ETV Bharat / sports

ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ - Rape Case

Cristiano Ronaldo's 2010 Hush-money Settlement in Vegas Rape Case: ভেগাস ধর্ষণ মামলায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে মোটা টাকা দেওয়ার অভিযোগ নির্যাতিতাকে ৷ যদিও, অভিযোগকারী মহিলার আবেদন খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 12:02 PM IST

রেনো, 22 নভেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত ৷ 2009 সালে লাস ভেগাসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয় পর্তুগালের তারকা ফুটবলের বিরুদ্ধে ৷ সম্প্রতি অভিযোগকারী মহিলার আইনজীবী দাবি করেন, রোনাল্ডো তাঁর মক্কেলকে মোটা অংকের অর্থের বিনিময়ে মুখ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন ৷ এই অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করতে আবেদন করেছিলেন মহিলার আইনজীবী ৷ তবে, সান ফ্রান্সিসকোর আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷

রোনান্ডোর বিরুদ্ধে অভিযোগকারী মহিলাকে গোপনীয়তা বজায় রাখার শর্তে চুক্তিপত্রে সই করিয়ে 3 লক্ষ 75 হাজার মার্কিন ডলার দেওয়ার অভিযোগ আনা হয়েছিল ৷ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবর অনুযায়ী, 2022 সালের জুন মাসে লাস ভেগাসের ফেডেরাল আদালতের বিচারক মামলা খারিজ করে দিয়েছিলেন ৷ অভিযোগকারীর আইনজীবী নবম সার্কিট কোর্টে আবেদনে উল্লেখ করেন, ফেডেরাল আদালতের সেই রায় বাতিল করা হোক ৷ সেই সঙ্গে 2018 সালে অভিযোগকারী মহিলা যে ফৌজদারি মামলা দাখিল করেছিলেন, তা পুনরায় শুরু করার আবেদন জানানো হয় ৷

আবেদনকারীর আইনজীবী সওয়াল করেন, ‘‘2010 সালে অভিযোগকারী মহিলা রোনাল্ডোর থেকে গোপনীয়তা বজায় রেখে টাকা নেওয়া যে চুক্তিপত্র সই করেছিলেন, তা প্রকাশ্যে আসার পর এই আবেদন মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের খারিজ করা উচিত হয়নি ৷’’ সান ফ্রান্সিসকোর আদালতের তিন বিচারকের বেঞ্চ সেই যুক্তি খারিজ করে দেয় ৷ এমনকি লাস ভেগাসের ফেডেরাল আদালতের বিচারকের বিরুদ্ধে আবেদন না শুনে, ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ করা হয়েছিল, তাও খারিজ করেছে অ্যাপিল কোর্ট ৷

পালটা অভিযোগকারী মহিলার আইনজীবী লেসলি মার্ক স্তোভালকে 3 লক্ষ 35 হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ৷ ভিত্তিহীন আবেদন করার জন্য ৷ সেই সঙ্গে 6 পাতার রায়ে বিচারকরা উল্লেখ করেছেন, ডিস্ট্রিক্ট কোর্ট কেসের গুরুত্ব বুঝেই মামলা খারিজ করেছে এবং সেই সংক্রান্ত কারণ বিশ্লেষণ করা হয়েছে ৷

রেনো, 22 নভেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত ৷ 2009 সালে লাস ভেগাসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয় পর্তুগালের তারকা ফুটবলের বিরুদ্ধে ৷ সম্প্রতি অভিযোগকারী মহিলার আইনজীবী দাবি করেন, রোনাল্ডো তাঁর মক্কেলকে মোটা অংকের অর্থের বিনিময়ে মুখ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন ৷ এই অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করতে আবেদন করেছিলেন মহিলার আইনজীবী ৷ তবে, সান ফ্রান্সিসকোর আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷

রোনান্ডোর বিরুদ্ধে অভিযোগকারী মহিলাকে গোপনীয়তা বজায় রাখার শর্তে চুক্তিপত্রে সই করিয়ে 3 লক্ষ 75 হাজার মার্কিন ডলার দেওয়ার অভিযোগ আনা হয়েছিল ৷ সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবর অনুযায়ী, 2022 সালের জুন মাসে লাস ভেগাসের ফেডেরাল আদালতের বিচারক মামলা খারিজ করে দিয়েছিলেন ৷ অভিযোগকারীর আইনজীবী নবম সার্কিট কোর্টে আবেদনে উল্লেখ করেন, ফেডেরাল আদালতের সেই রায় বাতিল করা হোক ৷ সেই সঙ্গে 2018 সালে অভিযোগকারী মহিলা যে ফৌজদারি মামলা দাখিল করেছিলেন, তা পুনরায় শুরু করার আবেদন জানানো হয় ৷

আবেদনকারীর আইনজীবী সওয়াল করেন, ‘‘2010 সালে অভিযোগকারী মহিলা রোনাল্ডোর থেকে গোপনীয়তা বজায় রেখে টাকা নেওয়া যে চুক্তিপত্র সই করেছিলেন, তা প্রকাশ্যে আসার পর এই আবেদন মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের খারিজ করা উচিত হয়নি ৷’’ সান ফ্রান্সিসকোর আদালতের তিন বিচারকের বেঞ্চ সেই যুক্তি খারিজ করে দেয় ৷ এমনকি লাস ভেগাসের ফেডেরাল আদালতের বিচারকের বিরুদ্ধে আবেদন না শুনে, ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ করা হয়েছিল, তাও খারিজ করেছে অ্যাপিল কোর্ট ৷

পালটা অভিযোগকারী মহিলার আইনজীবী লেসলি মার্ক স্তোভালকে 3 লক্ষ 35 হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ৷ ভিত্তিহীন আবেদন করার জন্য ৷ সেই সঙ্গে 6 পাতার রায়ে বিচারকরা উল্লেখ করেছেন, ডিস্ট্রিক্ট কোর্ট কেসের গুরুত্ব বুঝেই মামলা খারিজ করেছে এবং সেই সংক্রান্ত কারণ বিশ্লেষণ করা হয়েছে ৷

আরও পড়ুন:

উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা

কাজে এল না স্টিম্যাচের বার্তা, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হার ভারতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.