ETV Bharat / sports

Sushil Kumar : 40 মিনিট লাগাতার মারধর সাগর ধনকড়কে, সুশীলদের চার্জশিটে উল্লেখ পুলিশের

কুস্তিগীর সাগর ধনকড় হত্যা মামলায় অভিযুক্ত সুশীল কুমার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশে ক্রাইম ব্রাঞ্চ ৷ যেখানে ঘটনার কথা উল্লেখ করে তার ভয়াবহতা আদালতের কাছে তুলে ধরা হয়েছে ৷

author img

By

Published : Aug 3, 2021, 6:32 PM IST

wrestler-murder-case-probe-reveals-victims-beaten-for-40-minutes-by-sushil-kumar-and others
Sushil Kumar : 40 মিনিট লাগাতার মারধর সাগর ধনকড়কে, চার্জশিটে উল্লেখ পুলিশের

নয়াদিল্লি, 3 অগস্ট : জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনকড় হত্যা মামলায় অলিম্পিকস পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ ৷ যেখানে বলা হয়েছে, সুশীল কুমার এবং তার সঙ্গীরা 30 থেকে 40 মিনিট ধরে লাঠি, হকি স্টিক, বেসবল ব্যাট দিয়ে সাগর ধনকড় এবং তাঁর 4 বন্ধুকে লাগাতার মারধর করেছিল ছাত্রাসাল স্টেডিয়ামের ভিতরে ৷ এক সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে গত 4 ও 5 মে রাতভর সাগর ধনকড়-এর উপর অত্যাচার চালায় প্রাক্তন অলিম্পিয়ান সুশীল কুমার ৷ পরবর্তী সময়ে হাসপাতালে সাগর ধনকড়-এর মৃত্যু হয় ৷

ওই চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে, সাগর ধনকড় এবং তাঁর 4 বন্ধুকে দু’টি আলাদা জায়গা থেকে ছাত্রাসাল স্টেডিয়ামে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল ৷ স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সুশীল কুমার এবং তার সঙ্গীরা স্টেডিয়ামের গেট ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল ৷ এমনকি নিরাপত্তারক্ষীদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুশীল কুমার ৷ চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সুশীল কুমার সহ অন্যান্যরা সাগর ধনকড় এবং তাঁর বন্ধুদের আটক করে রেখে নির্দয়ভাবে মারধর করেছে ৷ পুলিশের তরফে এক হাজার পাতার চার্জশিট পেশ করা হয়েছে ৷

আরও পড়ুন : Sushil Kumar : ম্যাচ দেখব, টিভি চাই ; জেলে বসে আবদার সুশীলের

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই মামলার তদন্ত করছে ৷ তদন্তকারী আধিকারিকরা উল্লেখ করেছে, অভিযুক্তদের কারও কারও কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷ যা দিয়ে সাগর ধনকড় এবং তাঁর বন্ধুদের ভয় দেখানো হয়েছিল ৷ তবে, সেখান থেকে এক আক্রান্ত পালাতে সফল হয় এবং তিনি পুলিশে খবর দেন ৷ ফলে বিষয়টি জানাজানি হয়ে যায় ৷ খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং পিসিআর ভ্যান স্টেডিয়ামে পৌঁছায় ৷ পুলিশের গাড়ির সাইরেন শুনে সুশীল কুমার এবং তার সঙ্গীরা গুরুতর আহত সাগর এবং তাঁর বন্ধু সোনুকে স্টেডিয়ামের বেসমেন্টে নিয়ে যায় ৷ এরপর নিজেরা সেখান থেকে পালিয়ে যায় ৷ পরে পুলিশ তল্লাশি চালিয়ে তাঁদের উদ্ধার করে ৷ কিন্তু, সাগর ধনকড়কে বাঁচানো যায়নি ৷

নয়াদিল্লি, 3 অগস্ট : জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনকড় হত্যা মামলায় অলিম্পিকস পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার এবং তার সঙ্গীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ ৷ যেখানে বলা হয়েছে, সুশীল কুমার এবং তার সঙ্গীরা 30 থেকে 40 মিনিট ধরে লাঠি, হকি স্টিক, বেসবল ব্যাট দিয়ে সাগর ধনকড় এবং তাঁর 4 বন্ধুকে লাগাতার মারধর করেছিল ছাত্রাসাল স্টেডিয়ামের ভিতরে ৷ এক সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে গত 4 ও 5 মে রাতভর সাগর ধনকড়-এর উপর অত্যাচার চালায় প্রাক্তন অলিম্পিয়ান সুশীল কুমার ৷ পরবর্তী সময়ে হাসপাতালে সাগর ধনকড়-এর মৃত্যু হয় ৷

ওই চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে, সাগর ধনকড় এবং তাঁর 4 বন্ধুকে দু’টি আলাদা জায়গা থেকে ছাত্রাসাল স্টেডিয়ামে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল ৷ স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সুশীল কুমার এবং তার সঙ্গীরা স্টেডিয়ামের গেট ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল ৷ এমনকি নিরাপত্তারক্ষীদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুশীল কুমার ৷ চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সুশীল কুমার সহ অন্যান্যরা সাগর ধনকড় এবং তাঁর বন্ধুদের আটক করে রেখে নির্দয়ভাবে মারধর করেছে ৷ পুলিশের তরফে এক হাজার পাতার চার্জশিট পেশ করা হয়েছে ৷

আরও পড়ুন : Sushil Kumar : ম্যাচ দেখব, টিভি চাই ; জেলে বসে আবদার সুশীলের

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই মামলার তদন্ত করছে ৷ তদন্তকারী আধিকারিকরা উল্লেখ করেছে, অভিযুক্তদের কারও কারও কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷ যা দিয়ে সাগর ধনকড় এবং তাঁর বন্ধুদের ভয় দেখানো হয়েছিল ৷ তবে, সেখান থেকে এক আক্রান্ত পালাতে সফল হয় এবং তিনি পুলিশে খবর দেন ৷ ফলে বিষয়টি জানাজানি হয়ে যায় ৷ খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং পিসিআর ভ্যান স্টেডিয়ামে পৌঁছায় ৷ পুলিশের গাড়ির সাইরেন শুনে সুশীল কুমার এবং তার সঙ্গীরা গুরুতর আহত সাগর এবং তাঁর বন্ধু সোনুকে স্টেডিয়ামের বেসমেন্টে নিয়ে যায় ৷ এরপর নিজেরা সেখান থেকে পালিয়ে যায় ৷ পরে পুলিশ তল্লাশি চালিয়ে তাঁদের উদ্ধার করে ৷ কিন্তু, সাগর ধনকড়কে বাঁচানো যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.