ETV Bharat / sports

Vinesh Phogat-Bajrang Punia: 'কুস্তির জন্য জীবন দিয়েছি, কোনও ভুল করিনি', অবস্থানে অনড় ভিনেশ-বজরংয়ের - Vinesh Phogat and Bajrang Punia News

সামাজিক মাধ্যমে নিজেদের কথা বললেন এশিয়ান গেমসে যাওয়া দুই কুস্তিগীর ৷ ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে যাওয়া নিয়ে ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া জানালেন, তাঁরা কোনও অন্যায় করেননি ৷ 20 বছর ধরে পরিশ্রম করে চলেছেন ৷ তাঁরা তাঁদের অধিকারের জন্যই লড়ছেন ৷

ETV Bharat
ভিনেশ ভোগট ও বজরং পুনিয়া
author img

By

Published : Jul 25, 2023, 11:25 AM IST

নয়াদিল্লি, 25 জুলাই: "আমরা কোনও ভুল করিনি", নীরবতা ভেঙে বললেন কুস্তিগীর ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া ৷ কোনও ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন এই দুই কুস্তিগীর ৷ সোমবার সামাজিক মাধ্যমে একটি যৌথ অধিবেশনে ভিনেশ অকপটে বলেন, "আমরা ট্রায়ালের বিরুদ্ধে নই ৷" তিনি আরও জানান, কুস্তিগীর অন্তিম ফাঙ্গাল তাঁদের থেকে অনেক ছোট ৷ তাঁর বিরুদ্ধে দু'জনের কোনও অভিযোগ নেই ৷

ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্রের বিরুদ্ধে আইওএ-র সভাপতি পিটি ঊষা এবং অ্যাড-হক প্যানেলের প্রধান ভূপেন্দর সিং বাজওয়া কাছে আবেদন জানিয়েছিলেন কুস্তিগীরদের পরিবার-সহ মোট 150 জন ৷ এদিকে ট্রায়াল ছাড়া ভিনেশ-বজরংয়ের এশিয়ান গেমসে যাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কুস্তিগীর মহলে ৷ 19 জুলাই কুস্তিগীর অন্তিম ফাঙ্গাল একটি ভিডিয়ো বার্তায় প্রশ্ন করেন, কী ভাবে ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া সরাসরি 2023 সালের এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন ? তার আগে অন্তিম ও সুজিত কালকাল এ বিষয়ে দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছিলেন ৷ তবে শনিবার আদালত তাঁদের আবেদন খারিজ করে দেয় ৷

আরও পড়ুন: এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশ-বজরং-কে ছাড়ের বিরুদ্ধে প্রতিবাদ পৌঁছল আইওএ-র দরজায়

এতদিন এই সমালোচনা নিয়ে কোনও মন্তব্য করেননি ভিনেশ ও বজরং ৷ শনিবার ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন অ্যাড-হক কমিটির প্রধান ভূপেন্দর সিং বাজওয়া নিশ্চিত করেন, কুস্তিগীর ফোগট এবং বজরং পুনিয়া কোনও ট্রায়াল ছাড়াই দেশের হয়ে এশিয়ান গেমসে অংশ নেবেন ৷ এটা আইওএ কমিটির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷

তারপর সোমবার ভিনেশ ও বজরং সামাজিক মাধ্যমে একটি যৌথ সেশন করেন ৷ এদিন মহিলা কুস্তিগীর ভিনেশ বলেন, "আমরা ট্রায়ালের বিরুদ্ধে নই ৷ আমরা অন্তিমের বিরুদ্ধে কোনও অভিযোগ করছি না ৷ তিনি তাঁর জায়গায় ঠিক ৷ তিনি যেমন তাঁর অধিকারের জন্য লড়ছেন, আমরাও তাই করছি ৷ কিন্তু আমরা কোনও ভুল করিনি ৷" ভিনেশ আরও জানান, 20 বছর ধরে তাঁরা কুস্তির জন্য কঠিন পরিশ্রম করেছেন ৷ ভিনেশের সঙ্গী কুস্তিগীর বজরং পুনিয়া অন্তিমের উদ্দেশ্যে বলেন, "কয়েকজন বলছে, 3-4 জন কুস্তিগীর ভিনেশকে হারিয়ে দিতে পারেন ৷ কিন্তু অন্তিম, ভিনেশকে এখনও পর্যন্ত কেউ পরাজিত করতে পারেননি ৷ ভবিষ্যতেও তা হবে না ৷"

শনিবার অ্যাড-হক কমিটির সদস্য ভূপেন্দর সিং বাজওয়া বলেন, "আমাদের নীতি অনুযায়ী আমরা ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে যাওয়ার অনুমতি দিয়েছি ৷ ভালো খেলোয়াড়রা যাতে কোনও ভাবে আহত না-হন, তার জন্য তাঁদের এই ছাড়পত্র দেওয়া যেতেই পারে ৷ এতে কোনও ভুল নেই ৷ এটা আমাদের নীতি মেনেই দেওয়া হয়েছে ৷" এবার চিনের হাংঝোউতে এশিয়ান গেমস হবে 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত ৷

আরও পড়ুন: রাস্তায় আর আন্দোলন নয়, যা হবে কোর্টে ; জানিয়ে সোশাল মিডিয়া থেকে বিরতি কুস্তিগীরদের

