ETV Bharat / sports

Lionel Messi: 'ভাগ্যের চাকার স্টিয়ারিংটা নিজের হাতেই রাখতে চেয়েছিলাম', বার্সায় না-ফেরা প্রসঙ্গে বললেন মেসি - লিওনেল আন্দ্রেস মেসি

13 বছর বয়স থেকে যে ক্লাব তাঁর ভারণপোষণ করেছে, সেই ক্লাবে প্রত্যাবর্তন না-করা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিয়ো স্পোর্টস এবং মুন্ডা ডিপোর্টিভো'র কাছে তাঁর অবস্থান স্পষ্ট করলেন লিওনেল আন্দ্রেস মেসি ৷

Lionel Messi
বার্সায় না ফেরা প্রসঙ্গে যা বললেন মেসি
author img

By

Published : Jun 8, 2023, 12:34 PM IST

হায়দরাবাদ, 8 জুন: ফুটবলজীবনের সায়াহ্নে পৌঁছে তিনি আর চান না অন্য কারও অঙ্গুলিহেলনে চলতে ৷ তিনি চান না তাঁর ভাগ্যের চাকাটা অন্য কেউ ঘোরাক ৷ ঠিক সে কারণেই আর বার্সেলোনা নয়, তিনি বেছে নিয়েছেন ইন্টার মিয়ামিকে ৷ 13 বছর বয়স থেকে যে ক্লাব তাঁর ভারণপোষণ করেছে, সেই ক্লাবে প্রত্যাবর্তন না-করা নিয়ে এমনটাই জানালেন লিওনেল আন্দ্রেস মেসি ৷

তাহলে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতেই কেন ? শুধুই আর্থিক কারণে ? মেসি সেই তত্ত্বেও সিলমোহর দিতে নারাজ ৷ 'ফুটবলের বরপুত্র' বলছেন কেবল টাকার কথা ভাবলে যুক্তরাষ্ট্র নয়, ক্লাব ফুটবলে তাঁর নয়া ঠিকানা হত আল হিলালের মতো সৌদির কোনও ক্লাব ৷ তাহলে ইউরোপিয়ান ফুটবলের হাজার ওয়াটের আলো ছেড়ে মিয়ামি কেন ?

মেজর লিগ সকারে যোগদান প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর স্প্যানিশ সংবাদমাধ্যমকে বিশ্বজয়ী মহাতারকা বলেন, "বিশ্বকাপ জয়ের পর ফুটবলজীবনটা বেশ খানিকটা বদলে গিয়েছে ৷ এখন আর আমার পক্ষে বার্সেলোনায় ফেরাও সম্ভব নয় ৷ তাই ফুটবল নিয়ে এখন একটু অন্যভাবে বাঁচতে চাই ৷ একেকটা দিনকে সামনে রেখে আমি ফুটবলটা এখন উপভোগ করতে চাই ৷" বেকসের ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে সাতবারের ব্যালন ডি'অর জয়ী বলছেন, "অর্থই যদি সব হত তবে আমি সৌদি আরবেই যেতাম কিংবা অন্য কোথাও ৷ তাই আমার এই সিদ্ধান্তটা সম্পূর্ণ অন্য কারণে, অর্থের জন্য নয় ৷"

আরও পড়ুন: প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন মেসি, আর্জেন্তাইন মহাতারকা এবার ইন্টার মিয়ামিতে

যে ক্লাব তাঁকে মেসি নামে বিশ্ববরেণ্য করেছে, যে ক্লাবের জার্সিতে ভূরি-ভূরি মণিমানিক্য; সেই বার্সায় ফেরার ইচ্ছে হয়নি ? উত্তরে 'গ্রেটেস্ট অফ অল টাইম' বলছেন, "আমি সত্যিই ফিরতে চেয়েছিলাম ৷ সুপ্ত বাসনা একটা ছিল ৷ কিন্তু দু'বছর আগে সেখানে যা হয়েছিল আমার সঙ্গে, আমি তার পুনরাবৃত্তি চাই না ৷ আমি চাই না আমার ভাগ্যের চাকা অন্য কারও হাতে থাকুক ৷"

হায়দরাবাদ, 8 জুন: ফুটবলজীবনের সায়াহ্নে পৌঁছে তিনি আর চান না অন্য কারও অঙ্গুলিহেলনে চলতে ৷ তিনি চান না তাঁর ভাগ্যের চাকাটা অন্য কেউ ঘোরাক ৷ ঠিক সে কারণেই আর বার্সেলোনা নয়, তিনি বেছে নিয়েছেন ইন্টার মিয়ামিকে ৷ 13 বছর বয়স থেকে যে ক্লাব তাঁর ভারণপোষণ করেছে, সেই ক্লাবে প্রত্যাবর্তন না-করা নিয়ে এমনটাই জানালেন লিওনেল আন্দ্রেস মেসি ৷

তাহলে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতেই কেন ? শুধুই আর্থিক কারণে ? মেসি সেই তত্ত্বেও সিলমোহর দিতে নারাজ ৷ 'ফুটবলের বরপুত্র' বলছেন কেবল টাকার কথা ভাবলে যুক্তরাষ্ট্র নয়, ক্লাব ফুটবলে তাঁর নয়া ঠিকানা হত আল হিলালের মতো সৌদির কোনও ক্লাব ৷ তাহলে ইউরোপিয়ান ফুটবলের হাজার ওয়াটের আলো ছেড়ে মিয়ামি কেন ?

মেজর লিগ সকারে যোগদান প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর স্প্যানিশ সংবাদমাধ্যমকে বিশ্বজয়ী মহাতারকা বলেন, "বিশ্বকাপ জয়ের পর ফুটবলজীবনটা বেশ খানিকটা বদলে গিয়েছে ৷ এখন আর আমার পক্ষে বার্সেলোনায় ফেরাও সম্ভব নয় ৷ তাই ফুটবল নিয়ে এখন একটু অন্যভাবে বাঁচতে চাই ৷ একেকটা দিনকে সামনে রেখে আমি ফুটবলটা এখন উপভোগ করতে চাই ৷" বেকসের ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে সাতবারের ব্যালন ডি'অর জয়ী বলছেন, "অর্থই যদি সব হত তবে আমি সৌদি আরবেই যেতাম কিংবা অন্য কোথাও ৷ তাই আমার এই সিদ্ধান্তটা সম্পূর্ণ অন্য কারণে, অর্থের জন্য নয় ৷"

আরও পড়ুন: প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন মেসি, আর্জেন্তাইন মহাতারকা এবার ইন্টার মিয়ামিতে

যে ক্লাব তাঁকে মেসি নামে বিশ্ববরেণ্য করেছে, যে ক্লাবের জার্সিতে ভূরি-ভূরি মণিমানিক্য; সেই বার্সায় ফেরার ইচ্ছে হয়নি ? উত্তরে 'গ্রেটেস্ট অফ অল টাইম' বলছেন, "আমি সত্যিই ফিরতে চেয়েছিলাম ৷ সুপ্ত বাসনা একটা ছিল ৷ কিন্তু দু'বছর আগে সেখানে যা হয়েছিল আমার সঙ্গে, আমি তার পুনরাবৃত্তি চাই না ৷ আমি চাই না আমার ভাগ্যের চাকা অন্য কারও হাতে থাকুক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.