ETV Bharat / sports

Asian Games 2023: মহিলাদের হাত ধরে 100তম পদক! চিন তাইপেইকে হারিয়ে সোনা জিতল কবাডি দল - মহিলাদের হাত ধরে 100তম পদক

হ্যাংঝাউ এশিয়ান গেমসে সোনা পেল ভারতীয় মেয়েদের কবাডি দল ৷ প্রতিপক্ষ চিন তাইপেইকেই হারিয়ে দিলেন ভারতের মেয়েরা।

ETV Bharat
এশিয়াডে মহিলাদের কবাডি দল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 8:24 AM IST

Updated : Oct 7, 2023, 10:15 AM IST

হ্যাংঝাউ, 7 অক্টোবর: আজ ভারতের সোনার দিন ৷ ভারতের খেলার জগতে শনিবার দিনটি নানা কারণে বিশেষ হয়ে থাকবে। এশিয়াডে সোনা জিতে ইতিহাস গড়ল মেয়েদের কবাডি দল ৷ তারা প্রতিপক্ষ চিন তাইপেইকে পরাজিত করেছে ৷ অপরাজেয় দক্ষতা, অদম্য ধৈর্য, এবং দলের মধ্যে ঐক্য তাঁদের সাফল্যের চাবিকাঠি ৷ মেয়েদের কবাডি দলের সোনার পদক পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত হ্যাংঝাউ এশিয়ান গেমসে 100 তম পদকটি জিতল ৷ এর আগে কখনও এত সংখ্যক পদক আসেনি।

  • 🥇🇮🇳 𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐝𝐨𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧!

    Our Women's Kabaddi team has emerged victorious, defeating the Chinese Taipei team and securing the coveted Gold Medal 🥇🌟

    The unparalleled skill, tenacity, and teamwork of the women's team have brought glory to the nation🥳. And… pic.twitter.com/SG9Qq1rZzu

    — SAI Media (@Media_SAI) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার চিন তাইপেই বনাম ভারতের কবাডি ম্যাচে প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল ৷ চিন তাইপেই ভারতীয় কবাডি দলকে বেশ চাপেই রেখেছিল ৷ একটু এদিক ওদিক হলেই সোনা হাতছাড়া হয়ে যেত ৷ কিন্তু ভারতীয় দলের মেয়েরা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিল ৷ এটা যে কোনও খেলায় সাফল্যের অন্যতম একটি রহস্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2010 সালে প্রথম সোনা জেতে ভারতীয় মহিলা কবাডি দল ৷ এরপর 2014 সালের ইনচিওনে ফের এশিয়ান গেমসে সোনা জিতেছিল কবাডি দল ৷ তবে মাঝে 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে ছন্দপতন হয় ৷ সেবার রূপো পেয়েছিল ভারত ৷ এবার হ্যাংঝাউতে এশিয়ান গেমসে ফের সোনা আনল মহিলাদের কবাডি দল ৷

  • AND THAT IS MEDAL #100 FOR 🇮🇳!!!

    HISTORY IS MADE AS INDIA GETS ITS 100 MEDAL AT THE ASIAN GAMES 2022!

    This is a testament to the power of dreams, dedication, and teamwork of our athletes involved in the achievement of #TEAMINDIA!

    Let this achievement inspire generations to… pic.twitter.com/EuBQpvvVQ3

    — SAI Media (@Media_SAI) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইসঙ্গে আজ তিরন্দাজিতে মেয়েদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা ৷ অন্যদিকে, পুরুষদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে সোনা জিতেছেন ওজাস দেওতালে ৷ আর মেয়েদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে ব্রোঞ্জ পেয়েছেন অদিতি স্বামী ৷ এদিকে পুরুষদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে রূপো পেয়েছেন অভিষেক বার্মা ৷ তিরন্দাজিতে পাঁচটি বিভাগেই সোনা পেয়েছে ভারত ৷

আরও পড়ুন: ফের তিরন্দাজিতে সোনা জ্যোতি-ওজাসের, ব্রোঞ্জ পেলেন অদিতি

হ্যাংঝাউ, 7 অক্টোবর: আজ ভারতের সোনার দিন ৷ ভারতের খেলার জগতে শনিবার দিনটি নানা কারণে বিশেষ হয়ে থাকবে। এশিয়াডে সোনা জিতে ইতিহাস গড়ল মেয়েদের কবাডি দল ৷ তারা প্রতিপক্ষ চিন তাইপেইকে পরাজিত করেছে ৷ অপরাজেয় দক্ষতা, অদম্য ধৈর্য, এবং দলের মধ্যে ঐক্য তাঁদের সাফল্যের চাবিকাঠি ৷ মেয়েদের কবাডি দলের সোনার পদক পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত হ্যাংঝাউ এশিয়ান গেমসে 100 তম পদকটি জিতল ৷ এর আগে কখনও এত সংখ্যক পদক আসেনি।

  • 🥇🇮🇳 𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐝𝐨𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧!

    Our Women's Kabaddi team has emerged victorious, defeating the Chinese Taipei team and securing the coveted Gold Medal 🥇🌟

    The unparalleled skill, tenacity, and teamwork of the women's team have brought glory to the nation🥳. And… pic.twitter.com/SG9Qq1rZzu

    — SAI Media (@Media_SAI) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার চিন তাইপেই বনাম ভারতের কবাডি ম্যাচে প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল ৷ চিন তাইপেই ভারতীয় কবাডি দলকে বেশ চাপেই রেখেছিল ৷ একটু এদিক ওদিক হলেই সোনা হাতছাড়া হয়ে যেত ৷ কিন্তু ভারতীয় দলের মেয়েরা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিল ৷ এটা যে কোনও খেলায় সাফল্যের অন্যতম একটি রহস্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2010 সালে প্রথম সোনা জেতে ভারতীয় মহিলা কবাডি দল ৷ এরপর 2014 সালের ইনচিওনে ফের এশিয়ান গেমসে সোনা জিতেছিল কবাডি দল ৷ তবে মাঝে 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে ছন্দপতন হয় ৷ সেবার রূপো পেয়েছিল ভারত ৷ এবার হ্যাংঝাউতে এশিয়ান গেমসে ফের সোনা আনল মহিলাদের কবাডি দল ৷

  • AND THAT IS MEDAL #100 FOR 🇮🇳!!!

    HISTORY IS MADE AS INDIA GETS ITS 100 MEDAL AT THE ASIAN GAMES 2022!

    This is a testament to the power of dreams, dedication, and teamwork of our athletes involved in the achievement of #TEAMINDIA!

    Let this achievement inspire generations to… pic.twitter.com/EuBQpvvVQ3

    — SAI Media (@Media_SAI) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একইসঙ্গে আজ তিরন্দাজিতে মেয়েদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা ৷ অন্যদিকে, পুরুষদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে সোনা জিতেছেন ওজাস দেওতালে ৷ আর মেয়েদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে ব্রোঞ্জ পেয়েছেন অদিতি স্বামী ৷ এদিকে পুরুষদের কম্পাউন্ড ইনডিভিজুয়ালে রূপো পেয়েছেন অভিষেক বার্মা ৷ তিরন্দাজিতে পাঁচটি বিভাগেই সোনা পেয়েছে ভারত ৷

আরও পড়ুন: ফের তিরন্দাজিতে সোনা জ্যোতি-ওজাসের, ব্রোঞ্জ পেলেন অদিতি

Last Updated : Oct 7, 2023, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.