উল্লেখ্য, কোনও ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন মেডেল জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া ৷ এদিকে দেশের রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা ও মেয়ে কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ আন্দোলনে নেমেছিলেন জাতীয় স্তরের কুস্তিগীররা ৷ বিজেপি সাংসদ ব্রিজভূষণের পদত্যাগের দাবিতে আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এই দুই কুস্তিগীর ৷ সেই আন্দোলনও মাঝপথে থমকে গিয়েছে ৷

নয়াদিল্লি, 25 জুলাই: "আমরা কোনও ভুল করিনি", নীরবতা ভেঙে বললেন কুস্তিগীর ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া ৷ কোনও ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র নিয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন এই দুই কুস্তিগীর ৷ সোমবার সামাজিক মাধ্যমে একটি যৌথ অধিবেশনে ভিনেশ অকপটে বলেন, "আমরা ট্রায়ালের বিরুদ্ধে নই ৷" তিনি আরও জানান, কুস্তিগীর অন্তিম ফাঙ্গাল তাঁদের থেকে অনেক ছোট ৷ তাঁর বিরুদ্ধে দু'জনের কোনও অভিযোগ নেই ৷

ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্রের বিরুদ্ধে আইওএ-র সভাপতি পিটি ঊষা এবং অ্যাড-হক প্যানেলের প্রধান ভূপেন্দর সিং বাজওয়া কাছে আবেদন জানিয়েছিলেন কুস্তিগীরদের পরিবার-সহ মোট 150 জন ৷ এদিকে ট্রায়াল ছাড়া ভিনেশ-বজরংয়ের এশিয়ান গেমসে যাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কুস্তিগীর মহলে ৷ 19 জুলাই কুস্তিগীর অন্তিম ফাঙ্গাল একটি ভিডিয়ো বার্তায় প্রশ্ন করেন, কী ভাবে ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া সরাসরি 2023 সালের এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন ? তার আগে অন্তিম ও সুজিত কালকাল এ বিষয়ে দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছিলেন ৷ তবে শনিবার আদালত তাঁদের আবেদন খারিজ করে দেয় ৷

আরও পড়ুন: এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশ-বজরং-কে ছাড়ের বিরুদ্ধে প্রতিবাদ পৌঁছল আইওএ-র দরজায়

এতদিন এই সমালোচনা নিয়ে কোনও মন্তব্য করেননি ভিনেশ ও বজরং ৷ শনিবার ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন অ্যাড-হক কমিটির প্রধান ভূপেন্দর সিং বাজওয়া নিশ্চিত করেন, কুস্তিগীর ফোগট এবং বজরং পুনিয়া কোনও ট্রায়াল ছাড়াই দেশের হয়ে এশিয়ান গেমসে অংশ নেবেন ৷ এটা আইওএ কমিটির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৷

তারপর সোমবার ভিনেশ ও বজরং সামাজিক মাধ্যমে একটি যৌথ সেশন করেন ৷ এদিন মহিলা কুস্তিগীর ভিনেশ বলেন, "আমরা ট্রায়ালের বিরুদ্ধে নই ৷ আমরা অন্তিমের বিরুদ্ধে কোনও অভিযোগ করছি না ৷ তিনি তাঁর জায়গায় ঠিক ৷ তিনি যেমন তাঁর অধিকারের জন্য লড়ছেন, আমরাও তাই করছি ৷ কিন্তু আমরা কোনও ভুল করিনি ৷" ভিনেশ আরও জানান, 20 বছর ধরে তাঁরা কুস্তির জন্য কঠিন পরিশ্রম করেছেন ৷ ভিনেশের সঙ্গী কুস্তিগীর বজরং পুনিয়া অন্তিমের উদ্দেশ্যে বলেন, "কয়েকজন বলছে, 3-4 জন কুস্তিগীর ভিনেশকে হারিয়ে দিতে পারেন ৷ কিন্তু অন্তিম, ভিনেশকে এখনও পর্যন্ত কেউ পরাজিত করতে পারেননি ৷ ভবিষ্যতেও তা হবে না ৷"

শনিবার অ্যাড-হক কমিটির সদস্য ভূপেন্দর সিং বাজওয়া বলেন, "আমাদের নীতি অনুযায়ী আমরা ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে যাওয়ার অনুমতি দিয়েছি ৷ ভালো খেলোয়াড়রা যাতে কোনও ভাবে আহত না-হন, তার জন্য তাঁদের এই ছাড়পত্র দেওয়া যেতেই পারে ৷ এতে কোনও ভুল নেই ৷ এটা আমাদের নীতি মেনেই দেওয়া হয়েছে ৷" এবার চিনের হাংঝোউতে এশিয়ান গেমস হবে 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত ৷

আরও পড়ুন: রাস্তায় আর আন্দোলন নয়, যা হবে কোর্টে ; জানিয়ে সোশাল মিডিয়া থেকে বিরতি কুস্তিগীরদের

উল্লেখ্য, কোনও ট্রায়াল ছাড়া এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন মেডেল জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগট ও বজরং পুনিয়া ৷ এদিকে দেশের রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকা ও মেয়ে কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ আন্দোলনে নেমেছিলেন জাতীয় স্তরের কুস্তিগীররা ৷ বিজেপি সাংসদ ব্রিজভূষণের পদত্যাগের দাবিতে আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এই দুই কুস্তিগীর ৷ সেই আন্দোলনও মাঝপথে থমকে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.