসের হাল ধরে ছিলেন জামান ৷ মাত্র 32 বলে চারটি ছয় ও তিনটি বাউন্ডারি-সহ 55 রান করে অপরাজিত ছিলেন তিনি ৷ মূলত তিন জনের ব্যাটে ভর করে 176 রান অবধি তুলেছিল পাকিস্তান ৷ তবে শেষরক্ষা হল না ৷
আরও পড়ুন : মিচেলের ব্যাটে মধুর প্রতিশোধ, ইংরেজদের হারিয়ে ফাইনালে নিউজিল্য়ান্ড
অজি বোলারদের মধ্যে সফল অ্যাডাম জাম্পা ৷ 4 ওভারে মাত্র 22 রান দিয়ে পাক অধিনায়েক উইকেট তুলে নেন অজি লেগ-স্পিনার ৷ প্যাট কামিন্স 4 ওভারে 30 রান দিয়ে একটি উইকেট নেন ৷ দুটি উইকেট নেন মিচেল স্টার্ক ৷ তবে জোস হ্যাজেলউডের বিরুদ্ধে বেশি আক্রমণাত্মক ছিলেন পাক ব্যাটাররা ৷ 4 ওভারে 49 রান খরচ করেও কোনও উইকেট পাননি হ্যাজেলউড ৷