ETV Bharat / sports

Bajrang Punia on Narco Test: কুস্তিগীররা নারকো টেস্টে প্রস্তুত, ব্রিজভূষণের চ্যালেঞ্জ গ্রহণ বজরং পুনিয়ার - Wrestling Federation of India

ব্রিজভূষণ শরণ সিংয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷ কুস্তিগীররা নারকো টেস্টে রাজি বলে জানালেন তিনি ৷ পাশাপাশি, ব্রিজভূষণকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷

Bajrang Punia on Narco Test ETV BHARAT
Bajrang Punia on Narco Test
author img

By

Published : May 22, 2023, 4:41 PM IST

নয়াদিল্লি, 22 মে: আন্দোলনকারী কুস্তিগীররা সকলে নারকো টেস্ট দিতে প্রস্তুত ৷ ব্রিজভূষণ শরণ সিং'য়ের চ্যালেঞ্জ গ্রহণ করে একথা জানালেন অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া ৷ কুস্তিগীররা আদৌ সত্যি বলছেন কী ? রবিবার এই প্রশ্ন তুলেছিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনে প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ অভিযোগকারী কুস্তিগীরদের নারকো টেস্ট করানোর জন্য চ্যালেঞ্জ করেছিলেন তিনি ৷

সোমবার ব্রিজভূষণ শরণ সিং'য়ের চ্যালেঞ্জ গ্রহণ করে পালটা জবাব দিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷ তিনি বলেন, ‘‘আমরা নারকো টেস্ট দিতে প্রস্তুত আছি ৷ তবে, সুপ্রিম কোর্টের নজরজারিতে তাঁকেও (ব্রিজভূষণ শরণ সিং) টেস্ট দিতে হবে ৷ আর পুরোটাই জাতীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে হবে ৷’’ শুধু তাই নয়, ব্রিজভূষণ সিংকে কী কী প্রশ্ন করা হচ্ছে, তা সবার জানা উচিত বলে মনে করেন বজরং পুনিয়া ৷ তিনি প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র তিনি এবং ভীনেশ ফোগত কেন ? যে সাতজন ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তাঁরাও প্রয়োজনে নারকো টেস্ট দেবেন ৷

উল্লেখ্য, রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন যৌন হেনস্তায় অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ তিনি দাবি করেন, ‘‘আমি নারকো টেস্ট, পলিগ্রাফি টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট দিতে প্রস্তুত ৷ তবে, আমার শর্ত ভীনেশ ফোগত এবং বজরং পুনিয়াকেও এই পরীক্ষা দিতে হবে ৷ যদি দুই কুস্তিগীর এতে রাজি থাকেন, তাহলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করুক ৷ আমি ওদের কথা দিচ্ছি, এই টেস্ট করাব ৷’’

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের

এ দিন ভীনেশ ফোগত অভিযোগ করেছেন, গত এক বছর ধরে তাঁদের সঙ্গে অবিচার হচ্ছে ৷ আর সেটা সমগ্র দেশের জানা উচিত ৷ তাঁরা অভিযোগ করেছেন, এক শ্রেণির সংবাদ মাধ্যম ব্রিজভূষণকে মহান হিসেবে দেখাচ্ছে ৷ এমনকী, তাঁদের উপর চাপ দেওয়া হচ্ছে, যাতে ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও কথা না বলেন ৷ ভীনেশ ফোগত জানিয়েছেন, 23 মে যন্তর মন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিল করবেন আন্দোলনকারীরা ৷

নয়াদিল্লি, 22 মে: আন্দোলনকারী কুস্তিগীররা সকলে নারকো টেস্ট দিতে প্রস্তুত ৷ ব্রিজভূষণ শরণ সিং'য়ের চ্যালেঞ্জ গ্রহণ করে একথা জানালেন অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া ৷ কুস্তিগীররা আদৌ সত্যি বলছেন কী ? রবিবার এই প্রশ্ন তুলেছিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনে প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ অভিযোগকারী কুস্তিগীরদের নারকো টেস্ট করানোর জন্য চ্যালেঞ্জ করেছিলেন তিনি ৷

সোমবার ব্রিজভূষণ শরণ সিং'য়ের চ্যালেঞ্জ গ্রহণ করে পালটা জবাব দিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া ৷ তিনি বলেন, ‘‘আমরা নারকো টেস্ট দিতে প্রস্তুত আছি ৷ তবে, সুপ্রিম কোর্টের নজরজারিতে তাঁকেও (ব্রিজভূষণ শরণ সিং) টেস্ট দিতে হবে ৷ আর পুরোটাই জাতীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে হবে ৷’’ শুধু তাই নয়, ব্রিজভূষণ সিংকে কী কী প্রশ্ন করা হচ্ছে, তা সবার জানা উচিত বলে মনে করেন বজরং পুনিয়া ৷ তিনি প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র তিনি এবং ভীনেশ ফোগত কেন ? যে সাতজন ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তাঁরাও প্রয়োজনে নারকো টেস্ট দেবেন ৷

উল্লেখ্য, রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন যৌন হেনস্তায় অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ তিনি দাবি করেন, ‘‘আমি নারকো টেস্ট, পলিগ্রাফি টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট দিতে প্রস্তুত ৷ তবে, আমার শর্ত ভীনেশ ফোগত এবং বজরং পুনিয়াকেও এই পরীক্ষা দিতে হবে ৷ যদি দুই কুস্তিগীর এতে রাজি থাকেন, তাহলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করুক ৷ আমি ওদের কথা দিচ্ছি, এই টেস্ট করাব ৷’’

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের

এ দিন ভীনেশ ফোগত অভিযোগ করেছেন, গত এক বছর ধরে তাঁদের সঙ্গে অবিচার হচ্ছে ৷ আর সেটা সমগ্র দেশের জানা উচিত ৷ তাঁরা অভিযোগ করেছেন, এক শ্রেণির সংবাদ মাধ্যম ব্রিজভূষণকে মহান হিসেবে দেখাচ্ছে ৷ এমনকী, তাঁদের উপর চাপ দেওয়া হচ্ছে, যাতে ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও কথা না বলেন ৷ ভীনেশ ফোগত জানিয়েছেন, 23 মে যন্তর মন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিল করবেন আন্দোলনকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.