আল রায়ান, 22 নভেম্বর: বিশ্বকাপে অঘটনের ম্যাচ দেখেছে কাতার । মেসির আর্জেন্তিনাকে হারিয়ে দিয়েছে সৌদি আরব । পরের ম্যাচেও কার্যত একই দৃশ্য দেখল ফুটবল বিশ্ব । অঘটন না-ঘটালেও চমকে দিল তিউনিশিয়া (Tunisia holds Denmark to Goal less draw) । দস সন্তোষের দেশ আটকে দিল ইউরো কাপের সেমিফাইনালিস্ট ডেনমার্ককে (FIFA World Cup 2022) ।
এদিন ম্যাচের আগে থেকে গ্যালারির রাশ হাতে নিতে শুরু করেছিলেন তিউনিশিয়ার (Tunisia) সমর্থকরা । মাঠে নেমে ম্যাচের দখল নিতে না-পারলেও ডিফেন্স জমাট করে রাখল জালেল কাদরির ছেলেরা । দাঁতে দাঁত চেপে এক পয়েন্ট ছিনিয়ে নিল 2011 আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ বিজেতারা । 62 শতাংশ বল দখল, 5টি গোলমুখী শটের পরেও মাঠেই ম্যাচ ফেলে এলেন এরিকসেনরা (Denmark)।
-
It ends all square at the Education City Stadium 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It ends all square at the Education City Stadium 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022It ends all square at the Education City Stadium 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022
আরও পড়ুন: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'
এদিন 3 পয়েন্টও আসতে পারত তিউনিসিয়ার ঝুলিতে । হাফ টাইমের ঠিক আগে গোলরক্ষক ক্যাসপার শ্মেইচেলের অসাধারণ সেভে ম্যাচ বাঁচায় ডানিসরা । অন্যদিকে, ইউরো 2020 মাঠেই কার্ডিয়ার অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন । দেড় বছর পর মাঠে নামলেন তিনি ।
আরও পড়ুন: প্রযুক্তির কাছে হার আর্জেন্তিনার, ভিএআর-এ পাকড়াও মেসি-মার্তিনেজের অফসাইড গোল