ETV Bharat / sports

Emiliano Martinez: তিলোত্তমায় পা-রেখে উচ্ছ্বসিত মার্তিনেজ ! অনুভূতি ব্যক্ত করলেন বিশ্বকাপজয়ী ফুটবলার - বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার

কলকাতায় পৌঁছলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ৷ আর তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে তাঁর অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ জানালেন কলকাতায় আসার কথা রাখতে পেরে, তিনি খুবই আনন্দিত ৷

Emiliano Martinez ETV BHARAT
Emiliano Martinez
author img

By

Published : Jul 3, 2023, 8:26 PM IST

কলকাতায় এসে পৌঁছালেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ

কলকাতা, 3 জুলাই: কলকাতায় পৌঁছলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ৷ দু'দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ সোমবার বিকেলে তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্তিনার সমর্থকদের উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল এ দিন ৷ মার্তিনেজ জানান, কলকাতা এসে তিনি আনন্দিত এবং খুবই উত্তেজিতবোধ করছেন ৷

তবে, আজ তাঁর আর কোনও বিশেষ কর্মসূচি নেই ৷ মঙ্গলবার থেকে শুরু হবে কলকাতা সফরে তাঁর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া ৷ আগামিকাল মিলন মেলা প্রাঙ্গণে দুপুরে একটি অনুষ্ঠানে নিজের গল্প শোনাবেন বিশ্বকাপজয়ী গোলকিপার ৷ বিকেলে মোহনবাগান মাঠে আসবেন এমিলিয়ানো মার্তিনেজ ৷ সেখানে তাঁর হাতে রুপোর তৈরি 'মোহনবাগান রত্ন' স্মারক তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি, পেলে-মারাদোনা-সোবার্সের নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন তিনি ৷ আর 5 জুলাই শ্রীভূমিতে সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এমিলিয়ানো ৷ সেখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তাঁর ৷

এ দিন কলকাতা বিমানবন্দরে নামার পর এমিলিয়ানো মার্তিনেজ বলেন, ‘‘এখানে এসে দারুণ লাগছে ৷ এটি একটি সুন্দর দেশ ৷ আমি খুবই আনন্দিত ৷ আমি এখানে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ তাই এখানে আমি আসতে পেরে খুব খুশি ৷’’ 5 জুলাই বেলা 11টায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মারাদোনার মূর্তিতে সম্মান জানাবেন মার্তিনেজ ৷ এরপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে একটি পেনাল্টি শুট-আউটে অংশ নেবেন তিনি ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফে তাঁকে একটি গোল্ডেন গ্লাভস উপহার দেওয়া হবে ৷ এমনটাই জানালেন রাজ্যের দমকলমন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সুজিত বসু ৷

আরও পড়ুন: মার্তিনেজ কেন পায়ে বিশ্বকাপের ট্যাটু করিয়েছেন জানেন ? উত্তর দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

অন্যদিকে, মোহনবাগান ক্লাবে মার্তিনেজের সংবর্ধনায় থাকবে একাধিক চমক ৷ ঐতিহ্যশালী 'মোহনবাগান রত্ন' স্মারক তুলে দেওয়া হবে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপারের হাতে ৷ মোহনবাগানের তরফে সংবর্ধনায় থাকবে 100 বছরের স্ট্যাম্প ও উত্তরীয় ৷ রবিবারই ক্লাব তাঁবুতে সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন সেকথা ৷ তবে, প্রতি বছর মোহনবাগান রত্ন হিসেবে যে সম্মান কোনও এক বিশেষ ব্যক্তিত্বে হাতে তুলে দেওয়া হয় ৷ সেটা প্রতি বছরের মতো 29 জুলাই ক্লাব তাঁবুতে দেওয়া হবে ৷ আর সেই সম্মান কে পাবেন, তা ঠিক করবে সংশ্লিষ্ট কমিটি ৷

কলকাতায় এসে পৌঁছালেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ

কলকাতা, 3 জুলাই: কলকাতায় পৌঁছলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ৷ দু'দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ সোমবার বিকেলে তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷ কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্তিনার সমর্থকদের উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল এ দিন ৷ মার্তিনেজ জানান, কলকাতা এসে তিনি আনন্দিত এবং খুবই উত্তেজিতবোধ করছেন ৷

তবে, আজ তাঁর আর কোনও বিশেষ কর্মসূচি নেই ৷ মঙ্গলবার থেকে শুরু হবে কলকাতা সফরে তাঁর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া ৷ আগামিকাল মিলন মেলা প্রাঙ্গণে দুপুরে একটি অনুষ্ঠানে নিজের গল্প শোনাবেন বিশ্বকাপজয়ী গোলকিপার ৷ বিকেলে মোহনবাগান মাঠে আসবেন এমিলিয়ানো মার্তিনেজ ৷ সেখানে তাঁর হাতে রুপোর তৈরি 'মোহনবাগান রত্ন' স্মারক তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি, পেলে-মারাদোনা-সোবার্সের নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন তিনি ৷ আর 5 জুলাই শ্রীভূমিতে সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এমিলিয়ানো ৷ সেখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তাঁর ৷

এ দিন কলকাতা বিমানবন্দরে নামার পর এমিলিয়ানো মার্তিনেজ বলেন, ‘‘এখানে এসে দারুণ লাগছে ৷ এটি একটি সুন্দর দেশ ৷ আমি খুবই আনন্দিত ৷ আমি এখানে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ তাই এখানে আমি আসতে পেরে খুব খুশি ৷’’ 5 জুলাই বেলা 11টায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মারাদোনার মূর্তিতে সম্মান জানাবেন মার্তিনেজ ৷ এরপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে একটি পেনাল্টি শুট-আউটে অংশ নেবেন তিনি ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফে তাঁকে একটি গোল্ডেন গ্লাভস উপহার দেওয়া হবে ৷ এমনটাই জানালেন রাজ্যের দমকলমন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সুজিত বসু ৷

আরও পড়ুন: মার্তিনেজ কেন পায়ে বিশ্বকাপের ট্যাটু করিয়েছেন জানেন ? উত্তর দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

অন্যদিকে, মোহনবাগান ক্লাবে মার্তিনেজের সংবর্ধনায় থাকবে একাধিক চমক ৷ ঐতিহ্যশালী 'মোহনবাগান রত্ন' স্মারক তুলে দেওয়া হবে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপারের হাতে ৷ মোহনবাগানের তরফে সংবর্ধনায় থাকবে 100 বছরের স্ট্যাম্প ও উত্তরীয় ৷ রবিবারই ক্লাব তাঁবুতে সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন সেকথা ৷ তবে, প্রতি বছর মোহনবাগান রত্ন হিসেবে যে সম্মান কোনও এক বিশেষ ব্যক্তিত্বে হাতে তুলে দেওয়া হয় ৷ সেটা প্রতি বছরের মতো 29 জুলাই ক্লাব তাঁবুতে দেওয়া হবে ৷ আর সেই সম্মান কে পাবেন, তা ঠিক করবে সংশ্লিষ্ট কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.