ETV Bharat / sports

Santosh Trophy 2023: মহারাষ্ট্রের বিরুদ্ধেও জয়, অল-উইন রেকর্ডে সন্তোষ ট্রফির পরবর্তী পর্বে বাংলা - অপরাজিত বাংলা

গ্রুপের অন্যতম শক্ত প্রতিপক্ষ মহারাষ্ট্রকে হারিয়ে বাংলা পৌঁছে গেল সন্তোষ ট্রফির (Santosh Trophy) চূড়ান্ত পর্বে। কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে মহারাষ্ট্রকে 2-1 গোলে পরাজিত করে বাংলা দল পৌঁছল সরাসরি মূল পর্বে ৷ এই ম্যাচ ড্র করলেই বাংলা পৌঁছতে পারত চ্যাম্পিয়নশিপের রাউন্ডে কারণ মহারাষ্ট্রের সঙ্গে পয়েন্ট এক হলেও গোল পার্থক্যে তারা এগিয়ে ছিল।

Santosh Trophy 2023
সন্তোষ ট্রফিতে বাংলা
author img

By

Published : Jan 15, 2023, 10:52 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: অপরাজিত বাংলা (Bengal Football Team)। সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে প্রতিপক্ষদের উড়িয়ে পরের পর্বে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। রবিবার কোলাপুরে ছত্রপতি স্টেডিয়ামে প্রতিপক্ষ মহারাষ্ট্রকে 2-1 গোলে হারিয়ে এক নম্বর দল হিসেবে পরের পর্বের টিকিট পকেটে পুরে নিল বাংলা।

গ্রুপের বাকি চারটে ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও মহারাষ্ট্র ম্যাচটি ছিল সবচেয়ে কঠিন। বাংলা এবং মহারাষ্ট্র দুই দলেরই পয়েন্ট ছিল বারো। কিন্তু গোল পার্থক্যে বাংলা ছিল সুবিধাজনক জায়গায়। হরিয়ানা, দমন-দিউ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে পরের পর্বে যাওয়ার দিকে এগিয়ে ছিল বাংলাই। তাই রবিবার গ্রুপ শীর্ষে থাকার জন্য বাংলার দরকার ছিল ড্র। কিন্তু কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য প্রথম থেকেই বলে এসেছেন তাঁরা জয় ছাড়া অন্য কিছু ভাবনাকে ঠাঁই দিতে নারাজ।

কোচের এই বার্তায় সাড়া দিয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে জ্বলে উঠলেন নরহরি শ্রেষ্টা, রবি হাঁসদারা। প্রতিপক্ষ মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেন বাংলার ফুটবলাররা। 8 মিনিটে সুরজিৎ হাঁসদা গোল করে বাংলাকে এগিয়ে দেন। 35 মিনিটে পর এগিয়ে যায় বাংলা। গোলদাতা দীপক রজক। দু'গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করে মহারাষ্ট্র। বিরতির পরে ব্যবধান কমায় তারা। কিন্তু তারপর তারা আর বাংলার রক্ষণকে ভাঙতে পারেনি। বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন, "গত পাঁচটা ম্যাচে যেভাবে ফুটবলাররা পারফরম্যান্স করেছে তার কোনও প্রশংসা যথেষ্ট নয়।

আরও পড়ুন: সন্তোষ ট্রফিতে 5-0 দাপুটে জয় বাংলার, সূচি নিয়ে ক্ষুব্ধ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

তিনি আরও বলেন, "ক্রীড়াসূচির সমস্যা, খারাপ মাঠের অসুবিধা সরিয়ে অল উইন পারফরম্যান্সের জন্য বাংলার ফুটবলারদের মরিয়া মনোভাবেই এই জয় সম্ভব হয়েছে।" দ্বিতীয় রাউন্ডে নতুন চ্যালেঞ্জ। বিশ্বজিৎ ভট্টাচার্য বলছেন, "তারা তৈরি। ধাপে ধাপে লক্ষ্যপূরণের দিকে এগোতে চান। এবার সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্বের খেলা মরুশহরে হবে। তার আগের কঠিন চ্যালেঞ্জ সামলানো এখন পরীক্ষা। এই পর্বের ভালো পারফরম্যান্সের পরে ফুটবলাররা আত্মবিশ্বাসী। তাই জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পরে সন্তোষ ট্রফি ফিরিয়ে নিয়ে আসার স্বপ্নপূরণ আস্তে আস্তে ডানা মেলছে। তবে তারজন্য তাড়াহুড়ো চাইছে না বাংলা শিবির।

কলকাতা, 15 জানুয়ারি: অপরাজিত বাংলা (Bengal Football Team)। সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে প্রতিপক্ষদের উড়িয়ে পরের পর্বে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। রবিবার কোলাপুরে ছত্রপতি স্টেডিয়ামে প্রতিপক্ষ মহারাষ্ট্রকে 2-1 গোলে হারিয়ে এক নম্বর দল হিসেবে পরের পর্বের টিকিট পকেটে পুরে নিল বাংলা।

গ্রুপের বাকি চারটে ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও মহারাষ্ট্র ম্যাচটি ছিল সবচেয়ে কঠিন। বাংলা এবং মহারাষ্ট্র দুই দলেরই পয়েন্ট ছিল বারো। কিন্তু গোল পার্থক্যে বাংলা ছিল সুবিধাজনক জায়গায়। হরিয়ানা, দমন-দিউ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে পরের পর্বে যাওয়ার দিকে এগিয়ে ছিল বাংলাই। তাই রবিবার গ্রুপ শীর্ষে থাকার জন্য বাংলার দরকার ছিল ড্র। কিন্তু কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য প্রথম থেকেই বলে এসেছেন তাঁরা জয় ছাড়া অন্য কিছু ভাবনাকে ঠাঁই দিতে নারাজ।

কোচের এই বার্তায় সাড়া দিয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে জ্বলে উঠলেন নরহরি শ্রেষ্টা, রবি হাঁসদারা। প্রতিপক্ষ মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেন বাংলার ফুটবলাররা। 8 মিনিটে সুরজিৎ হাঁসদা গোল করে বাংলাকে এগিয়ে দেন। 35 মিনিটে পর এগিয়ে যায় বাংলা। গোলদাতা দীপক রজক। দু'গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করে মহারাষ্ট্র। বিরতির পরে ব্যবধান কমায় তারা। কিন্তু তারপর তারা আর বাংলার রক্ষণকে ভাঙতে পারেনি। বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন, "গত পাঁচটা ম্যাচে যেভাবে ফুটবলাররা পারফরম্যান্স করেছে তার কোনও প্রশংসা যথেষ্ট নয়।

আরও পড়ুন: সন্তোষ ট্রফিতে 5-0 দাপুটে জয় বাংলার, সূচি নিয়ে ক্ষুব্ধ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

তিনি আরও বলেন, "ক্রীড়াসূচির সমস্যা, খারাপ মাঠের অসুবিধা সরিয়ে অল উইন পারফরম্যান্সের জন্য বাংলার ফুটবলারদের মরিয়া মনোভাবেই এই জয় সম্ভব হয়েছে।" দ্বিতীয় রাউন্ডে নতুন চ্যালেঞ্জ। বিশ্বজিৎ ভট্টাচার্য বলছেন, "তারা তৈরি। ধাপে ধাপে লক্ষ্যপূরণের দিকে এগোতে চান। এবার সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্বের খেলা মরুশহরে হবে। তার আগের কঠিন চ্যালেঞ্জ সামলানো এখন পরীক্ষা। এই পর্বের ভালো পারফরম্যান্সের পরে ফুটবলাররা আত্মবিশ্বাসী। তাই জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পরে সন্তোষ ট্রফি ফিরিয়ে নিয়ে আসার স্বপ্নপূরণ আস্তে আস্তে ডানা মেলছে। তবে তারজন্য তাড়াহুড়ো চাইছে না বাংলা শিবির।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.